|
|
|
|
আই-প্যাড নিয়ে চিনা সংস্থার কাছে হার অ্যাপলের |
সংবাদসংস্থা • হংকং ও বেজিং |
সমস্যা পিছু ছাড়ছে না অ্যাপলের। আমেরিকার জেলা আদালতে স্যামসাং-এর কাছে পণ্য বিক্রির বন্ধের মামলায় হারার পর, এ বার চিনেও ‘আই-প্যাড’ নাম ব্যবহার বন্ধ করা নিয়ে প্রোভিউ টেকনোলজি (শেনঝেন)-র কাছে একটি মামলা হেরে গেল অ্যাপল।
অবৈধ ট্রেড-মার্ক ব্যবহারের অভিযোগে মামলাটি এনেছিল অ্যাপল। এ বার তাদেরই হার হওয়ার ফলে চিনের মূল ভূখণ্ডে আই-প্যাড বিক্রি করতে গেলে অ্যাপলকে হয় পণ্যের নাম বদল করতে হবে। অথবা, ক্ষতিপূরণ হিসেবে প্রোভিউ শেনঝেন-কে ১৬০ কোটি ডলার দিতে হবে। যদি না তার আগেই ট্রেড-মার্কটি ওই সংস্থার কাছ থেকে কিনে নেয় অ্যাপল। ‘আই-প্যাড’ নামটি নিয়েই যত গণ্ডগোলের সূত্রপাত। ২০০০ সালেই প্রথম এই নামটি ট্রেড-মার্ক হিসেবে নিজেদের পণ্যে ব্যবহারের জন্য নথিভুক্ত করে হংকং-এর প্রোভিউ ইন্টারন্যাশনাল হোল্ডিং-এর শাখা সংস্থা প্রোভিউ তাইপেই। আর ২০০১ সালে চিনের মূল ভূখণ্ডে এই নামটি ব্যবহারের জন্য নথিভুক্ত করে প্রোভিউ শেনঝেন। আই-প্যাড বাজারে আনার আগেই অবশ্য ২০০৯ সালে প্রোভিউ তাইপেই-এর কাছ থেকে ৫৪,৬১৬ ডলারে নামটি কিনে নেয় অ্যাপল। কিন্তু চিনের মূল ভূখণ্ডে এখনও ট্রেড-মার্ক হিসেবে নামটি রয়েছে প্রোভিউ শোনঝেনের কাছেই। আর তখন থেকেই এ নিয়ে শেনঝেনের আদালতে মামলা চলছে দুই সংস্থার মধ্যে। এ দিনই তার রায়ে হার হয়েছে স্টিভ জোবসের সংস্থার। অ্যাপলের পক্ষ থেকে রায়ের কথা স্বীকার করা হলেও, এই নিয়ে মুখ খুলতে রাজি হয়নি তারা।
বিশেষজ্ঞদের মতে, ট্রেড-মার্ক ছাড়া যদি অ্যাপল চিনে আই-প্যাড বিক্রি চালু রাখে, সে ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ আরও বাড়ার আশঙ্কা। পাশাপাশি, অ্যাপলের কার্যকলাপ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ওই দেশে। নিজেরাই ট্রেড-মার্ক ছাড়া পণ্য বিক্রি করার পর কী ভাবে সংস্থাটি প্রোভিউ শেনঝেনের নামে অবৈধ ট্রেডমার্ক ব্যবহারের মামলা আনে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে সংশ্লিষ্ট মহলে।
প্রসঙ্গত, চিনে অ্যাপলের পণ্যের চাহিদা তুঙ্গে। আই-পড, আই ফোন বা আই-প্যাড বাজারে আসতে না আসতেই সব পণ্যের জন্য লম্বা লাইন দেখা যায়। অ্যাপলের বেশিরভাগ পণ্য চিনেই যন্ত্রাংশ জুড়ে তৈরি করা হয়। তাই এই মামলায় হারের পর মার্কিন বহুজাতিকটি চিনের বিশাল বাজারে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে কী পন্থা নেয়, সে দিকেই তাকিয়ে সারা বিশ্ব। |
|
|
|
|
|