বাস চালানো হোক নির্ধারিত রুটেই |
হাওড়া জেলাশাসকের অফিস, আদালত চত্বর থেকে সালকিয়া চৌরাস্তায় যাওয়ার জন্য কেবলমাত্র ২৪, ২৪এ এবং ৫৭এ রুটের বাস যায়। কিন্তু এই তিনটি রুটের বেশির ভাগ বাস মৌলানা আবুল কালাম আজাদ রোড, অবণী দত্ত রোড, পিলখানা, জিটি রোড হয়ে সালকিয়া চৌরাস্তায় যায়। যদিও বাসগুলির জেলাশাসকের অফিস, আদালত, ময়দান, জিটি রোড ধরে পিলখানা হয়ে সালকিয়া চৌরাস্তা যাওয়ার কথা। হাতে গোনা কয়েকটি বাস এই রুটে যাতায়াত করে। ফলে, হাওড়া জেলাশাসকের অফিস এবং আদালত থেকে সালকিয়া চৌরাস্তায় যাওয়ার জন্য যাত্রীদের তীর্থের কাকের মতো বাসের জন্য অপেক্ষা করে থাকতে হয়। প্রশাসনের কাছে আবেদন, এই তিনটি রুটের বাস যেন নির্দিষ্ট রুট ধরে চলাচল করে, তা স্থির করে দেওয়া। এতে সালকিয়া অঞ্চলের মানুষের খুবই সুবিধা হবে।
কালীশঙ্কর মিত্র। জগদ্ধাত্রীতলা রোড, ভদ্রেশ্বর। হুগলি।
|
সাঁকরাইল, দক্ষিণ সাঁকরাইল থেকে যাঁরা বাসে যাতায়াত করেন, তাঁরা বকুলতলা এসে আন্দুল রোড ধরেন। আমার প্রস্তাব, রাধাদাসী বটতলা থেকে যে সুন্দর রাস্তাটি নিমতলা আন্দুল রোড গিয়েছে, কিছু মিনিবাস সেই রাস্তা দিয়ে গেলে সাঁকরাইল, দক্ষিণ সাঁকরাইলের বাসিন্দাদের যেমন সুবিধা হয়, তেমনই দক্ষিণ দুইল্যা জলার ধারের বাসিন্দারাও উপকৃত হবেন। সেই সঙ্গে রাধাদাসী বটতলা থেকে উপরোক্ত যে মজবুত রাস্তাটি নিমতলা আন্দুল রোড গিয়েছে, সেই রুটে ট্রেকার বা অটো চালু হলে বহু মানুষের সুবিধা হয়।
জয়ন্ত মুখোপাধ্যায়। দক্ষিণ দুইল্যা, আন্দুল। হাওড়া।
|
হাওড়া জেলার উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় কোনও আলো নেই। সন্ধ্যার পর অন্ধকার রাস্তা দিয়ে হাঁটাচলা করতে প্রচণ্ড সমস্যায় পড়তে হয় পথচারীদের। এ ছাড়া রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গেলেও ওই অন্ধকার রাস্তা দিয়েই যেতে হয়। এই অবস্থায় ওই রাস্তায় আলোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নিমাই আদক। সোনাতলা, উদয়নারায়ণপুর। হাওড়া।
|
ডানকুনি থেকে ফুরফুরাশরিফ নতুন রেলপথ নির্মাণের সূচনা স্থানীয় মানুষকে খুবই সন্তুষ্ট করেছে। কিন্তু ফুরফুরাশরিফের ভিতরের বহু রাস্তা এখনও সংস্কারের অপেক্ষায়। বারুইপাড়া থেকে জাঙ্গিপাড়াগামী রাস্তায় দক্ষিণডিহি মাঠের পাশ থেকে পাকা সড়ক ছুঁয়ে একটি মেঠো পথ ফুরফুরা কাজিপাড়ার দিকে গিয়েছে। পথটির অন্য প্রান্ত মাজারশরিফগামী পথের সঙ্গে খানিকটা যুক্ত। পাশেই ছোট্ট সাঁওতাল পল্লি। দক্ষিণডিহি ফুরফুরা কাজিপাড়া পথটি চওড়া করা এবং মাটি ফেলে মেরামত করা খুবই দরকার। স্থানীয় পঞ্চায়েত দ্রুত সেই কাজ শুরু করলে ভাল।
এএফ কামরুদ্দিন আহমেদ। বাঁদপুর, হুগলি।
|