হঠাৎ-ই অস্ট্রেলিয়া চলে গেলেন অ্যালান গাও! কিন্তু স্কটিশ ফুটবলারটি কেন দেশে ফিরে গেলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
বুধবার ইস্টবেঙ্গল অনুশীলন শেষে খোঁজ পড়ে গাওয়ের। জানা যায়, কোচের অনুমতি নিয়েই দেশে গেছেন তিনি। কিন্তু কেন গেলেন? কোচ ট্রেভর মর্গ্যান এ দিন অনুশীলনের পর সাংবাদিকদের শুধু বলেন, “ওর চোট আছে। সামনের সপ্তাহে অনুশীলনে নামবে।” তবে ক্লাব সচিব কল্যাণ মজুমদার ও ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য আবার অন্য কথা শোনাচ্ছেন। দু’জনেই বললেন, “গাড়ি চালানোর সময় আইন ভেঙেছিল গাও। সেটা নিয়ে মামলা চলছে। সেই ঝামেলা মেটাতেই দেশে গেছে।” কোচের চোট-তত্বের সঙ্গে যেমন মিলছে না সচিব বা ফুটবল সচিবের বক্তব্য, তেমনই আবার ওই দুই কর্তার সঙ্গে মিলছে না সহসচিব শন্তিরঞ্জন দাশগুপ্তর কথা। দিল্লি থেকে ফোনে তিনি যা বললেন তা কিন্তু যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। “দেশে যাওয়ার আগে এম আর আই রিপোর্টের খোঁজ করছিল গাও। শুনেছি সেটা সোমবার পর্যন্ত আসেনি। ফলে ডাক্তারি রিপোর্ট না নিয়েই চলে গেছে। হয়তো চোট এবং চুক্তি নিয়ে এজেন্টের সঙ্গে কথা বলবে বলে দেশে গিয়েছে।” প্রশ্ন উঠেছে, ব্যাক্তিগত ঝামেলা মেটাতেই যদি দেশে যান, তা হলে যাওয়ার সময় গাও ডাক্তারি রিপোর্টের খোঁজ করবেন কেন? জানা গেছে, গাওকে নিয়ে সমস্যা মেটাতে এ দিন ফুটবল সচিবের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে লাল-হলুদ কোচের।
ইস্টবেঙ্গলের বেশির ভাগ কর্তাই গাওয়ের খেলায় একেবারেই খুশি নন। ট্রেভর মর্গ্যানের আনা গাও-কে বাতিল করে নতুন কোনও ফুটবলার আনার পক্ষেই তাঁরা। নানা সমস্যা তৈরি হওয়ার কথা ভেবে আপাতত কিছুই করতে পারছেন না কেউই। চুক্তি সমস্যা তো আছেই। স্কটিশ ফুটবলারটিকে তাড়াতে হলে অনেক টাকা ক্ষতিপূরণও দিতে হবে। তার উপর ফিফা, এজেন্ট এবং মর্গ্যানের মনোভাব সব মিলিয়ে বেশ অস্বস্তিতে লাল-হলুদ কর্তারা। ক্লাব সচিব নিজেই বললেন, “গাওয়ের খেলার অবস্থা কী তা তো সবাই দেখছে। আমি আর আলাদা করে কী বলব।” গাও নিয়ে সমস্যার মধ্যেই শুক্রবার কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে ওই ম্যাচে হাতে থাকা তিন বিদেশিকেই খেলানোর কথা ভাবছেন লাল-হলুদ কোচ। বহুদিন পর শুরু থেকেই হয়তো খেলবেন মেহতাব হোসেন। টোলগের সঙ্গে মিজোরামের প্রতিশ্রুতিমান ফুটবলার লেনকে নামানোর কথাও ভাবছেন ব্রিটিশ কোচ। তবে তাকে পরের পিয়ারলেস ম্যাচের কথাও ভাবতে হচ্ছে। কিন্তু পুরো ইস্টবেঙ্গল টিমের ভাবনায় অবশ্য আই লিগের ডেম্পো ম্যাচ। |