অপহরণ অসমে প্রায় নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনসুকিয়ায় চা ব্যবসায়ীকে অপহরণের ঘটনার রেশ না কাটতেই খবর মেলে, শিবসাগরে বাস থেকে উধাও শিশুসন্তান-সহ এক তরুণী বধূ। গত কালই লখিমপুরে অপহৃত হন আমসু নেতা খলিলুর রহমান। আজ মিলেছে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ। অসমে পরের পর এমন অপহরণ-কাণ্ডে বিচলিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন। গত বছর অসমে মোট অপহরণের সংখ্যা ছিল ৩২৫০। সেখানে চলতি বছরটি শেষ হওয়ার আগেই সংখ্যাটি সাড়ে তিন হাজার ছুঁইছুঁই।
কাল অপহরণের প্রথম ঘটনাটি ঘটে অসমের শিবসাগর জেলায়। পুলিশ জানায়, বছর তিরিশের গৃহবধূ পদ্মা বনশল কাল তাঁর ছয় বছরের ছেলে পরশকে সঙ্গে নিয়ে সোনারি থেকে শিবসাগর রওনা দিয়েছিলেন। কিন্তু রাত অবধি তাঁরা শিবসাগর না পৌঁছনোয় পদ্মা দেবীর উদ্বিগ্ন স্বামী বিনোদ বনশল পুলিশে খবর দেন। নিখোঁজ হওয়ার পর থেকেই পদ্মা দেবীর মোবাইলটিও বন্ধ রয়েছে।
পাশাপাশি, কাল থেকেই নিখোঁজ ছিলেন আমসু নেতা তথা নাওবৈচা থেকে দাঁড়ানো নির্দল প্রার্থী খালিলুর রহমান। পরিবারের দাবি, লখিমপুরের বঙালমারা এলাকায় গত রাতে তাঁকে অপহরণ করা হয়েছিল। আজ লখিমপুরের বরসলা থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
কাল অপহৃত হওয়া চা ব্যবসায়ী প্রণব গোস্বামীও এখনও নিখোঁজ। পুলিশ জানতে পেরেছে, তিনসুকিয়ার পেঙেরি থেকে প্রণববাবুকে অপহরণ করে নিয়ে যায় আলফা জঙ্গিরাই। যদিও আলফার পরেশ অনুগামী গোষ্ঠী ওই অভিযোগ অস্বীকার করেছে। পরেশপন্থী গোষ্ঠীর তরফে লেফটেন্যান্ট অরুণোদয় দহোটিয়া আজ এক বিবৃতিতে দাবি করেছেন, ওই অপহরণকাণ্ডে কোনওভাবেই তাঁরা জড়িত নয়। আলফার ভাবমূর্তি নষ্ট করতেই এ ঘটনায় আলফার নাম জড়িয়ে দিচ্ছে পুলিশ। দহোটিয়া নিজেও প্রণববাবুর নিঃশর্ত মুক্তির দাবি জানান। এলাকার বাসিন্দা, চা উৎপাদক ও ব্যবসায়ী সংগঠনও এই ঘটনার প্রতিবাদে ও প্রণববাবুর মুক্তির দাবিতে আজ বিক্ষোভ দেখায়।
পেঙেরির প্রতিষ্ঠিত চা ব্যবসায়ী তথা বাগানমালিক প্রণববাবুর বাড়ির লোক পুলিশকে জানিয়েছেন, এ কে-৪৭ হাতে ছ’জন জঙ্গি তিনটি বাইকে এসেছিল। তাদের দু’জন জোর করে প্রণববাবুর এক নম্বর অম্বিকাপুরীর বাড়িতে ঢোকে। বাইরে চারজন ছিল পাহারায়। দু’জন ঘরে ঢুকে প্রণববাবুর মাথায় রাইফেল ঠেকিয়ে তাঁকে টেনে বের করে। প্রণববাবুকে বাইকে চাপিয়ে দুই দলে ভাগ হয়ে চম্পট দেয় তারা। ঘটনার পরে, কোবরা বাহিনী ও পুলিশ বাইক ও গাড়িতে চেপে তল্লাশি অভিযানে নামে। রাতে চিকরাজান এলাকায় কোবরা কম্যান্ডোদের সঙ্গে আলফার একটি দলের গুলির লড়াই বাধে। একটি বাইক ফেলে পালায় আলফা জঙ্গিরা। পুলিশ ও সিআরপি গোটা এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে।
এরই মধ্যে অবশ্য পুলিশ করিমগঞ্জ থেকে অপহৃত শিশু জাহাঙ্গির আলমকে আজ নগাঁও-কার্বি আংলং সীমানার দেরজান থেকে উদ্ধার করেছে। শিলচর-হাইলাকান্দি-করিমগঞ্জে অপহরণের ঘটনা বাড়ায় চিন্তিত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বরাক ডিভিশনের কমিশনার এম সি জহুরিকে বরাক পাঠিয়েছেন। সেখানকার আইন-শৃঙ্খলা বিষয়ে তিন দিন পর্যালোচনা চালিয়ে জহুরি রিপোর্ট দেবেন। বাড়তে থাকা অপহরণ ও আইন-শৃঙ্খলা বিষয়ে স্বরাষ্ট্র কমিশনার জিষ্ণু বরুয়া ও ডিজি শঙ্কর বরুয়ার সঙ্গেও গগৈ বৈঠক করেছেন। জহুরি আজ তিনটি জেলার এসপি, জেলাশাসক ও ডিআইজি বিনোদ কুমারের সঙ্গে অপহরণ বিষয়ে আলোচনায় বসেন। |