টুকরো খবর
স্কুলে প্রার্থী দিতে ‘বাধা’ সিপিএমকে
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূল তাদের মনোনয়ন জমা দিতে দেয়নি বলে দাবি করল সিপিএম। জামুড়িয়া সত্তর উচ্চ বিদ্যালয়ে ৬টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। সিপিএমের অজয় জোনাল কমিটির সদস্য মনোজ দত্ত অভিযোগ করেন, বুধবার তাঁদের তিন জন প্রার্থী মনোনয়ন তুলতে গিয়েছিলেন। ওই তিন প্রার্থী এবং দলের আঞ্চলিক সম্পাদক রেজা আলি-সহ ১২ জনকে মারধর করা হয়। তৃণমূলের জামুড়িয়া ব্লক সভাপতি পূর্ণশশী রায়ের অবশ্য দাবি, “এত দিন এই বিদ্যালয়ে নির্বাচন হয়নি। জবরদখল করে রেখেছিল সিপিএম। এখন ওদের হয়ে কেউ প্রার্থী হতে না চাওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যে প্রচার করছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

বধূর অপমৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বধূর। মঙ্গলবার রাতে বারাবনি থানার রসুলপুরের ঘটনা। মৃতার নাম টিনা ঘোষ (২৫)। তাঁর দেড় বছরের ছেলেও রয়েছে। বুধবার মৃতার ভাই, রানিগঞ্জের বল্লভপুরের বাসিন্দা কার্তিক গোপ থানায় অভিযোগ করেন, অসুস্থতার খবর পেয়ে দিদির শ্বশুরবাড়িতে গিয়ে শোনেন, দিদি মারা গিয়েছে। মৃতার শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। স্বামী ও শ্বশুর পলাতক। এ দিনই আসানসোল হাসপাতালে ময়না-তদন্ত হয়। পুলিশের অনুমান, ওই মহিলাকে শ্বাসরোধ করে মারা হয়েছে।

বধূকে পুড়িয়ে মারার অভিযোগ
বধূকে পুড়িয়ে মারার অভিযোগে মঙ্গলবার রাতে তাঁর শাশুড়ি রাইরানি পালকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ। বুধবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। আমুলগ্রামের সরস্বতী পালকে (২৬) গত শনিবার অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলে রাতেই তাঁর মৃত্যু হয়। মৃতার মা, গৌড়ডাঙা গ্রামের অশোকা পাল কাটোয়া থানায় লিখিত অভিযোগ করেন, “পণের দাবিতে অত্যাচার চলছিল মেয়ের শ্বশুরবাড়িতে। ওরাই মেয়েকে পুড়িয়ে মেরেছে।” শাশুড়ি ছাড়া স্বামী বিশ্বনাথ পাল ও শ্বশুর ভগীরথ পালের নামেও অভিযোগ রয়েছে। মৃতার শ্বশুরও অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি।

তালা ভেঙে চুরি
হিরাপুর থানার নরসমুদা এলাকায় একটি কালীমন্দিরের দরজার তালা ভেঙে চুরি হয়। স্থানীয় বাসিন্দা দীনবাহাদুর সিংহ পুলিশকে জানিয়েছেন, বুধবার সকালে তিনি দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা। এর পরেই এলাকার বাসিন্দাদের তিনি খবর দেন। ঘটনাস্থলে যায় পুলিশ। সোনার গয়না-সহ বেশ কিছু সামগ্রী চুরি গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আট কলেজে ভোট
মহকুমার আটটি কলেজে ২১ ডিসেম্বর এক সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে মহকুমা প্রশাসন। এ বিষয়ে সুষ্ঠভাবে নির্বাচন শেষ করতে কলেজের অধ্যক্ষ, ছাত্র সংসদের প্রতিনিধি ও ছাত্র সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত। তিনি জানিয়েছেন, কলেজগুলিতে বহিরাগতদের ঢোকা নিষিদ্ধ করা হবে। যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

এজেন্টদের বৈঠক
ডাকঘরের সঞ্চয় প্রকল্পে বিভিন্ন ‘পলিসি’তে কমিশন প্রথা কমিয়ে দেওয়া বা তুলে দেওয়ার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছেন সঞ্চয় প্রকল্পের এজেন্টরা। মঙ্গলবার আসানসোল পুর নিগমের এগজিকিউটিভ হলে বৈঠক হয়। আসানসোলের কুলটি, বারাবনি, জামুড়িয়ার প্রায় দু’শো জন এজেন্ট একজোটে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.