টুকরো খবর
বড়ো ও ডিমাসা সংগঠন বিকল্প প্রস্তাবে নারাজ
জোড়া ত্রিপাক্ষিক বৈঠকে কোনও সমাধান সূত্র বের হল না। পৃথক রাজ্যের দাবিতে অনড় অসমের দুই জঙ্গি গোষ্ঠী এনডিএফবি (পি) ও ডিএইচডি (এন) কেন্দ্রের বিকল্প বন্দোবস্তে রাজি নয়। তাই, শান্তি আলোচনার সূচনায় জট ছাড়ানোর আশা মিলল না। দিল্লিতে রবিবার কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব (উত্তর-পূর্ব) শম্ভু সিংহ, অসমের স্বরাষ্ট্র সচিব জিষ্ণু বরুয়া এবং এডিজি খগেন শর্মার সঙ্গে বৈঠকে মিলিত হন এনডিএফবি (পি)-র আট সদস্যের প্রতিনিধি দল। দিল্লির পাঁচতারা হোটেলে দুই ঘণ্টার আলোচনা শেষ করে বের হয়ে বড়ো জঙ্গি সংগঠনের সাধারণ সম্পাদক গোবিন্দ বসুমাতারি বলেন, “আমরা পৃথক বড়োল্যান্ডের দাবিতে অনড়। কিন্তু, রাজ্য সরকার আমাদের মনোভাব জেনেও আলোচনার সময় বড়ো রাজ্যের বিরোধিতা করায় আমরা বিস্মিত, ক্ষুব্ধ। সরকার এমন মনোভাব নিয়ে চললে শান্তিপূর্ণ সমাধান কী ভাবে সম্ভব?” কেন্দ্র জানিয়েছে, পরের আলোচনা হবে প্রজাতন্ত্র দিবসের পরে। আলোচনা পর্বের মধ্যে দীর্ঘ ব্যবধান অযথা সময় নষ্ট করছে বলে মনে করছে এনডিএফবি। পৃথক বড়োল্যান্ডের দাবিতে, দিল্লিতে অবস্থান বিক্ষোভ দেখিছে এনডিএফবি, বরোসা ফাউন্ডেসন ফর পিস-ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইট্স এবং ইউপিডিএফ। অন্য দিকে, ডিএইচডি নুনিসা গোষ্ঠীর সঙ্গে আলোচনাও একই কারণে বিফল। সরকার, উত্তর-কাছাড় ও কাছাড়ের কিছু অংশ নিয়ে যে স্বশাসিত জেলা পরিষদের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তা মানতে ডিএইচডি প্রতিনিধিরা রাজি হননি। তাঁরা কার্বি ও কাছাড়ের অংশ নিয়ে পৃথক রাজ্যের দাবি তুললেও পরে পৃথক স্বশাসিত পূর্ণ জেলা চেয়েছেন।

দুই বাইকে ধাক্কা, মৃত্যু তিন জনের
দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে গতকাল গভীর রাতে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। দুই বন্ধুকে নিয়ে দুরন্ত গতিতে বাইক চালিয়ে সঞ্জু মগ জিরানিয়ার দিকে যাচ্ছিলেন। বাঁশকোবরার কাছে উল্টো দিক থেকে আসছিল আর একটি বাইক। তাতেও আরোহী ছিলেন তিনজন। দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী ৬ জনই ছিটকে গিয়ে পড়েন রাস্তার ধারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তিরা হলেন দক্ষিণ ত্রিপুরার বীরচন্দ্র মনু অঞ্চলের বাসিন্দা সঞ্জু মগ (২২), আগরতলা বিমানবন্দর সংলগ্ন গাঁধীগ্রামের গোপাল সাহা (২২), লেফাঙ্গা থানাধীন বামুটিয়া অঞ্চলের বাসিন্দা ভুবন দেব (৪৫)। আহত তিন জন হলেন দক্ষিণ ত্রিপুরা সাব্রুমের সাথাই মগ (২৫), বাইখোরার সুধা মগ (২১) এবং লেফাঙ্গার রঙ্গটিয়া অঞ্চলের খোকন বণিক (২৬)। তাঁদের আগরতলায় জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাইক দু’টি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

শনিবার চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ
আগামী শনিবার পূর্ণিমা। কিন্তু ওই সন্ধ্যায় প্রায় এক ঘণ্টার জন্য চাঁদ পুরোপুরি উধাও হয়ে যাবে আকাশ থেকে। পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাওয়া চাঁদকে সেই সময় দেখাই যাবে না। সেই ছায়া থেকে চাঁদের মুক্তি মিলবে রাত ১০ নাগাদ। কেন্দ্রীয় সরকারের জ্যোতির্বিজ্ঞান সংস্থা পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানাচ্ছে, শনিবার বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গত ১৫ জুন সাম্প্রতিক সময়ের দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে। কিন্তু আকাশ মেঘে ঢেকে থাকায় সেই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ পাননি অনেকেই। আগামী শনিবার তাঁরা ফের সেই সুযোগ পাবেন। আকাশে ওই দিন ঘন মেঘ থাকবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানাচ্ছে, কলকাতা-সহ গোটা ভারত থেকেই ওই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন জানান, শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট ২৪ সেকেন্ড থেকে পৃথিবীর ছায়া ঢাকতে শুরু করবে চাঁদকে। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট ৪২ সেকেন্ডে পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢাকা পড়ে যাবে চাঁদ। শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চলবে ৫২ মিনিট। ৮টা ২৮ মিনিট পর্যন্ত। রাত ৯টা ৪৮ মিনিট ১২ সেকেন্ডে গ্রহণ পুরোপুরি শেষ হবে। ফের ঝলমল করবে চাঁদ। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, সাত বছর পরে, ২০১৮ সালের ২৭ জুলাই ভারত থেকে আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।

আগরতলায় মুক্তিযুদ্ধ নিয়ে চিত্র প্রদর্শনী
কেটে গিয়েছে দীর্ঘ চারটি দশক। তবু ছবির মধ্য দিয়ে পাওয়া গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগুন ঝরা দিনগুলির তপ্ত স্পর্শ। উত্তর-পূর্ব ভারতের শিল্পীদের সংগঠন কিরাত-এর উদ্যোগে এবং বাংলাদেশের বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টস-এর সহযোগিতায় আগরতলার সিটি সেন্টারের আর্ট গ্যালারিতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধের চল্লিশ বছর’ শীর্ষক তিনদিনের একটি চিত্র প্রদর্শনীর আয়োজন হয়েছিল। আজ শেষ দিনেও এই প্রদর্শনীকে ঘিরে জনসাধারণের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনীটির উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। চিত্র প্রদর্শনীতে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের প্রায় ৩০টি ছবি প্রদর্শিত হয়। কিরাতের দাবি, শুধুমাত্র বাংলাদেশের শিল্পীদের নিয়ে উত্তর-পূর্বাঞ্চলে এ ধরনের প্রদর্শনী এই প্রথম। চিত্র প্রদর্শনীর পাশাপাশি, ওই শিল্পী সংগঠন শিল্পীদের নিয়ে একটি কমর্শালারও আয়োজন করে খয়েরপুরে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পী কাইয়ুম চৌধুরী। এ ছাড়াও ছিলেন শিল্পী রফিকুন নবি, সুবীর চৌধুরী প্রমুখ।

চড়-কাণ্ডে ধৃত পঞ্চায়েতপ্রধান
অকালি দলের নেতা ও দউলা গ্রামের পঞ্চায়েতপ্রধান বলবিন্দর সিংহকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। পরে তাঁকে ৫০ হাজার টাকার জামিনে বিনিময়ে মুক্তি দেওয়া হয়। বলবিন্দরকে গ্রেফতার না করলে গায়ে আগুন দেওয়ার হুমকি দেন পঞ্জাবের ‘এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে’-র (ইজিএস) অন্তর্ভুক্ত শিক্ষকদের একাংশ। সোমবার স্থায়ী চাকরির দাবি করায় বলবিন্দর বারীন্দ্র কৌর নামে এক শিক্ষিকাকে চড় মেরেছিলেন বলে অভিযোগ। আজ ইজিএস শিক্ষকদের নেত্রী প্রীতপাল সিংহের নেতৃত্বে সুখবীর সিংহ বাদলের সঙ্গে দেখা করতে যায় তাঁদের এক প্রতিনিধি দল। প্রীতপাল জানিয়েছেন, তাঁদের কথা সুখবীর শোনেননি। ৮ ডিসেম্বর চণ্ডীগড়ে সুখবীরের বাড়ির সামনে গায়ে আগুন দেবেন তাঁদের ১১ জন সহযোগী। সোমবার দউলায় ছিলেন পঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের স্ত্রী ও সাংসদ হারসিমরাত কৌর। সেই সময়েই স্থায়ী চাকরির দাবিতে তাঁর সঙ্গে দেখা করতে চায় এক দল শিক্ষক।

মোবাইল টাওয়ারে আবার জঙ্গি হামলা
মোবাইল টাওয়ারে মাওবাদী হামলার অব্যাহতই রয়েছে। মুজফ্ফরপুরের সাকরা থানা এলাকার কাটেশ্বর গ্রামে গত কাল রাতে আরও একটি মোবাইল টাওয়ারে আগুন লাগায় জঙ্গিরা। এই টাওয়ারের রক্ষীকেও হামলাকারীরা মারধর করে। যাওয়ার সময় তারা স্লোগানও দেয়। পুলিশ সুপার রাজেশ কুমার বলেন, “রাতে মাওবাদীরা এই ঘটনা ঘটিয়েছে। রক্ষীকেও মারধর করেছে।” গত কয়েক দিনে মাওবাদী জঙ্গিরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় ৮টি মোবাইল টাওয়ারে আগুন লাগাল। তার মধ্যে মুজফ্ফরপুরেই ঘটেছে অধিকাংশ ঘটনা। পুলিশ সুপার জানান, সব জায়গাতে একই ভাবে হামলাকারীরা এই কাজ করছে। কাজের ধরণ দেখে মনে হচ্ছে, যোগাযোগ ব্যবস্থাকে বিপর্যস্ত করতে রাজ্যের বেশ কিছু জায়গায় ওরা মোবাইল টাওয়ারগুলিকে চিহ্নিত করেছে।

বুদ্ধগয়ার গ্রামে সংঘর্ষে জখম ১৫
বুদ্ধগয়ার গঙ্গাবিঘা গ্রামে আজ বিকালে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামবাসীদের দু’টি পক্ষে সংঘর্ষ বাধে। দু’ পক্ষই পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বলে অভিযোগ। সংঘর্ষকারীদের নিরস্ত করতে পুলিশ শূন্যে ১০ রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় বুদ্ধগয়ার ডিএসপি সুনীল কুমার-সহ ১৫ জন জখম হন। এর পর ঘটনাস্থলে এসে পৌঁছন উচ্চ পদস্থ পুলিশ অফিসাররা। অনুরূপ সংঘর্ষের ঘটনা ঘটেছে গয়া জেলার ডুমারিয়া এলাকাতেও।

পূর্ণিয়া থেকে গ্রেফতার এক মুজাহিদিন জঙ্গি
বিহারের পূর্ণিয়া থেকে এক ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ জঙ্গিকে দিল্লি পুলিশ গ্রেফতার করল। কাল জালালগড় থানার খাতাহাটগ্রাম থেকে অবতার ওরফে ফারুখ ওরফে রোশনকে ধরা হয়। ধৃত জঙ্গি পাকিস্তানের নাগরিক বলে পুলিশ জানিয়েছে। কোন ঘটনার সঙ্গে ওই জঙ্গি যুক্ত তা নিয়ে অবশ্য রাজ্য পুলিশ মুখ খোলেনি। পুলিশ সুপার অমিত লোধা বলেন, “আদালতের অনুমতি নিয়ে দিল্লি পুলিশ ধৃতকে দিল্লি নিয়ে গিয়েছে।” পুলিশ জানায়, ওই ব্যক্তি নেপাল থেকে আরারিয়া জেলা হয়ে বিহারে আসে।

৩০% ভাতা বাড়ল মাওবাদী এলাকায়
মাওবাদী অধ্যুষিত অঞ্চলে কর্মরত সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি-র জওয়ান ও অফিসারদের ভাতা ৩০ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র। পশ্চিমবঙ্গ-সহ দেশের ৯টি রাজ্যের ৩৫টি জেলায় প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন এঁরা। মাওবাদী অধ্যুষিত বলে চিহ্নিত জেলাগুলির ১১টিই ঝাড়খণ্ডে। তালিকার বাকি জেলাগুলির মধ্যে ৭টি ছত্তীসগঢ়ে, বিহারে ৬টি, ওড়িশায় ৫টি, মহারাষ্ট্রে ২টি এবং পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে ১টি করে। এই সব অঞ্চলে কর্মরত জওয়ান ও অফিসারদের উৎসাহ বাড়াতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই পদক্ষেপ।

বরুণকে নোটিস
বিজেপি সাংসদ বরুণ গাঁধীকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থী ভি এম সিংহের আনা অভিযোগ নিয়ে মতামত জানানোর জন্যই বরুণকে নোটিস পাঠিয়েছে দুই বিচারপতি আলতামাস কবীর ও এস এস নিজ্জরকে নিয়ে গঠিত বিশেষ বেঞ্চ।

অপহৃত চা-কর্তা
এক চা-কর্তাকে অপহরণ করল দুষ্কৃতীরা। আজ সন্ধ্যায়, অসম-অরুণাচল সীমানার পেঙেরি থেকে ছয় দুষ্কৃতী প্রণব গোস্বামী নামে ওই ব্যক্তিকে অপহরণ করে। তিনটি বাইকে চেপে অপহরণকারীরা এসেছিল। এর মধ্যে একটি বাইক পরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছে।

জয়ী বিপিএফ
বড়োল্যান্ড স্বশাসিত পরিষদের উপ-নির্বাচনে দুই আসনই শেষ পর্যন্ত দখলে রাখল বিপিএফ। ২৪ নম্বর মুষলপুর ও ২৬ নম্বর দরংগাজুলি বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার উপ-নির্বাচন হয়। মুষলপুরে ২৪,১৬০ ভোটে জিতেছেন বিপিএফ প্রার্থী আনসুমাই কুংগুর বড়ো। দরংগাজুলিতেও গউরা নার্জারি ১০ হাজার ভোটের ব্যবধানে জয়ী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.