টুকরো খবর
জানুয়ারিতে উৎসব দিঘা ও ঝাড়গ্রামে
নতুন বছরের গোড়ায় জঙ্গল ও সাগর ঘিরে শুরু হতে চলেছে উৎসব। ১১ ও ১২ জানুয়ারি রাজ্য যুবকল্যাণ দফতরের উদ্যোগে ঝাড়গ্রামে অনুষ্ঠিত হবে ‘জঙ্গলমহল উৎসব’। ১১ তারিখ ঝাড়গ্রাম স্টেডিয়ামে উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উৎসবের রূপরেখা চূড়ান্ত করতে শনিবার ঝাড়গ্রাম এসডিও অফিসে পুলিশ-প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শুভাঞ্জন দাস। ঝাড়গ্রামের মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায় এবং জেলার মাওবাদী প্রভাবিত ১১টি ব্লকের বিডিও-রাও উপস্থিত ছিলেন। ‘দিঘা সৈকত উৎসব’ শুরু হচ্ছে ১৩ জানুয়ারি। চলবে ১৬ তারিখ পর্যন্ত। ১৩ তারিখ নিউদিঘায় উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রীই। অনুষ্ঠান চলবে দিঘা ছাড়াও মান্দারমনি ও শঙ্করপুরেও। শনিবার দিঘা ট্যুরিস্ট-লজে উৎসবের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন নগরোন্নয়ন সচিব দেবাশিস সেন। রামনগরের বিধায়ক অখিল গিরিকে চেয়ারম্যান এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সিইও সৌমেন পালকে আহ্বায়ক করে ১৪ জনের সাংগঠনিক কমিটিও গড়া হয় এ দিনের বৈঠকে।

হ্যাকারের হামলা স্কুলের সাইটেও
কিছু আগেই আবহাওয়া দফতর ও রাজ্য গোয়েন্দা পুলিশের ওয়েবসাইট হ্যাক হয়েছিল। এ বার পশ্চিম মেদিনীপুরের বেলদার একটি স্কুলের সাইটও হ্যাক হল। শনিবার সকাল থেকেই বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির ওয়েবসাইটটি পাকিস্তানি হ্যাকারদের দখলে চলে যায় বলে জানিয়েছেন প্রধান শিক্ষক ননীগোপাল শীট। তাঁর কথায়, “সকালে সাইট খুলতেই দেখি, পাকিস্তানের পতাকা। লেখা, পাকিস্তান জিন্দাবাদ। কাশ্মীর প্রসঙ্গেও রয়েছে স্পর্শকাতর মন্তব্য।” স্কুলের তরফে সঙ্গে সঙ্গেই জেলা পুলিশে খবর দেওয়া হয়। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার মীরেজ খালেদ বলেন, “উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে।” সাইবার অপরাধ মোকাবিলায় ‘বিশেষ টিম’ গড়ার চিন্তাভাবনাও চলেছে জেলা পুলিশে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত
মিক্সার গ্রাইন্ডারে আদা বাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক যুবক। মৃতের নাম কৃষ্ণ সিংহ (২৫)। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের রাজারামপুর গ্রামে। শুক্রবার রাতে তমলুকের নিমতৌড়িতে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় বীরেন্দ্র মাইতির (৬৫)।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.