|
|
|
|
জখম তরুণী উদ্ধার ঘরে, ধন্দে পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাড়ির শোওয়ার ঘর থেকে ব্লেডের আঘাতে জখম তরুণীকে উদ্ধার করা নিয়ে রহস্য দানা বেঁধেছে শিলিগুড়ি সংলগ্ন হায়দরপাড়ায়। বুধবার সকাল ৬টা নাগাদ ওই তরুণীকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাসতালে ভর্তি করানো হয়। পুলিশ জানায়, ওই তরুণীর নাম জ্যোতি শর্মা। তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর আঘাত এতটাই গুরুতর যে কথা বলতে পারছেন না তিনি। ঘটনার সময় বাড়িতে সুমিত্রার মা সুমিত্রা দেবী এবং ভাই চন্দন ছিলেন। প্রতিবেশীরা যাওয়ার আগেই চন্দন বাড়ি ছেড়ে চলে যান। তদন্তে নেমে পুলিশ ধন্দে পড়েছে। জলপাইগুড়ির ডিএসপি হরিপদ শী বলেন, “এখনও বিষয়টি পরিস্কার নয়। তরুণীর সঙ্গে কথা বলা যায়নি। তরুণীর মা কোনও অভিযোগ জানানি। বিষয়টির তদন্ত হচ্ছে।” তরুণীর মা সুমিত্রা দেবী বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলছেন না। তিনি বলেন, ‘‘বাইরে গিয়েছিলাম। ছেলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি দেখি জ্যোতি কথা বলতে পারছে না। গলা দিয়ে রক্ত পড়ছে। প্রতিবেশীদের ডেকে হাসপাতালে নিয়ে আসি। কী করে এমন হল জানি না।” পরেই সুমিত্রা দেবীর চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁর বাড়িতে গিয়ে জ্যোতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তরুণীর গলায় কয়েকটি আঘাতের চিহ্ন ছিল। খুন করতেই গলায় আঘাত করা হয়েছে বলে পুলিশের ধারণা। বাড়ির মালিক স্বপন বিশ্বাস বলেন, “সকালে ঘটনা শুনে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। তাঁর ভাইয়ের সঙ্গেও মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু তিনি ফোন তোলেননি।” পুলিশের এক আধিকারিক বলেন, “চন্দন এবং তাঁর মাকে জিজ্ঞাসাবাদ করা হলে বিষয়টি স্পষ্ট হবে।” |
|
|
|
|
|