অজয় ঘোষ ট্রফির খেলায় জেতার হ্যাট্রিক করল কলকাতা বিশ্ববিদ্যালয়। বুধবার মোহনবাগান মাঠে কলকাতা ৫৮ রানে হারিয়েছে বর্ধমানকে। প্রথমে ব্যাট করে কলকাতা করে ৩৫ ওভারে ২২১-৩। দলের অমিতাভ গুপ্ত ৯৮, অলিভ চন্দ্র ৬৯। জবাবে বর্ধমান ৩৫ ওভারে করে ১৬৩-৪। অর্ণব ঘোষ করেন ৫৬ ও সৌরভ প্রধান ৩৫ রান করেন। এ দিনের ম্যাচের সেরা কলকাতার অমিতাভ গুপ্ত। আজ, বৃহস্পতিবার, এই মাঠেই কলকাতা শেষ ম্যাচে খেলবে বারাসতের বিরুদ্ধে। এ দিকে রাধারানি স্টেডিয়ামে পিচ ভিজে থাকায় ৪৫ ওভারের খেলা দাঁড়ায় ৩৩ ওভারে। মোহনবাগান মাঠেও ৪০ ওভারের ম্যাচ থেকে পাঁচ ওভার বাদ হয়ে যায়। রাধারানি স্টেডিয়ামে রবীন্দ্রভারতী ৮১ রানে হারিয়েছে বারাসতকে। প্রথমে রবীন্দ্রভারতী করে ৩৩ ওভারে ১৮৪-৫। দলের সুজিত যাবদ করেন ৪৬। তিনিই ম্যাচের সেরা। বারাসতের অরিৎ কুমার ৩৩ রানে ও রঞ্জন সাহা ৩১ রানে দু’টি করে উইকেট দখল করেন। জবাবে বারাসত করে ৩৩ ওভারে ১০৩-৪। রাধারানি স্টেডিয়ামে রবীন্দ্রভারতী বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের।
অনূর্ধ্ব ১৭ ফুটবল নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
অনূর্ধ্ব ১৭ ফুটবল চলছে দুর্গাপুরের অআকখ মাঠে। বুধবার তোলা নিজস্ব চিত্র।
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল লিগে বুধবারের খেলা শেষ হল অমীমাংসিতভাবে। এ দিন অআকখ মাঠে সুভাষচন্দ্র বয়েজ ক্লাব ও অআকখ কালচারাল ক্লাব মুখোমুখি হয়। কোনও দলই গোল করতে পারেনি।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.