প্রাথমিক শিক্ষক শিক্ষণ কেন্দ্রে (পিটিটিআই) ভর্তি করানোর নামে আর্থিক প্রতারণার অভিযোগে উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। সাঁওতালডিহি থানা এলাকার ওই বাসিন্দার বিরুদ্ধে বুধবার পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরের তিন যুবক শ্রীকৃষ্ণ পাঁজা, অমত কারক ও অমিতেন্দু কারক। অভিযুক্ত ব্যক্তি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
লিখিত অভিযোগে ঘাটাল ও দাসপুর থানা এলাকার বাসিন্দা ওই তিন যুবক দাবি করেছেন, সাঁওতালডিহির ওই ব্যক্তিকে তাঁরই পিটিটিআই কেন্দ্রে ভর্তি হওয়ার জন্য তাঁরা ফি ও ‘ডোনেশন’ বাবদ ২ লক্ষ ৯৩ হাজার টাকা দিয়েছিলেন। গত ২৯ অগস্ট টাকা পাওয়ার পরেও ওই ব্যক্তি তাঁদের ভর্তি করানোর ব্যবস্থা করাননি। টাকা ফেরত চাইলে তা দিতেও অস্বীকার করেন। এর পরে প্রথমে সাঁওতালডিহি থানায় ও পরে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান তিন যুবক। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর দাবি, “রাজনৈতিক চাপে ভিত্তিহীন অভিযোগ করেছে ওই তিন জন। আমি ওদের কাছ খথেকে পিটিটিআই কেন্দ্রে ভর্তি করানোর নামে কোনও টাকা নিইনি। আমার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে চক্রান্ত করা হচ্ছে।” অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
|
পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য মানবাজার ব্লকের আদিবাসী ছাত্রীদের সাইকেল দেওয়া হল। বুধবার এই ব্লকের ১৩৭ জন ছাত্রীকে সাইকেল দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আজ বৃহস্পতিবারও ছাত্রীদের সাইকেল দেওয়া হবে। মানবাজার ব্লক অফিস চত্বেরই এই অনুষ্ঠান হয়। মানবাজারের বিডিও সায়ক দেব বলেন, “পশ্চিমাঞ্চসল উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের সাইকেল দেওয়া হচ্ছে। গত বছর স্কুলগুলি থেকে আসা ছাত্রীদের নামের তালিকার ভিত্তিতে সাইকেল বিলি করা হচ্ছে।” সাইকেল পেয়ে উচ্ছ্বসিত মানবাজার গার্লস স্কুলের ছাত্রী পিয়ামনি টুডু, দেবশ্রী টুডুরা বলে, “সাইকেল পেয়ে খুব উপকার হল। এ বার থেকে সাইকেলে চেপে তাড়াতাড়ি স্কুলে যাতে পারব।” অনুষ্ঠানে মানবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মাণ্ডি প্রমুখ উপস্থিত ছিলেন।
|
বাড়ির কড়িকাঠ থেকে গলায় ওড়নার ফাঁস দেওয়া এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উমা দাস দিগর (১৮)। বাড়ি সারেঙ্গা থানার বিক্রমপুর গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় দেহটি উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ পুলিশ তদন্ত করা হচ্ছে। তাঁর বাবা সুভাষ দাস দিগর পেশায় দিন মজুর। তিনি বলেন, “আমরা স্বামী ও স্ত্রী মাঠে কাজ করতে গিয়েছিলাম। উমা বাড়িতে একা ছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি এই কাণ্ড ঘটেছে। কেন এমন হল বুঝতে পারছিনা।” বুধবার দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়ায় পাঠানো হয়।
|
তালা ভেঙে মন্দিরের বিগ্রহের গা থেকে গয়না চুরির অভিযোগ উঠেছে। গঙ্গাজলঘাটি থানার কাপিষ্ঠা গ্রামের ঘটনা। বুধবার সকালে স্থানীয় অন্নপূর্ণা মন্দিরে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়। পুলিশ জানিয়েছে, রূপোর একটি মুকুট ও সোনার নথ চুরি গিয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে।
|
মাওবাদী হামলায় নিহত ১২ জন ব্যক্তির পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারের তরফে ১ লক্ষ টাকা করে চেক তুলে দিল পুরুলিয়া জেলা পুলিশ। বুধবার বিকেলে নিজের কার্যালয়ে পরিবারগুলির সদস্যদের হাতে চেক তুলে দেন পুলিশ সুপার সুনীলকুমার চৌধুরী। তিনি বলেন, “সিকিউরিটি রিলেটেড এক্সপেনডিচার স্কিম থেকে ওই অর্থ দেওয়া হয়েছে।” প্রসঙ্গত, জেলার বলরামপুর, বান্দোয়ান ও বাঘমুণ্ডি থানা এলাকায় মাওবাদীদের হাতে নিহত ওই ১২ জনের পরিবারের হাতে এ বছর ২২ নভেম্বর কেন্দ্রীয় সরকারের তরফে পরিবারপিছু ৩ লক্ষ টাকা করে চেক দিয়েছিল প্রশাসন।
|
পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক পুলিশকর্মী। বুধবার বিকেলে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে পুরুলিয়া মফস্সল থানার শিমুলিয়া গ্রামের অদূরে দুর্ঘটনাটি ঘটে। আহত শক্তিপদ মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কর্মী। তিনি কেন্দার বাসিন্দা। এ দিন তিনি মোটরবাইকে কেন্দার দিকে যাচ্ছিলেন। একটি গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি ধাক্কা লাগে। আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশকর্মী পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। |