নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
|
গোঘাটের সেলামপুর গ্রাম থেকে ধৃত মাওবাদী সিধু কিস্কুকে ৭ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আরামবাগ মহকুমা আদালত।
মঙ্গলবার রাতে সেলামপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে সিধুকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালে সিধুকে আদালতে হাজির করিয়ে পুলিশ তাঁকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে। যুক্তি হিসাবে পুলিশ দেখিয়েছিল, ধৃতকে জেরা করে আরও তথ্য এবং অস্ত্রশস্ত্রের হদিস মিলবে। কিন্তু বিচারক তাঁকে ৭ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃতের আইনজীবী তপন হাজরা বলেন, “পুলিশ হেফাজতে সিধুর উপরে যাতে কোনও অত্যাচার না হয়, সে ব্যাপারে বিচারক পুলিশ প্রশাসনকে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানার নির্দেশ দিয়েছেন।’’ |
ধৃত সিধু কিস্কু।-নিজস্ব চিত্র। |
পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার কুরচিডাঙা গ্রামে বাড়ি সিধুর। ১২ বছর আগে তিনি গোঘাটের সেলামপুর গ্রামের কল্পনা পানকে বিয়ে করেন। তাঁদের একটি ছেলে রয়েছে। পুলিশের দাবি, সিধুর কাছ থেকে ৩ কিলোগ্রাম বিস্ফোরক (অ্যামোনিয়াম নাইট্রেট) এবং বেশ কিছু পোস্টার পাওয়া গিয়েছে। কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়েছেন কল্পনা এ দিন আদালত চত্বরে কল্পনা পাল্টা দাবি করেন, “পুলিশ ওঁকে যখন নিয়ে যাচ্ছিল তখন ওঁর কাছে কিছুই ছিল না। ঘরময় তল্লাশি চালিয়ে পুলিশ ধান কাটার কাস্তে ছাড়া আর কিছু পায়নি। ওঁর কাছ থেকে বিস্ফোরক এবং মাওবাদী পোস্টার পাওয়ার গল্প পুলিশ সাজিয়েছে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিধু ১৯৯৭ সালে তৎকালীন জনযুদ্ধ নেতা অসিত সরকারের ঘনিষ্ঠ ছিলেন। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকা ছাড়াও সংলগ্ন গোঘাটের সেলামপুর, সোনাটিকরি ইত্যাদি গ্রামগুলিতে তাদের অবাধ বিচরণ ছিল। বছর আটেক আগে গড়বেতা থানার পুলিশ তাকে একবার গ্রেফতার করে। |