রাস্তা সারানোর দাবি, অবরোধ
গাড়ি গেলেই ধুলোর ঝড়ে পথচারীদের দমবন্ধ হওয়ার জোগাড়। রাস্তার পাশের দোকানদারেরাও নিত্য ধুলোর ঝড়ে অতিষ্ঠ। অথচ রাস্তা সারানোর নাম নেই প্রশাসনের। প্রতিবাদে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত বসিরহাটের ইটিন্ডা রোড ও টাকি রোডের সংযোগকারী রাস্তা এসএন মজুমদার রোড অবরোধ করলেন স্থানীয় জনতা। তাঁদের অভিযোগ, রাস্তাটি পুরসবার দায়িত্বে থাকলেও সংস্কারের বিষয়ে তারা উদাসীন। বার বার আবেদন জানিয়েও কাজ হয়নি।
মেরামতির দাবিতে বসিরহাটের এসএন মজুমদার রোডে অবরোধ বাসিন্দাদের। ছবি: নির্মল বসু।
তাই বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে। অভিযোগ প্রসঙ্গে বসিরহাট পুরসভার ভাইস চেয়ারম্যান অমিত দত্ত বলেন, “অতিরিক্ত মালবোঝাই লরির চলাচলের কারণে রাস্তা ঠিক রাখা যাচ্ছে না। বেআইনি মালবোঝাই লরি আটকানোর দায়িত্ব প্রশাসনের। তা ছাড়া এখনও পর্যন্ত উন্নয়ন মূলক কাজের জন্য রাজ্য সরকারের তরফে পুরসভাকে কোনও টাকা দেওয়া হয়নি। ফলে প্রয়োজনমতো রাস্তা মেরামতির কাজ করা সম্ভব হচ্ছে না। তা সত্ত্বেও সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, রাস্তার সারানোর দাবিতে এ দিন সকাল থেকে বাঁশ দিয়ে রাস্তা আটকে দেন স্থানীয় মানুষ। মাইক নিয়ে শুরু হয় বিক্ষোভ। পুলিশ ও পুর কর্তৃপক্ষের বার বার অনুরোধেও অবরোধকারীরা শান্ত হননি। বিক্ষোভকারীদের পক্ষে নিলয় সরকার বলেন, “রাস্তার এমন অবস্থার জন্য সকলের নাভিশ্বাস ওঠার জোগাড়। রাস্তা ঠিক না করা পর্যন্ত প্রতিবাদ, বিক্ষোভ চলবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.