অপমৃত্যুর অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখতে কবর থেকে শিশু কন্যার দেহ তুলে ময়না তদন্তে পাঠাল পুলিশ। বুধবার কালজানি নদী চর এলাকার কবর থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই দেহটি উদ্ধার করা হয়। আলিপুরদুয়ার শহরের ৯ নম্বর ওয়ার্ডের ওই শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু হয় বলে মঙ্গলবার পুলিশের কাছে অভিযোগ জানান স্থানীয় এক বাসিন্দা। |
|
আলিপুরদুয়ারে তোলা হচ্ছে শিশুর দেহ |
ওই অভিযোগ খতিয়ে দেখতে মৃতদেহ কবর থেকে সংগ্রহ করে পুলিশ। মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট নরবু শেরিং লেপচা বলেন, “শহরের বিদ্যাসাগর পল্লির বাসিন্দা শঙ্কর দাসের তিন বছরের মেয়ে দীপালি মঙ্গলবার মারা যায়। এর পরে বিট্টু দত্ত নামে এক স্থানীয় বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ জানান অস্বাভাবিক মৃত্যুর পরে ময়না তদন্ত না করে ওই শিশুকে কবর দেওয়া হয়েছে। বুধবার কালজানি নদীর চর এলাকার কবর থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়েছে।” আলিপুরদুয়ার থানার আই সি মনোজ চক্রবর্তী বলেন, “মৃত দেহটি ময়না তদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।” বুধবার সাকলে কবর থেকে শিশুর দেহ উদ্ধারের সময় বাবা শঙ্কর দাসকেও কালজানি চরে নিয়ে যায় পুলিশ। অভিযোগকারী বিট্টুবাবু বলেন, “মৃত শিশুর বাবা কাজ করেন না। তাঁর মানসিক ভারসাম্যহীন স্ত্রী শুক্লা দেবী ভিক্ষে করেন। বাবা মৃত শিশুর যত্ন না নিয়ে অত্যাচার করতেন। সে কিছুদিন থেকে অসুস্থ ছিল। মঙ্গলবার হঠাৎ শিশুটি মারা যায়। বাবা কাউকে না জানিয়ে মৃতদেহ নদীর চরে কবর দেন।” মৃত শিশুর বাবা শঙ্করবাবু জানান, দীপালি অসুস্থ ছিল। চিকিৎসক দেখিয়েছেন। কিন্তু লাভ হয়নি। মঙ্গলবার মারা যায়। পরে তিনি দেহটি কবর দেন। কবর খোঁড়ার ছবিটি তুলেছেন নারায়ণ দে। |
|