সম্পত্তি নিয়ে বিবাদের অভিযোগ জানাতে গেলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে কৈচর ফাঁড়ির এক পুলিশকর্মী। বুধবার পুলিশ সুপার হুমায়ুন কবীরের সঙ্গে দেখা করে এমনই অভিযোগ করলেন কাটোয়া শহরের বাসিন্দা প্রদীপকুমার দে। এর আগে তিনি এসডিপিও (কাটোয়া)-র কাছেও অভিযোগ করেন। প্রদীপবাবুর অভিযোগ, তাঁদের আদিবাড়ি মঙ্গলকোটের মুরুলিয়া গ্রামে। তাঁর মা সন্ধ্যারানিদেবী সেখানেই থাকেন। জমি নিয়ে একটি গোষ্ঠীর সঙ্গে তাঁদের বিবাদ চলছে। সোমবার দুপুরে এক দল দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়। তিনি মঙ্গলকোট থানায় বিষয়টি জানালে তাঁকে কৈচর ফাঁড়িতে লিখিত অভিযোগ করতে বলা হয়। ওই দিন সন্ধ্যায় তিনি কৈচর ফাঁড়িতে গেলে জাফর আলি মণ্ডল নামে এক পুলিশকর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকী লিখিত অভিযোগ নিতেও অস্বীকার করেন বলে অভিযোগ। তার পরেই তিনি মঙ্গলকোটের এসডিপিও-র কাছে লিখিত অভিযোগ জানান। অভিযুক্ত পুলিশকর্মীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে মঙ্গলকোট থানার ওসি দীপঙ্কর সরকার দাবি করেন, অভিযোগকারী প্রদীপ দে কৈচর ফাঁড়িতে ঢুকে ‘অভব্য আচরণ’ করেছেন। তাঁদেরই উচিত ছিল প্রদীপবাবুকে গ্রেফতার করা। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
|
গ্রামের মন্দিরে পুরোহিত বদলের দাবিতে এক পুরোহিতকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। বুধবার বর্ধমান থানার বামুনবাধা গ্রামের ঘটনা। জখম হন চার গ্রামবাসী। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের শিবতলায় দীর্ঘ দিন ধরে পুজো করতেন এক পুরোহিত। তাঁর জায়গায় অন্য এক পুরোহিত নিয়োগের দাবি তোলেন এক দল গ্রামবাসী। বুধবার সকালে তাঁরা ওই পুরোহিতকে নবান্ন উৎসব চলাকালীন নিগ্রহ করেন বলে অভিযোগ। ক্ষুব্ধ অপর পক্ষের গ্রামবাসীরা নিগ্রহকারীদের আক্রমণ করেন। পুলিশ গিয়ে সংঘর্ষ থামায়। বর্ধমান থানা সূত্রে খবর, কোনও পক্ষই অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
|
বধূকে পুড়িয়ে মারার অভিযোগে মঙ্গলবার রাতে তাঁর শাশুড়ি রাইরানি পালকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ। বুধবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। আমুলগ্রামের সরস্বতী পালকে (২৬) গত শনিবার অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলে রাতেই তাঁর মৃত্যু হয়। মৃতার মা, গৌড়ডাঙা গ্রামের অশোকা পাল কাটোয়া থানায় লিখিত অভিযোগ করেন, “পণের দাবিতে অত্যাচার চলছিল মেয়ের শ্বশুরবাড়িতে। ওরাই মেয়েকে পুড়িয়ে মেরেছে।” শাশুড়ি ছাড়া স্বামী বিশ্বনাথ পাল ও শ্বশুর ভগীরথ পালের নামেও অভিযোগ রয়েছে। মৃতার শ্বশুরও অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি।
|
এক মহিলা খেতমজুরের মৃতদেহ মিলল রায়নার তাজপুরের একটি পুকুরে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম জয়ন্তী শবর (৩৫)। গত শনিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বুধবার তাঁর দেহ মেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বোরো থানা এলাকা থেকে রায়নার তাজপুরে ওই মহিলা খেতমজুরের কাজ করতে এসেছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে তদন্ত চলছে। দেহের ময়নাতদন্ত হয়েছে।
|
এক মহিলা খেতমজুরের মৃতদেহ মিলল রায়নার তাজপুরের একটি পুকুরে। মৃত মহিলার নাম জয়ন্তী শবর (৩৫)। গত শনিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। |