ডোমকলে মহিলাকে খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। মঙ্গলবার রাতে জলঙ্গির পোল্লাগাড়ি গ্রামে শিখা মণ্ডল (২৩) নামে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। শিখার বাপের বাড়ির তরফে তাঁর স্বামী প্রাণবেন্দ্র মণ্ডল-সহ শ্বশুরবাড়ির চার জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে লালবাগের বাসিন্দা হরেন্দ্রনাথ সরকারের মেয়ে শিখার বিয়ে হয় প্রণবেন্দ্রর সঙ্গে। শিখার বাবার অভিযোগ, “আমরা সাধ্যমতো যৌতুক দিয়েছিলাম। পরে ওর শ্বশুরবাড়ির তরফে আরও টাকা দাবি করা হয়েছিল। মেয়েও প্রায়ই বলত জামাইয়ের চাকরির জন্য টাকার দরকার। ওকে টাকার জন্য মারধরও করত।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তেরা পলাতক। |
পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সালার |
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম রওসন আলি (৩৩)। মঙ্গলবার রাতে সালারের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই যুবক ট্রাকের খালাসির কাজ করতেন। ওই রাতে তিনি মোটরবাইকে চেপে ভরতপুরের ডাঙাপাড়ায় বাড়িতে ফিরছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সালারের ওই রাস্তার দু’পাশে লছিমন দাঁড়িয়ে থাকে। আর তার জেরে হামেশাই দুর্ঘটনা ঘটে। লছিমন নির্দিষ্ট জায়গায় দাঁড় করানোর দাবিতে এলাকাবাসী বুধবার প্রায় এক ঘণ্টা ওই রাস্তা অবরোধ করেন। এর ফলে কান্দি-সালার রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। অন্য দিকে লরির ধাক্কায় মোজাম্মেল হক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে ফারাক্কার এনটিপিসি-র কাছে রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। |
কামদাকিঙ্কর শুরু লালবাগে
নিজস্ব সংবাদদাতা • লালবাগ |
কামদাকিঙ্কর মুখোপাধ্যায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সূচনা হয়েছে বুধবার থেকে। এদিন লালবাগ বান্ধব সমিতি ফুটবল মাঠে বড়বড়িয়া স্বামীজি ক্লাব বনাম এলাহিগঞ্জ উন্নয়ন পল্লি সমিতির ম্যাচে নির্দ্ধারিত সময়ে কোনও পক্ষই গোল দিতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৬-৫ গোলে জয়ী হয়েছে বড়বড়িয়া স্বামীজি ক্লাব। ওই ফুটবল কমিটির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, “দুটি বিভাগে ভাগ করে নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতা চলবে।” লালবাগ ছাড়াও ইসলামপুরের এসবিএস ফুটবল ময়দানে ম্যাচ খেলা হবে। এদিন মাঠে হাজির ছিলেন মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রফিকুল ইসলাম, পুরপ্রধান সৌমেন দাস, আইসি ইন্দ্রজিৎ কুণ্ডু। |
রাস্তা সংস্কারের উদ্যোগ পুরসভার
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী |
ভারী যান চলাচলে ক্ষতি হচ্ছে রাস্তার। সমস্যা সমাধানে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন রাস্তা সংস্কারে উদ্যোগী হল কল্যাণী পুরসভা। ১৯৫৬ সালে তৈরি কল্যাণী ট্রাঙ্ক রোড নতুন করে সংস্কার করে ভারী যান চলাচলের উপযুক্ত করে তোলা হবে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর কল্যাণ দাস। বছর সাতেক আগে ওই রাস্তা সংস্কার হয়। |
নির্বাচনে টাই
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রানাঘাট গ্রন্থাগারের পরিচালন সমিতির নির্বাচনে সিপিএম ও তৃণমূলের টাই হয়েছে। মোট ৮টি আসনের মধ্যে তৃণমূল ৪টি ও সিপিএম ৪টি আসন দখল করেছে। রবিবার এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। |
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার শান্তিপুরের ঢাকা পাড়ার একটি বাগান থেকে দেহটি মেলে। পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। |