রাহুল দ্রাবিড়ের সোনার সময় অব্যাহত। ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত ফর্মে থাকা দ্রাবিড়ের এ বার প্রত্যাবর্তন ঘটছে অধিনায়ক হিসেবেও। আইপিএল ফাইভে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেবেন তিনি।
নতুন অধিনায়ক বলেছেন, “রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেব ভেবে গর্বিত লাগছে। আমি আশা করব, যে আস্থা আমার ওপর দেখানো হয়েছে তার মর্যাদা দিতে পারব। আশা করব রাজস্থান রয়্যালস ভক্তদের একটা দারুণ বছর উপহার দিতে পারব।” সঙ্গে যোগ করেছেন, “আমাদের টিমে এমন অনেকে আছে যারা ইতিমধ্যেই তাদের দেশকে নেতৃত্ব দিয়েছে বা দিচ্ছে। আমি তাদের মূল্যবান পরামর্শের দিকে তাকিয়ে। আমার কাজ হবে সকলের কাছ থেকে সেরাটা বের করে আনা।”
এক দিনের ক্রিকেট বা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। তা হলে আইপিএলে নেতৃত্ব দিতে রাজি হলেন কেন, জানতে চাইলে দ্রাবিড় বলেন, “৩৮ বছর বয়সে আমি জানি শরীরের কী অবস্থা। আমি টেস্ট ক্রিকেট ভালবাসি। টেস্ট ক্রিকেট হচ্ছে শেষ কথা। আইপিএল একটা ঘরোয়া টুর্নামেন্ট এবং টেস্টের সঙ্গে সেটা খেলে যেতে আমার কোনও অসুবিধা নেই।” ও দিকে, বিদায়ী অধিনায়ক শেন ওয়ার্ন অভিনন্দন জানিয়েছেন দ্রাবিড়কে। বলেছেন, “রাহুল দ্রাবিড়কে অভিনন্দন জানাচ্ছি। ও শুধু বিশ্বের সেরা ব্যাটসম্যানদের এক জনই নয়, দারুণ এক জন নেতাও।” গত আইপিএলের পরেই অবসর নিয়েছিলেন চার বছরের অধিনায়ক শেন ওয়ার্ন। তিন বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার পর গত বছর রাজস্থানে সই করেছিলেন দ্রাবিড়। রয়্যালসের হয়ে ১২ ম্যাচে তিনি ৩১ গড়ে ৩৪৩ রান করেছেন। স্ট্রাইক রেট ছিল ১০৯।
ওয়ার্নের উত্তরসূরি হিসেবে আরও কয়েক জনের নাম হাতে ছিল রয়্যালস ম্যানেজমেন্টের। যেমন রস টেলর। যিনি বর্তমান নিউজিল্যান্ড অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার জোহান বোথা আছেন। ইংল্যান্ডের পল কলিংউড আছেন। অস্ট্রেলীয় অলরাউন্ডার শেন ওয়াটসনও আছেন। কিন্তু রয়্যালসের মুখপাত্র রঘু আইয়ার বলেছেন, “রাহুল দ্রাবিড় বিশ্বের অন্যতম সেরা। ওকে ক্যাপ্টেন না করাটাই কঠিন।”
এ দিকে, আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়ে দ্রাবিড় বলেছেন, ইংল্যান্ডের বিপর্যয় ভারতীয় দলের উপর কোনও প্রভাব ফেলবে না। “ইংল্যান্ড সফরের ফলাফল খুব হতাশাজনক ছিল। আমাদের ফিটনেস সমস্যাও ছিল অনেক। কিন্তু সে সব এখন অতীত। আশা করছি অস্ট্রেলিয়ায় আমাদের পুরো শক্তির দল পাব এবং ভাল করে দেখাব।” জাহির খানকে নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি যোগ করেন, “জাহির রঞ্জি ম্যাচে বল করেছে। আমি নিশ্চিত, অস্ট্রেলিয়া সফরে দারুণ কিছু করে দেখানোর জন্য জাহির ছটফট করছে।” রবিচন্দ্রন অশ্বিন অজন্তা মেন্ডিস হয়ে যাবেন না তো? প্রশ্ন করা হলে দ্রাবিড় বলেন, “অশ্বিনের বয়স কম। সবে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। এখনও শিখছে। অস্ট্রেলিয়ায় ভাল করার ক্ষমতা ওর আছে।” |