কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভোটারদের নামের পাশাপাশি তাঁদের ঠিকানাও ভোটার তালিকায় দেওয়ার দাবি তুলেছে ছাত্রপরিষদ।
ওই দাবিতে বুধবার অধ্যক্ষ-সহ বেশ কয়েক জন শিক্ষককে প্রায় ঘন্টা দুয়েক ঘেরাও করে রাখা হয়। পরে ওই ছাত্রসংগঠনের দাবি মেনে ভোটার তালিকা প্রকাশের আশ্বাস দেওয়ার পরেই ঘেরাও-মুক্ত হন তারা। ওই ঘটনার জেরে কলেজ প্রাঙ্গণে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।
কলেজ অধ্যক্ষ জগন্নাথ ভট্টাচার্য বলেন, “কলেজ ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের নিয়ে এদিন কলেজে বৈঠক ছিল। বৈঠকে ভোটার তালিকায় ভোটারদের নামের পাশে তাঁদের ঠিকানা দেওয়ার দাবি তোলে কোনও এক ছাত্রসংগঠন। কিন্তু এর আগের দু-বছর ভোটার তালিকায় ভোটারদের কোনও ঠিকানা দেওয়া হয়নি। ফলে এবছরও ভোটারদের ঠিকানা ছাড়াই এদিন ভোটার তালিকা প্রকাশিত হয়।”
কিন্তু ছাত্রপরিষদ ওই ভোটার তালিকা মানতে নারাজ। তাঁদের দাবি না মানা পর্যন্ত অধ্যক্ষ-সহ বেশ কয়েক জন শিক্ষককে এদিন বিকেল থেকে ঘেরাও করে বিক্ষোভও দেখায় তারা।
এর আগে গত ৩০ নভেম্বর ওই একই দাবি নিয়ে জঙ্গিপুর কলেজে ঘেরাও-অবস্থান করে ছিল ছাত্রপরিষদ। অধ্যক্ষ বলেন, “ছাত্রসংগঠনের দাবি মেনে ভোটারদের নামের পাশে ঠিকানা লিখে আগামী ১০ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হবে।”
ছাত্রপরিষদের জেলা সভাপতি হাসানুজ্জামান বাপ্পা অবশ্য বলেন, “ভোটার তালিকায় ঠিকানা না থাকায় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার ক্ষেত্রে অসুবিধার মুখে পড়তে হচ্ছে আমাদের প্রার্থীদের। এজন্য ভোটার তালিকায় ভোটারদের নামের সঙ্গে তাদের ঠিকানা দেওয়ার দাবি তোলা হয়েছে এবং তা ন্যায়সঙ্গত।”
আগামী ১৭ ডিসেম্বর জেলার ১৭টি কলেজে একযোগে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। লালগোলা কলেজের ক্ষেত্রে আগামী ৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার পরে ১০ ডিসেম্বর স্ক্রুটিনি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ঘোষণা হয়েছে আগামী ১২ ডিসেম্বর। |