মেডিক্যালে দেশ জুড়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। চারটি রাজ্য ওই প্রবেশিকা পরীক্ষা নিয়ে আপত্তি তোলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)। বুধবার এ ব্যাপারে শীর্ষ আদালতে শুনানি ছিল। কিন্তু সর্বোচ্চ আদালত এ দিন কোনও নির্দেশিকা জারি করেনি বলে এমসিআই সূত্রে জানানো হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১০ জানুয়ারি। অর্থাৎ তত দিন পর্যন্ত অভিন্ন প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত বিভ্রান্তি কাটছে না।
২০১২ সালের অভিন্ন প্রবেশিকা থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতো রাজ্য। আদালত থেকে তারা পরীক্ষার উপরে স্থগিতাদেশও পেয়ে গিয়েছে। তবে পশ্চিমবঙ্গ এখনও আদালতে যায়নি। তারা জানিয়ে দিয়েছে, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডই অন্যান্য বারের মতো ২০১২ সালে ওই পরীক্ষা নেবে। কিন্তু এমসিআই জানিয়ে দেয়, অভিন্ন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেডিক্যালে ভর্তি না-হলে তারা পড়ুয়াদের রেজিস্ট্রেশন দেবে না। রাজ্যের আশা ছিল, এমসিআইয়ের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কোনও দিঙ্নির্দেশ দেবে। এমসিআই আবেদন করেলেও সুপ্রিম কোর্ট তাদের সিদ্ধান্ত ঝুলিয়ে রাখায় এ রাজ্যের পরীক্ষার্থীদের দুশ্চিন্তা বাড়ল।
সুপ্রিম কোর্টের কাছে এমসিআই জানতে চেয়েছিল, অভিন্ন প্রবেশিকা পরীক্ষার ব্যাপারে আপত্তি তুলেছে চারটি রাজ্য। এমসিআই চায়, সর্বসম্মতিক্রমে দেশের সর্বত্র একই সঙ্গে এই পরীক্ষা নেওয়া হোক। বিভিন্ন রাজ্যের আপত্তি কেন, তা বিস্তারিত ভাবে জানিয়ে হলফনামা জমা দিয়েছিল এমসিআই। সংস্থার সচিব সঙ্গীতা শর্মা বলেন, “শীর্ষ আদালত এ দিন কোনও নির্দেশিকা জারি করেনি। তারা ১০ জানুয়ারি মামলাটি শুনবে বলে জানিয়েছে। তত দিন অপেক্ষা ছাড়া কোনও উপায় নেই।”
এই অবস্থায় পরীক্ষার্থীদের কথা ভেবে রাজ্য সরকার কী করতে চলেছে? রাজ্যের স্বাস্থ্য (শিক্ষা) অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ দিন সুপ্রিম কোর্টে মামলাটির কী হল, সেই ব্যাপারে তিনি অবহিত নন। সবিস্তার না-জেনে তিনি কোনও মন্তব্য করবেন না। |