টুকরো খবর
গ্যাস লিকে আতঙ্ক ছড়াল নারকেলডাঙায়
বরফ কলের একটি পাইপ থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করায় শনিবার রাতে আতঙ্ক ছড়াল নারকেলডাঙা থানা এলাকার গ্যাস স্ট্রিটে। দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত সওয়া ন’টা নাগাদ হিন্দুস্থান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ নামে ওই বরফ কলের অ্যামোনিয়ার পাইপ লাইনে মেরামতির কাজ চলছিল। একটি পুরনো পাইপ থেকে গ্যাস লিক করায় ঘনবসতিপূর্ণ ওই এলাকায় অ্যামোনিয়ার বিষাক্ত গন্ধ ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। একজনকে হাসপাতালে ভর্তি করানো হয়। কাছেই রাজাবাজার বস্তি থেকে আতঙ্কে লোকজন রাস্তায় বেরিয়ে পড়েন। ওই কারখানার মূল ফটকের সামনেও ভিড় জমান এলাকার আতঙ্কিত লোকেরা। প্রায় সঙ্গে সঙ্গেই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পৌঁছোয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘন্টা দেড়েকের মধ্যেই অবস্থা স্বাভাবিক হয়। সারানো হয় পাইপটিও। দমকল আধিকারিক সমীর চৌধুরী বলেন, “কারখানায় উপযুক্ত ব্যবস্থা থাকায় আমাদের কাজে সুবিধা হয়েছে।”

উদ্বোধন পিছোল ক্রিসমাস উৎসবের
আমরি-অগ্নিকাণ্ডে ৯১ জনের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে পিছিয়ে দেওয়া হল ক্রিসমাস উৎসব। আগামিকাল, সোমবার সন্ধ্যায় পার্কস্ট্রিটের অ্যালেন গ্রাউন্ডে ক্রিসমাস ট্রি-র আলো জ্বেলে এই উৎসবের উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু মৃত্যুমিছিলের দু’দিনের মাথায় এমন আনন্দোৎসবে সামিল হতে মুখ্যমন্ত্রী আপত্তি জানিয়েছেন। আর তাই আপাতত এই উৎসবের উদ্বোধন স্থগিত রাখা হচ্ছে বলে শনিবার জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। ডেরেক বলেন, “আমরি-কাণ্ডে মৃত অসহায় মানুষগুলোর পরিজনদের সমবেদনা জানাতেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। তবে ১৮ ডিসেম্বর দুপুরে পার্কস্ট্রিটে যে অনুষ্ঠান হওয়ার কথা, তার নড়চড় হচ্ছে না। তার আগে এক দিন উদ্বোধন হবে।”

পথ দুর্ঘটনায় মৃত ১
ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসে চিংড়িহাটা উড়ালপুলের উপর শনিবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। পুলিশ জানায়, মৃতের নাম রাহুলদেব রাহা (২৬)। বাড়ি হাওড়ার ২৪/১ দানেশ শেখ লেনে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.