টুকরো খবর |
কলেজে সংঘর্ষ, জখম ১০ জন
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
কলেজের বার্ষিক অনুষ্ঠান চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদ সমর্থকদের মধ্যে সংঘর্ষে জখম হলেন ১০ জন। শনিবার বিকালে ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে। অন্য ছাত্রেরাই দু’পক্ষকে সরিয়ে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। কলেজেরই মাঠে এ দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র পরিষদের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা সামনের দিকে আসনে বসতে চেয়ে তাঁদের কর্মী-সমর্থকদের উপরে চড়াও হয়। তাঁরা প্রতিবাদ জানান। ছাত্র পরিষদ নেতা শুকদেব দাসের অভিযোগ, “আসন ছাড়তে না চাওয়ায় ওরা আমাদের সমর্থকদের উপরে চড়াও হয়। আমাদের পাঁচ জনকে বেধড়ক মারধর করা হয়েছে।” অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের বক্তব্য, ছাত্র পরিষদই আগে হামলা চালায়। স্থানীয় তৃণমূল বিধায়ক দীপক হালদার বলেন, “এসএফআই সমর্থকদের নিয়ে ওরা আমাদের সমর্থকদের মারধর করে। আমাদের ৫ জন জখম হন।” জখমদের মধ্যে ৮ জনকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |
ডানলপ খোলার দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • সাহাগঞ্জ |
অবিলম্বে হুগলির সাহাগঞ্জে ডানলপ কারখানা খোলার দাবিতে শনিবার বিক্ষোভ-সভা করল বিজেপি। কারখানার জিটি রোড লাগোয়া গেটে এ দিন বিকেলে ওই সভা করে তারা। কর্মরত শ্রমিকদের বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়ারও দাবি জানান আন্দোলনকারীরা। তবে, কারখানার জিটি রোড গেটে ডানলপ বাঁচাও নাগরিক কমিটির মঞ্চ থাকায় প্রশাসন প্রথমে বিজেপি-কে সভার অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত, টালবাহানার পরে অনুমতি দেওয়া হয়। |
বধূর ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
শুক্রবার রাতে গোঘাটের লালপুর গ্রামে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বাড়ি থেকে দূরে একটি কালভার্টের কাছ থেকে ওই ঝুলন্ত দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুকুরা বিবি (২৭)। ওই বধূকে শ্বাসরোধ করে খুনের পর কালভার্টের ধারে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই বধূর স্বামী দিলওয়ার মল্লিক, শাশুড়ি সখিনা বিবি-সহ পাঁচ জন পলাতক। |
বাসের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় শ্রীরামপুরের বটতলায় জিটি রোডে। রাত পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বাসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। |
মহিলার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • হাসনাবাদ |
হাসনাবাদের বেওকাটির জংলা এলাকার একটি ডোবা থেকে শনিবার সকালে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। রৌশনারা বেওয়া (৪০) নামে ওই মহিলার বাড়ি বসিরহাটের দক্ষিণ বাগুন্ডি গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলার উপরে অত্যাচার চালিয়ে খুন করা হয়েছে। |
আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতী ধৃত
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বাসন্তীর শিমুলতলার হসপিটাল মোড়ের কাছে মোটরবাইকে চড়ে আসা শাহজাহান মোল্লা এবং অরজিৎ দাস নামে ওই দু’জনকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে একটি পাইপগান ও একটি গুলি পাওয়া গিয়েছে। তাদের বাড়ি সন্দেশখালি থানার সরবেরিয়ায়। এ দিন তারা সেখান থেকেই আসছিল। ধৃতদের বিরুদ্ধে বাসন্তী, সন্দেশখালি-সহ কয়েকটি এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতির মতো নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ধৃতদের এ দিন আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। |
বোমা-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
বোমা-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ। শুক্রবার রাতে কানমারি গ্রামের পালকিপোল এলাকা থেকে সাত্তার মোল্লা এবং ইয়াসিন বৈদ্য ওরফে বড়বুনি নামে ওই দুই দুষ্কৃতীকে ধরা হয়। বাড়ি সরবেরিয়ার আজগরপাড়ায়। তাদের কাছ থেকে একটি ভোজালি, রড এবং কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছে। দু’জনের বিরুদ্ধেই ডাকাতি, তোলাবাজি-সহ নানা অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। শনিবার বসিরহাট আদালত তাদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেয়। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশে তারা ৮-১০ জন পালকিপোলে জড়ো হয়েছিল। |
ময়দা কলে হানা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বেআইনি কাজকর্মের খবর পেয়ে মধ্যমগ্রামের একটি বেসরকারি ময়দা কারখানায় শনিবার হানা দেন খাদ্য দফতরের অফিসারেরা। খাদ্য দফতরের উত্তর ২৪ পরগনা জেলা কার্যালয় সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের নজরুল ইসলাম সরণির ওই কারখানাটিতে বেআইনি কাজকর্মের অভিযোগ ছিল। এ দিন হানা দিয়ে সব কিছু খতিয়ে দেখা হয়। তবে তদন্তের স্বার্থে বিশদে কিছু জানাতে চাননি দফতরের কর্তারা। |
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিটি রোডে টিটাগড় জুটমিলের সামনে শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, হানিফ আনসারি (৫৮) নামে ওই শ্রমিক দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি টিটাগড়েরই একটি জুটমিলে কাজ করতেন। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। ট্রাক চালকের খোঁজ পাওয়া যায়নি। |
|