স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ চাঁদপাড়া এলাকা থেকে মঙ্গলবার কেপমারিতে জড়িত অভিযোগে এক জনকে গ্রেফতার করল। ধৃতের নাম ভিকি প্রসাদ। বাড়ি হালিশহরের কবিরাজবাগান-বটতলা এলাকায়। তার কাছ থেকে একটি মোটরবাইক বাজেয়্রাপ্ত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার কাহনকিয়ার বাসিন্দা ফণীভূষণ বিশ্বাস মঙ্গলবার চাঁদপাড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে কয়েক হাজার টাকা তোলেন। ফেরার সময়ে ব্যাঙ্কের সামনেই ভিকি এবং আর এক যুবক মোটরবাইকে করে এসে তাঁর ব্যাগটি টান দিয়ে কেড়ে নিয়ে পালায়। ফণীভূষণবাবুর চিৎকারে স্থানীয় লোকজন মোটরবাইক নিয়ে ভিকিদের ধাওয়া করেন। কিছু ক্ষণের মধ্যে ভিকি ধরা পড়লেও তার সঙ্গী পালিয়ে যায়। পুলিশ গিয়ে ভিকিকে গ্রেফতার করে। তাকে জেরা করে পুলিশ জানতে পারে, ভিকির সঙ্গে যে যুবক ছিল তার নাম রাহুল সিংহ। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে পুলিশ ফণীভূষণবাবুর ব্যাঙ্কের পাশবই এবং চেকবই উদ্ধার করেছে। তবে খোয়া যাওয়া টাকা মেলেনি। পুলিশ জানায়, ভিকির নামে বিহারের বিভিন্ন থানায় কেপমারি এবং ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। সেখানে তাকে হাজতবাসও করতে হয়। সম্প্রতি বনগাঁ শহর এবং চাঁদপাড়া এলাকায় বেশ কয়েকটি কেপমারির ঘটনা ঘটেছে। ধৃতকে জেরা করে ওই চক্রের বাকিদেরও শীঘ্রই খোঁজ মিলবে বলে মনে করছে পুলিশ। |