বেআইনি গাড়ি নিয়ে রাস্তা অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
গাড়ি চালানো নিয়ে দু’টি ইউনিয়নের শ্রমিকদের মধ্যে মারামারিতে তিন ঘণ্টা বন্ধ থাকল যান চলাচল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ থানার সীমান্ত কাটাখালিতে। একে অন্যের বিরুদ্ধে অবৈধ গাড়ি চালানোর অভিযোগ তুলে বেলা ১১টা থেকে রাস্তা অবরোধ করে। ফলে লেবুখালি থেকে পারহাসনাবাদ গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দু’পক্ষের অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে দুপুর ২টো নাগাদ অবরোধ ওঠে। |
কংগ্রেসকর্মী প্রহৃত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
এক কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। বসিরহাট থানার ইটিন্ডার গাছায় বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিখিল দাস নামে আহত ওই ব্যক্তি গাছা আখাড়পুর পঞ্চায়েতের কংগ্রেস সদস্য। তাঁকে বসিরহাট মহকুমা হাসপতালে ভর্তি করানো হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। |
আধিকারিক ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
একজনের জমি অন্যজনের নামে নথিভুক্ত করার অভিযোগে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিককে ঘেরো রে বিক্ষোভ দেখাল জনতা। দেগঙ্গার বেড়াচাঁপায় বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বোঝালে ২টো নাগাদ ঘেরাও তুলে নেওয়া হয়। |
স্কুলের বার্ষিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সম্প্রতি শেষ হল উত্তর ২৪ পরগনার খোলাপোতা শিশুতীর্থ অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। খোলাপোতা হিমাচল সঙ্ঘের মাঠে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন খোলাপোতা হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক এচিওম আবদুল্লা, খোলাপোতা পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী বিশ্বাস। |
ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বারাসত মহকুমার প্রাথমিক, নিম্ন বুনিয়াদি এবং শিশুশিক্ষা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার। দেগঙ্গার বেড়াচাঁপা ফুটবল ময়দানে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে এক বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়। প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মিনা ঘোষ। উপস্থিত ছিলেন দেহঙ্গার বিডিও অমিয় দাস, এআই কালিপদ সানা প্রমুখ। ১৪টি চক্রের মোট সাড়ে তিনশো ছাত্রছাত্রী ২৮টি ইভেন্টে যোগ দেয়। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। |