ময়না কলেজে অনশনে পড়ুয়ারা |
বিভিন্ন দাবি-দাওয়া পূরণের দাবিতে বুধবার থেকে অনশনে বসলেন ময়না কলেজের বিএসসি এগ্রো সার্ভিস কোর্সের ছাত্র-ছাত্রীরা।
এ দিন সকাল ১১টা নাগাদ কলেজের প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন তাঁরা। বছর পনেরো ধরে এই কোর্সে পড়াশোনা চলছে কলেজে। প্রতি বছর ৩০ জন করে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয়। কিন্তু এই শাখায় পাশ করার পরে যাতে স্কুল সার্ভিসে বসা যায়, তার জন্য এতদিন কলেজ কর্তৃপক্ষ কোনও চেষ্টাই করেননি বলে অভিযোগ। গত তিন-চার বছর ক্যাম্পাস ইন্টারভিউরও ব্যবস্থা করা হয়নি। অনশন কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া প্রাক্তন ছাত্র চন্দন গারু বলেন, “আমাদের সমস্যাগুলি নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে একাধিক বার আবেদন জানিয়েছি। কোনও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে অনশন কর্মসূচি নিয়েছি আমরা।” এ দিন কলেজ কর্তৃপক্ষ আলোচনায় বসার প্রস্তাব দিলেও অনশনরত পড়ুয়ারা শুধু অধ্যক্ষের সঙ্গে বৈঠক করতে রাজি হননি। ছাত্রছাত্রীদের অভিযোগ, “এর আগে অধ্যক্ষের কাছ থেকে একাধিকবার আশ্বাস পেয়েছি। লাভ হয়নি।” শেষমেশ অধ্যক্ষ অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধের বিজ্ঞপ্তি দিলে দুপুরে মাঝপথেই কলেজ বন্ধ হয়ে যায়। কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা ময়নার তৃণমূল বিধায়ক ভূষণচন্দ্র দোলই বলেন, “ওই বিভাগের ছাত্রছাত্রীদের দাবি-দাওয়া অনেকটাই পূরণ করা হয়েছে। আলাদা ল্যাবরেটরি, চাষের জমি প্রভৃতির বন্দোবস্ত করা হয়েছে। আর স্কুল সার্ভিস কমিশনের সভাপতি ও শিক্ষামন্ত্রীকে আমরা গত অগস্ট মাসেই চিঠি দিয়ে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার আবেদন জানিয়েছি। তারপরও পড়ুয়ারা অনশন কর্মসূচি নেওয়ায় কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।”
|
হোমগার্ড পদে ইন্টারভিউ আজ থেকে |
জঙ্গলমহলের যুবকদের পুলিশে নিয়োগের পথে আরও এক কদম এগোল প্রশাসন। আজ, বৃহস্পতিবার থেকে পশ্চিম মেদিনীপুরে হোমগার্ড নিয়োগের ইন্টারভিউ শুরু হচ্ছে জেলা পুলিশ লাইনে। জেলার ১৪ হাজার আবেদনকারীর শারীরিক সক্ষমতার পরীক্ষা আগেই হয়ে গিয়েছিল। তাঁদের মধ্যে থেকে সাড়ে ৬ হাজার জনকে ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে। পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠীর বক্তব্য, “আগামী ২১ ডিসেম্বরের মধ্যেই ইন্টারভিউ শেষ হয়ে যাবে। তার পর যত দ্রুত সম্ভব নিয়োগ করা হবে।” জেলার মাওবাদী প্রভাবিত ১১টি ব্লকের প্রতিটি থেকে আপাতত গড়ে ৬৭ জন করে প্রায় ৭৫০ জনকে হোমগার্ড হিসাবে নিয়োগ করা হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। আজ থেকে আগামী কয়েক দিনে গোয়ালতোড় বাদে ১০টি ব্লকের প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। পরে গোয়ালতোড়ের প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশ সুপার বলেন, “এই নিয়োগ হবে যোগ্যতার নিরিখে। যদি কেউ চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে উৎকোচ দাবি করেন, তা হলে আবেদনকারীরা যেন সরাসরি আমাদের জানান। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
|
জেলা হাসপাতালে স্মারকলিপি তৃণমূলের |
পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের চিকিৎসককে খুনের হুমকি দেওয়ায় অভিযুক্ত কংগ্রেস প্রভাবিত স্টেট হেল্থ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক সত্যরঞ্জন সাহুর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এ বার আসরে নামল তৃণমূলের কর্মী সংগঠন। বুধবার সভা করার পরে তৃণমূল প্রভাবিত নন-গেজেটেড হেল্থ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপারকে স্মারকলিপিও দিয়েছে। সম্প্রতি হাসপাতালের রেডিওলজিস্ট পদে কর্মরত সোমালি রায়কে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে চতুর্থ শ্রেণির কর্মী সত্যরঞ্জনবাবুর বিরুদ্ধে। তমলুক থানায় অভিযোগ জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সত্যরঞ্জনবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান সোমালিদেবী। এ দিন তৃণমূল কর্মী সংগঠনের তরফে হাসপাতালের চিকিৎসক এবং অন্য কর্মীদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া হাসপাতালে অনুসন্ধান অফিস চালু ও জরুরি বিভাগে প্রতি ‘শিফট’এ দু’জন চিকিৎসক নিযুক্ত করানোরও দাবি তোলা হয়েছে। |