ডানকুনিতে প্রৌঢ়কে কুপিয়ে খুন
নিজস্ব সংবাদদাতা • ডানকুনি |
বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ডানকুনির কোলেপাড়ায়। পুলিশ জানায়, নিহতের নাম সনৎ পাত্র (৪৮)। ঠিক কী কারণে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে, সে ব্যাপারে পুলিশ নিশ্চিত নয়। অন্ধকারে নিহতের পরিবারের লোকজনও। অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) অমিতাভ বর্মা বলেন, “পুলিশ ওই খুনের তিনটি নির্দিষ্ট সূত্র পেয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা নিহতের পরিচিত। নিহতের ভাই মৃত্যুঞ্জয় পাত্র ডানকুনি থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাত ৯টা নাগাদ জনা চারেক দুষ্কৃতী সনৎবাবুর বাড়িতে চড়াও হয়। তিনি সুদের কারবার করতেন। মোবাইল ফোনের টাওয়ার বসানোর দালালির ব্যবসাতেও যুক্ত ছিলেন। সনৎবাবুকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তা দেখে দুষ্কৃতীরা গা-ঢাকা দেয়। ঘটনার খবর পেয়ে ডানকুনি থানার ওসি পার্থসারথি পাল ঘটনাস্থলে যান। গুরুতর জখম ওই প্রৌঢ়কে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গভীর রাতে তিনি মারা যান। জেলা পুলিশের এক কর্তা জানান, খুনের নেপথ্যে সম্ভাব্য কয়েকটি কারণ পাওয়া যাচ্ছে। তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে ব্যবসায়িক কারণ থাকতে পারে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |
লিফটের নীচে চালকের দেহ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়ার শিবপুরে একটি শপিং মলে লিফটের তলায় পাওয়া গেল চালকের দেহ। পুলিশ জানায়, তাঁর নাম সমীরণ পাতি (২০)। বাড়ি সুন্দরবন এলাকায়। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করা হয়েছে। শিবপুরের জগৎ ব্যানার্জি রোডে ওই মলের নিরাপত্তাকর্মীরা মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে সমীরণকে খুঁজে পাচ্ছিলেন না। রাত আড়াইটে নাগাদ তাঁরা একতলায় লিফটের নীচে তাঁর দেহ দেখতে পান। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর পরিবার শিবপুর থানায় খুনের অভিযোগ করে। তবে মলের সিইও সুবীর দাসের ধারণা, দুর্ঘটনাতেই সমীরণের মৃত্যু হয়েছে। তিনি জানান, লিফটের চাবি ছিল সমীরণের কাছে। লিফটি চারতলায় ছিল। সমীরণ ভুল করে তেতলায় লিফটের দরজা খুলে ঢুকতে গিয়ে নীচে পড়ে যান বলে মনে করছেন সুবীরবাবু। তদন্ত শুরু হয়েছে। |
জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
খানাকুলের দু’টি স্কুলে পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল তৃণমূল। ১৮ ডিসেম্বর কৃষ্ণনগর ইনস্টিটিউশনের পরিচালন সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তৃণমূল ছাড়া কোনও দলই মনোনয়ন জমা দেয়নি। পাতুল গণেশবাজার উচ্চ বিদ্যালয়েও পরিচালন সমিতির ভোট হওয়ার কথা ছিল ১৮ ডিসেম্বর। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। সেখানেও তৃণমূল ছাড়া কেউ মনোনয়ন জমা দেয়নি। তৃণমূল নেতৃত্বের দাবি, হারের ভয়েই সিপিএম ওই দু’টি স্কুলভোটে প্রার্থী দেয়নি। তৃণমূলের দাবি উড়িয়ে দিয়েছে সিপিএম। তাদের অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসে তটস্থ খানাকুল। প্রার্থী দেওয়া তো পরের কথা, স্বাভাবিক জীবনযাপনের মতো পরিবেশ নেই। |
ডানকুনিতে পথ দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • ডানকুনি |
দু’টি পথ দুর্ঘটনায় বুধবার ডানকুনিতে দু’জনের মৃত্যু হয়েছে। একটি দুর্ঘটনা ঘটে পার ডানকুনির কাছে দিল্লি রোডে। পুলিশ জানায়, ডানকুনি কোল কমপ্লেক্সের বাসিন্দা সুখনারা বেগম (৫২) সকাল ৯টা নাগাদ স্বামী নজরুল ইসলামের সঙ্গে মোটরবাইকে করে বৈদ্যবাটিতে একটি বেসরকারি হাসপাতালে চোখ দেখাতে যাচ্ছিলেন। দ্রুত গতিতে একটি ট্রাক পিছন থেকে এসে মোটরবাইকে ধাক্কা মারে। ওই প্রৌঢ়া বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন। ট্রাকটি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পলাতক। অন্য দুর্ঘটনাটি ঘটে ডানকুনি টোলপ্লাজার অদূরে। সাইকেলে চড়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলেন গোবরা ঘোষপাড়ার বাসিন্দা নবকুমার কোলে (৫৭)। তাঁকেও পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে। গ্রেফতার করা হয়েছে চালককে। |