টুকরো খবর |
নারায়ণগড়ে সংঘর্ষ তৃণমূল ও সিপিএমে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূল ও সিপিএম সমর্থকদের মধ্যে হাতাহাতি ঘিরে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়াল নারায়ণগড়ের গ্রামরাজ অঞ্চলে। এক সিপিএম কর্মীর চাষ বয়কট করা হয় বলেও অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রামের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত এক স্কুল-ভোটকে কেন্দ্র করে। গত রবিবারই স্থানীয় ভদ্রকালী হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়। নির্বাচনে জেতেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। স্কুলের ৬টি আসনের সবক’টিতেই তাঁরা জয়ী হন। এর পর থেকেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্কুল-ভোটে সিপিএমের হয়ে দাঁড়িয়েছিলেন, এমন এক সিপিএম কর্মীকেই এ দিন সকালে শাসানো হয় বলে অভিযোগ। পরে দু’পক্ষের মধ্যে গোলমাল বাধে। ওই সিপিএম কর্মীর চাষ বয়কট করা হয়েছে। এ দিন মজুররা তাঁর জমিতে ধান কাটতে গেলে তৃণমূল কর্মী-সমর্থকেরা বাধা দেন বলে অভিযোগ। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। অন্য দিকে, গত রবিবারই আসন্দা হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়। এখানেও ৬টি আসনের সবক’টিতেই জেতেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সিপিএমের অভিযোগ, ঘটনার পর এলাকায় সন্ত্রাস করছে তৃণমূল। দলীয় কর্মী-সমর্থকদের উপর হামলা হচ্ছে। ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে। এমন অভিযোগ উড়িয়ে তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি সূর্য অট্টের দাবি, “এই দু’টি স্কুল-ভোটেই ধরাশায়ী হয়েছে সিপিএম। তাই এখন অপপ্রচার করা হচ্ছে। কোথাও হামলা, মারধরের ঘটনা ঘটেনি।”
|
বালিকা বিদ্যালয়ে রসায়ন কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর সায়েন্স সেন্টারের উদ্যোগে একটি রসায়ন কর্মশালার আয়োজন করা হল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালিকা) স্কুলে। তিন দিনের এই কর্মশালা শুরু হয়েছে সোমবার। শহরের চারটি বালিকা বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক স্তরের ৪০ জন ছাত্রী কর্মশালায় অংশ নিচ্ছেন। রাসায়নিক নানা বিক্রিয়ার ফল হাতে নাতে ছাত্রীদের দেখানো হচ্ছে। টানা তিন দিনের কর্মশালায় একাধিক স্কুলের ছাত্রীরা মিলিত হয়ে যা শিখবেন তা তাঁদের বিশেষ ভাবে সাহায্য করবে বলেই উদ্যোক্তাদের ধারণা। কর্মশালা পরিচালনা করছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক মধুসূদন গাঁতাইত এবং ওই স্কুলেরই প্রাক্তন প্রধান শিক্ষক সুচাঁদ পান। মধুসূদনবাবু জানান, “আন্তর্জাতিক রসায়ন বর্ষ ২০১১ উদ্যাপন উপলক্ষেই এই আয়োজন।” চলতি মাসের ১৬ তারিখ থেকে দিঘা সায়েন্স সেন্টারেও তিন দিনের আবাসিক কর্মশালা হবে বলে তিনি জানান।
|
পুনর্নির্বাচিত রোহিণী |
সিপিএমের বালিসাই জোনাল কমিটির সম্পাদক পদে পুনর্নির্বাচিত হলেন রোহিণী দাস মহাপাত্র। সোমবার সন্ধ্যায় বালিসাই পার্টি অফিসে ১৬ জনের জোনাল কমিটিও গঠিত হয়। |
|