টুকরো খবর
শিলিগুড়িকে সাজাবে রাজ্য
শিলিগুড়ির সৌন্দর্যায়ন নিয়ে উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার শিলিগুড়ির সার্কিট হাউজে পুর ও নগরোন্নয়ন দফতরের মুখ্য সচিব দেবাশিস সেনের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। দেবাশিসবাবু জানান, রাজ্যের সমস্ত শহরের উন্নয়নে পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে একটি কমিটি তৈরি করা হয়েছে। কমিটির চেয়ারম্যান দফতরের মন্ত্রী ববি হাকিম। ২২ ডিসেম্বর মন্ত্রীর সঙ্গে শিলিগুড়িতে একটি বৈঠক হবে। থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “দুই ধরনের পরিকল্পনা হয়েছে। একটি স্বল্পমেয়াদি ও একটি দীর্ঘমেয়াদি। স্বল্পমেয়াদির ক্ষেত্রে সবুজায়ন, আলোর ব্যবস্থা, আবর্জনা সাফাই সহ বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে খুব বেশি টাকার প্রয়োজন নেই। কোন সংস্থা কী বিষয়ে কাজ করবে তা ঠিক করা হবে। তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। দীর্ঘমেয়াদির ক্ষেত্রে আইআইটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া হবে। চিন্তাবিদ, শিল্পীদেরও পরামর্শ নেওয়া হবে।” শিলিগুড়ির পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “শহর সাজাতে পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে যে সিদ্ধান্ত হয়েছে তাতে আমরা সহমত। সবরকম সহযোগিতা করব আমরা।”

গোলমাল পানিট্যাঙ্কিতে
সীমান্ত সুরক্ষা বলের জওয়ানদের বিরুদ্ধে এক ট্রাক চালককে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়াল খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি এলাকা। বুধবার সকাল ১১টা নাগাদ ওই ঘটনার জেরে পানিট্যাঙ্কি দিয়ে প্রায় দুই ঘন্টা ভারত-নেপাল যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ট্রাকে তল্লাশি চালানোর সময় বিএসএফ জওয়ানরা এক চালকের প্রয়োজনীয় কাগজপত্র নেই বলে দাবি করে মারধর করেন বলে অভিযোগ। ট্রাক চালকদের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র তাঁদের হাতে ছিল। সেগুলি শুল্ক দফতরের হাতে জমাও দিয়েছেন তাঁরা। তার পরেও জওয়ানরা এক চালককে মারধর করে। ট্রাক চলাচল বন্ধ করে দিয়ে চালকরা আন্দোলনে নামলে ব্যপক যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। এসএসবি অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, ‘‘ট্রাক চালকের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

যুবককে মারধর
চার বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করার অভিযোগে এক যুবককে বেধড়ক মারধর করেন বাসিন্দারা। বুধবার সকালে ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার ক্রান্তি ফাঁড়ির কৈলাশপুর চা বাগানে। পুলিশ ওই যুবককে উদ্ধার করে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করে। গত মঙ্গলবার কৈলাশপুর চা বাগানের করণ লাইনের শ্রমিক নির্মল ওঁরাও-এর চার বছরের মেয়ে বিকালের পর থেকে নিখোঁজ হয়ে যায়। ওই দিন রাত ৮টা নাগাদ শ্রমিক মহল্লার লাগোয়া মাঠে দেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এদিন সকালে এলাকার এক যুবককে ধরে বাসিন্দাদের একাংশ মারধর করে।

বৈঠকে রিকশা-ভাড়ার তালিকা চাইল প্রশাসন
শহরে রিকশা ভাড়া কত হবে তা নিয়ে সমস্ত ইউনিয়নের কাছ থেকে ভাড়ার তালিকা চাইল ব্লক প্রশাসন। বুধবার ফালাকাটার বিডিও সুশান্ত মণ্ডল রিকশা ভাড়া নিয়ে বৈঠক ডাকেন তার দফতরে। শহরে নিয়ন্ত্রণহীন রিকশা ভাড়া অস্বাভাবিক বলে ইতিমধ্যে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। রিক্সা চালকদের সঙ্গে যাত্রীদের বচসা লেগে রয়েছে। অস্বাভাবিক রিকশা ভাড়া নিয়ে আনন্দবাজারে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে ব্লক প্রশাসন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শহরের রিকশা চালকদের তালিকা তৈরি করে তাদের নাম সরকারি খাতায় নথিভুক্ত করা হবে। ন্যূনতম ভাড়া কত হওয়া উচিত ইউনিয়নগুলির কাছে তা জানতে চাওয়া হয়েছে। বিডিও সুশান্ত মণ্ডল বলেন, “খুব শীঘ্র সমস্ত ইউনিয়ন প্রস্তাবিত ভাড়ার তালিকা দেবে। তা যাচাই করে আমরা তালিকা প্রকাশ করব। তবে সে ক্ষেত্রে চালক-যাত্রীদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।”

খাবার দেখে নামল পাগল
১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে সারা রাত বসে কাটালেন এক মানসিক অবসাদগ্রস্ত ব্যাক্তি। সকাল বেলা ২ ঘণ্টা চেষ্টার পর খাবারের লোভ দেখিয়ে তাকে নীচে নামিয়ে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্সের ফালাকাটা থানার জটেশ্বর গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম বলাই মণ্ডল। তার বাড়ি মাথাভাঙায় বুধবার প্রাতর্ভ্রমণের সময় কয়েকজন টাওয়ারের উপর এক জনকে বসে থাকতে দেখেন। লোকজন ওই ব্যক্তিকে নিচে নেমে আসার জন্য বললেও তিনি রাজি হচ্ছিলেন না। পরে বাসিন্দারা ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দিলে ৯টা নাগাদ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। খাবারের লোভ দেখিয়ে তার কোমরে দড়ি বেঁধে ২ ঘণ্টা বাদে তাকে নীচে নামিয়ে আনা হয়। টাওয়ারে চড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন ‘নীচে ছোট ছোট লোক ও সবুজ দেখতে ভাল লাগছিল’।

ধৃত স্বামী
বধূকে নির্যাতন করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ডুয়ার্সের চিলাপাতায় কুরমাই বস্তিতে নামাতি ওরাঁও (৩২) নামে এক বধূর মৃত্যু হলে তাঁর বাবা এতোয়া ওরাঁও অভিযোগ জানান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.