|
|
|
|
কাজের মান নিয়ে পথ অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
গ্রামের রাস্তা সংস্কারের কাজ ঠিক মতো না হওয়ার অভিযোগ তুলে এলাকার মূল সড়ক অভিযোগ অবরোধ করলেন বাসিন্দারা। ঘটনাটি পুরুলিয়ার মানবাজারের। বুধবার মানবাজার ব্লক অফিসের সামনে প্রায় তিন ঘণ্টা মানবাজার-বান্দোয়ান রাস্তা অবরোধ করা হয়। এর ফলে রাস্তার দু’দিকে বহু গাড়ি আটকে যায়।
রাস্তার উপরেই প্লাকার্ড হাতে নিয়ে বাসিন্দারা বিক্ষোভ দেখান। অবরোধকারীরা জানিয়েছেন, বিসরি গ্রাম পঞ্চায়েতের পাথরমহড়া থেকে পিয়ালশোল পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা, বারকুড়ি কালীমন্দির থেকে বনকাটা দু’কিলোমিটার রাস্তা ও স্বপন-সুব্রত হাইস্কুল থেকে ভ্রমরপুর পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলছে। বিসরি পঞ্চায়েত এই কাজের জন্য টাকা বরাদ্দ করেছে। অবরোধকারীদের মধ্যে বৃন্দাবন মল্লবাবু, টুনু বসু ও দিলিপ বাউরিদের অভিযোগ, “রাস্তাগুলির যে অংশ খারাপ হয়ে ছিল, সেই অংশগুলি সংস্কার করা হচ্ছে না। আবার যে সব অংশে সংস্কার কাজ চলছে, সেখানে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে। এর প্রতিবাদে স্থানীয় পঞ্চায়েত অফিসে স্মারকলিপিও দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।” সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাঁরা অবরোধ চালান। পরে পুলিশ গিয়ে তাঁদের আশ্বাস দেওয়ার পরে অবরোধ ওঠে।
রাস্তা সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদার উত্তম চৌধুরী’র দাবি, “পরিকল্পনামাফিক রাস্তাগুলি সংস্কার করা হচ্ছে। নিম্নমানের উপকরণ দেওয়ার যে অভিযোগ তাঁরা তুলেছে, তা সম্পূর্ণ মিথ্যা। গ্রামবাসীরা এ ভাবে বাধা দিলে কাজ বন্ধ রাখা ছাড়া উপায় নেই।” বিসরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সিপিএমের বনমালি বাউরি বলেন, “রাস্তা সংস্কারে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করার অভিযোগ ঠিক নয়।”
মানবাজারের বিডিও সায়ক দেব বলেন, “পঞ্চায়েতের নির্মাণ সহায়কদের তথ্যের ভিত্তিতে পরিকল্পনা তৈরি করার সময়ে কিছু ত্রুটি হয়েছিল। সে কারণেই রাস্তাগুলি কিছু অংশ পরিকল্পনায় বাদ পড়ে গিয়েছিল। দ্রুত ওই অংশগুলি সংস্কার করার জন্য টেন্ডার ডাকা হবে।” |
|
|
|
|
|