পরীক্ষার মরশুমে এক কংগ্রেস কাউন্সিলরের ছেলের বিয়েতে উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ উঠেছে। শব্দদূষণের অভিযোগে সরব হয়েছেন আলিপুরদুয়ার পুরসভা এলাকার শিক্ষক সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শুক্রবার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর দীপক দে-র ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির আলিপুরদুয়ার পশ্চিম জোনের সম্পাদক বিদু সরকার বলেন, “সমস্ত স্কুলে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত বার্ষিক পরীক্ষা চলছে। ওই রাতে কাউন্সিলরের ছেলের বৌভাতে জোরে মিউজিক সিস্টেম বাজানো হয়েছে বলে ছাত্রছাত্রী, শিক্ষকেরা অভিযোগ করেছেন। কাউন্সিলরের বিষয়টি দেখা উচিত ছিল।” দীপক দে-র কথায়, “নিয়ম মেনেই সাউন্ড সিস্টেম বাজানো হয়েছে।” কিন্তু আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসুর অভিযোগ, “একজন জনপ্রিনিধির বাড়িতে পরীক্ষার মরশুমে ডিজে সহযোগে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানো হয়েছে। বিষয়টি আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যানকে লিখিত জানানো হবে।” যদিও পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায়ের দাবি, “কাউন্সিলরের ছেলের বৌভাতের অনুষ্ঠান নিয়ে অপপ্রচার চালাচ্ছেন বিরোধীরা। সামনেই পুরভোট। তাই বিরোধীরা রাজনীতি করছেন।”
|
জাতীয় উদ্যানের ঘেরাটোপ থেকে বের হয়ে চোরাশিকারিদের গুলিতে প্রাণ গেল একটি গন্ডারের। শিকারিরা গন্ডার মেরে তার খড়্গ নিয়ে চম্পট দেয়। কাল বনকর্মীরা গন্ডারের দেহটি উদ্ধার করে। বন বিভাগ সূত্রে খবর, কাল বেলা একটা নাগাদ দু’টি গন্ডার কাজিরাঙা জাতীয় উদ্যান এলাকা থেকে বের হয়ে গোলাঘাটের দেরগাঁও এলাকায় চলে আসে। বিকেলে তারা কাঠচাপোড়ি এলাকায় পৌঁছয়। সম্ভবত গন্ডার বের হওয়ার পরে, শিকারিরা খবর পেয়েছিল। |