মূল্যবৃদ্ধির ঊর্ধ্বগতিতে ছেদ পড়লেও সংশয়ের মেঘ উৎপাদন শিল্পকে ঘিরে। এই শিল্পেরই অন্যতম সূচক গাড়ি ব্যবসার হাল-হকিকতে তেমনই ইঙ্গিত। চলতি অর্থবর্ষে, মূলত যাত্রী-গাড়ির ব্যবসা নিয়ে শঙ্কিত সংশ্লিষ্ট শিল্পমহল। জানুয়ারিতে ফের পূর্বাভাস সংশোধন করার কথাও জানিয়েছে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)। সিয়ামের নভেম্বরের পরিসংখ্যান অনুসারে, টানা চার মাস ধরে কমছিল (গত বছরের তুলনায়) যাত্রী-গাড়ির বিক্রি। নভেম্বরে তা ৭% বাড়লেও এপ্রিল-নভেম্বরের হিসেবে কমেছে ৩.৫%। ইউটিলিটি ভেহিকল ও ভ্যান ধরে সার্বিক যাত্রী-গাড়ি বিক্রি কমেছে ০.৫০%। বাণিজ্যিক এবং দু’চাকার গাড়ির বিক্রি অবশ্য গত আট মাসে যথেষ্ট ভাল। এ বার যাত্রী-গাড়ি বিক্রি ১৬-১৮% হারে বাড়বে বলে এপ্রিলে পূর্বাভাস দেয় সিয়াম। কিন্তু জুলাই থেকে বাজার নিম্নমুখী থাকায় অক্টোবরের পূর্বাভাসে তা ২-৪% নামার কথা বলা হয়। সিয়ামের সিনিয়র ডিরেক্টর সুগত সেন বলেন, “সেটাও হবে কি না সংশয়। হয় বিক্রি গত বারের থেকে কমবে, নয় একই থাকবে। তবে সার্বিক ভাবে তা ২% বাড়তে পারে।” অবশ্য, সিয়ামের ধারণা জানুয়ারির পর পরিস্থিতির উন্নতি হতে পারে। তা হলেও গত কয়েক মাসের ভাটা, অর্থবর্ষের শেষ তিন মাসে পুনরুদ্ধার করা সম্ভব হবে না বলেই আশঙ্কা।
|
অজয় রাওয়াল ম্যাগমা ফিনকর্পের চিফ মার্কেটিং অফিসার হয়েছেন। |