|
|
|
|
পথ দুর্ঘটনায় মৃত ৫, জখম ৮ |
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
বিয়ে ঠিক করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাত্রীপক্ষের এক মহিলা-সহ পাঁচ জনের মৃত্যু হল। মঙ্গলবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে ধূপগুড়ি থানা এলাকার ফালাকাটা-ধূপগুড়ি পূর্ত সড়কের উপর মোরঙ্গা মোড়ের কাছে। ওই দুর্ঘটনায় মোট ৮ জন জখম হয়েছেন। তাদের মধ্যে গুরুতর জখম ৩ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের জলপাইগুড়ি ও ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ জানায়, মৃতরা হলেন, সূর্যমান বর্মন (৪০), পূর্ণচন্দ্র বর্মন (৪৫), শিসকুমারী বর্মন (৬০), কৈলাস বর্মন (৫৭) এবং সুবোধ রায় (২৬)। সুবোধ গাড়ির চালক। কৈলাসবাবু পাত্রীপক্ষের আত্মীয়। বাকিরা একই পরিবারের। তাঁদের বাড়ি ফালাকাটার বেলতলি গ্রামে। প্রথম তিনজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। বুধবার দুপুরে জলপাইগুড়ি সদর হাসপাতালে কৈলাসবাবু ও গাড়ির চালকের জনের মৃত্যু হয়। পুলিশ জানায়, সামনের চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ ফেলেন। গাড়িটি রাস্তার পাশে একটি গর্তে গিয়ে পড়ে। মঙ্গলবার বিকালে বেলতলি গ্রাম থেকে ২ টি ছোট গাড়ি নিয়ে ধূপগুড়ির মাগুরমারী গ্রামে পাত্রের বাড়িতে বিয়ের পাকা করতে গিয়েছিলেন ২০ জন। বিয়ের দিনক্ষণ ঠিকঠাক করে রাতে খাওয়া দাওয়া সেরে ফেরার পথে আচমকা একটি গাড়ির সামনের চাকা ফেটে যায়। সে সময় বেশ দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। চাকা ফেটে যাবার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি গর্তে উল্টে পড়ে। বিকট শব্দ শুনে গ্রামের লোকজন ছুটে এসে গাড়ির ভেতর থেকে নিহত ও জখমদের বার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছোবার আগে ৩ জন মারা যান। ওই গাড়ির পেছনে আরেকটি গাড়িতে চড়ে যাঁরা ফিরছিলেন তাদেরই একজন, নিহতদের আত্মীয় অনিল বর্মন বলে, “আমরা ওই গাড়ির পিছনে আসছিলাম। হঠাৎ দেখি সামনের গাড়িটি রাস্তা থেকে বেরিয়ে পাশের গর্তে পড়ে গেল। সামনে গিয়ে দেখি যন্ত্রণায় কাতরাচ্ছে তাঁরা। কী ভাবে ঘটনা ঘটল বুঝতে পারছি না। |
|
|
|
|
|