টুকরো খবর
ধান বিক্রির টাকা তোলা যাবে ‘১০০ দিন’ থেকে
সহায়ক মূল্যে ধান বিক্রির চেক একশো দিনের প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়ে টাকা তুলতে পারবেন কৃষকেরা। বুধবার কোচবিহারের জেলাশাসকের দফতরে প্রশাসন, খাদ্য ও সরবরাহ দফতর এবং জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি মাথাভাঙায় নগদে ধান কেনার দাবি জানিয়ে বনমন্ত্রী হিতেন বর্মনকে বিক্ষোভ দেখান কৃষকেরা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সমস্যা নিয়েও বনমন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। কৃষকদের ওই ক্ষোভের কথা মাথায় রেখেই একশো দিনের প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক জমা দিয়ে ভাঙানো যাবে বলে সিদ্ধান্ত হয়। কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা-সহ বিভিন্ন ব্লকে শিবির করে ধান কেনা শুরু হবে। কৃষকদের চেক ভাঙাতে যাতে সমস্যা না-হয় সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।” নাটাবাড়ির বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “জেলার সর্বত্র দ্রুত ধান কেনা শুরু করার জন্য প্রশাসনকে বলা হয়েছে।”

এক পায়ে অনশনে
স্থানীয় থানা, জেলা পুলিশ সুপার, এমনকী মন্ত্রীর কাছে একাধিকবার অভিযোগ জানানোর পরেও অভিযুক্তদের গ্রেফতার না-করায় প্রতিবাদ জানাতে গাঁধীগিরি করলেন এক সাধু। ন্যায় বিচার পেতে মালদহ শহরের সদরঘাটে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রের বাড়ি পাশে নিজের আশ্রমে রবিবার সন্ধ্যা থেকে এক পায়ে দাঁড়িয়ে মৌনব্রত রেখে অনশন শুরু করেছেন তিনি। তুলসী ভট্টাচার্য নামে ওই সাধুর এমন গাঁধীগিরিতে নড়েচড়ে বসেছে মালদহ জেলা প্রশাসন। থানায় অভিযোগ জানানোর পরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করায় ক্ষুব্ধ রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রীদেবীও।

অবরোধ
সরকারি উদ্যোগে প্রতি কুইন্টাল ১১০০ টাকা দরে ধান কেনার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকেরা। বুধবার সকাল ৮টা থেকে দলের কয়েকশো কর্মী সমর্থক টানা এক ঘন্টা উত্তর দিনাজপুরের করণদিঘি থানার বিকোরহাট এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। অভিযোগ, চাষিরা ফড়েদের কাছে প্রতি কুইন্টাল ৭০০ টাকা দরে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।”

ঘেরাও আধিকারিক
যত টাকার খাজনা নেওয়া উচিৎ তার থেকে বেশি খাজনা নেওয়া হচ্ছে, অভিযোগ তুলে ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক অফিসারকে ঘেরাও করলেন দক্ষিণ বেরুবাড়ির তৃণমূল কর্মীরা। অভিযুক্ত অফিসার নালিশ খতিয়ে দেখে টাকা ফেরতের আশ্বাস দিলে ঘেরাও ওঠে। বুধবার ঘটনাটি ঘটে দক্ষিণ বেরুবাড়ির মানিকগঞ্জে।

অজ্ঞাতপরিচয়ের মৃত্যু
ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক গাড়ির চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার কুলিক পক্ষিনিবাস সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতের বয়স প্রায় ৩০। এদিন কলকাতাগামী একটি ট্রাক তাঁর গাড়িতে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। প্রতিবাদে গাড়ি থেকে নেমে ওই যুবক ট্রাকে ওঠার চেষ্টা করলে রাস্তায় পড়েন। ওই ট্রাকের চাকায় তাঁর মৃত্যু হয়।

বার্ষিক স্কুল-ক্রীড়া
উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে শুরু হল দু’দিনের ২০ তম বার্ষিক ক্রীড়া। বুধবার কালিয়াগঞ্জের নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের মাঠে এর উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। ছিলেন কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী, জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী প্রমুখ।

স্বামী গ্রেফতার
স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। বুধবার কোচবিহারের ঘোকসাডাঙার ভোগমারা গ্রামে মৃত্যু হয় প্রতিমা বর্মন (৩২) নামে এক মহিলার। অভিযোগ পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.