টুকরো খবর |
কানিমোঝিকে স্বাগত জানিয়ে উৎসব শুরু
সংবাদসংস্থা • চেন্নাই |
১৯৩ দিন প্রতীক্ষার পরে অবশেষে চেন্নাইয়ে পা রাখলেন ডিএমকে নেত্রী কানিমোঝি। তাঁকে অভ্যর্থনা জানাতে গিয়ে রীতিমতো উৎসবে মেতে উঠলেন ডিএমকে সমর্থকরা। দিল্লি ছাড়ার আগে কানিমোঝি বলেছেন, তিনি নির্দোষ। তা প্রমাণ হয়ে যাবে।
তিহাড় জেল থেকে ছাড়া পাওয়ার পরেও টু-জি মামলার শুনানিতে হাজিরা দিতে কয়েক দিন দিল্লিতে থেকে গিয়েছিলেন কানিমোঝি। ফলে তাঁকে অভ্যর্থনা জানাতে আরও কিছু দিন অপেক্ষা করতে হয়েছে চেন্নাইবাসী ডিএমকে নেতা-কর্মীদের। দিল্লি থেকে ডিএমকে নেত্রীর সঙ্গে এসেছেন তাঁর স্বামী অরবিন্দন ও ছেলে আদিত্য। চেন্নাই বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানান কানিমোঝির বাবা ও ডিএমকে প্রধান করুণানিধি। তাঁর সঙ্গে ছিলেন কানিমোঝির মা রজতী আম্মাল ও সৎ ভাই এম কে স্ট্যালিনও। কানিমোঝি বিমানবন্দরের বাইরে আসতেই উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। প্রতি বছর ‘চেন্নাই সঙ্গমম’ উৎসবের আয়োজন করেন কানিমোঝি। উৎসবে তাঁকে স্বাগত জানিয়ে প্ল্যাকার্ডও দেখা গিয়েছে সমর্থকদের হাতে। টু-জি মামলায় তিহাড় বাস কানিমোঝির রাজনৈতিক জীবনেও পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। ডিএমকে সাংসদ বাসন্তী স্ট্যালিনের মতে, কানিমোঝিকে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া উচিত। কানিমোঝি বলেছেন, “আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব।”
|
বনরক্ষীর গুলিতে নিহত উপজাতি মহিলা
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
বনরক্ষীর গুলিতে সবিদা রিয়াং (২২) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরার অমরপুরের রাজকাং এডিসি ভিলেজের মাত্রাঙ্গিবাড়িতে। রাজ্য সরকার ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। নিরীহ এক আদিবাসী মহিলার মৃত্যু ও এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনার প্রতিবাদে সিপিএম এবং কংগ্রেস উভয়েই আজ এলাকায় ১২ ঘণ্টার বনধ পালন করছে। গত কাল দুপুরে অমরপুর-উদয়পুর সড়কের পাশে রাজকাং গ্রামের মাত্রাঙ্গিবাড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ ভাবে গাছ কাটার সময় বনরক্ষীদের হাতে ধরা পড়ে দু’জন। তাদের ছেড়ে দেওয়ার দাবি জানায় গ্রামবাসীদের একাংশ। কিন্তু বনরক্ষীরা গ্রামবাসীদের অনুরোধ উপেক্ষা করেই ধৃত দু’জনকে নিয়ে আসার চেষ্টা করলে গ্রামবাসীরা বাধা দেন। তখনই শুরু হয় দু’পক্ষের ধ্বস্তাধ্বস্তি। বন দফতরের অভিযোগ, সংরক্ষিত বনাঞ্চলে কাঠপাচারকারীদের সমর্থনে গ্রামবাসীদের একাংশ বনরক্ষীদের ‘আক্রমণ’ করে। ‘আত্মরক্ষায়’ বনরক্ষীরা গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে দূরে শিশু-কোলে দাঁড়িয়ে থাকা উপজাতি মহিলা, সবিদা রিয়াঙের মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পাশে ছিলেন আরও এক ব্যক্তি। তাঁর গায়েও গুলি লাগে। তিনিও গুরুতর আহত। বীরগঞ্জ থানার এক পুলিশকর্মী বলেন, অভিযুক্ত বনরক্ষীকে গ্রেফতার করা হয়েছে। উপজাতি মহিলার মৃত্যুকে ঘিরে অমরপুর ও গণ্ডাছড়ার পাহাড়ি এলাকার পরিবেশ থমথমে।
|
ত্রিপুরার কলেজগুলি বামজোটের দখলেই
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
ত্রিপুরার ১৫টি কলেজের ছাত্র সংসদই দখল করল এসএফআই-টিএসইউ জোট। গত কাল রাজ্যের ১২টি কলেজের ছাত্র সংসদের নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ ভাবে। কমলপুর, ফটিকরায় ও খুমলুঙ তিনটে কলেজে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় এই বাম ছাত্র-জোট। কলেজগুলির ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-টিএসএফের জোট প্রচারে এবং সাজসজ্জায় এসএফআইকে সমানে টেক্কা দিলেও তারা শেষ রক্ষা করতে পারেনি।
অবশ্য কয়েকটি কলেজে শ্রেণি-প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন তাদের প্রতিনিধিরা। কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অবশ্য অভিযোগ করেছেন, শহরের কয়েকটি কলেজে এসএফআইয়ের সদস্যরা তাদের, বিশেষ করে মহিলা সদস্যদের ভয় দেখানোয় বহু আসনে তারা মনোনয়নপত্র পর্যন্ত জমা দিতে পারেনি। ২০১৩ সালের ত্রিপুরা বিধানসভা ভোটের আগে রাজ্যের ডিগ্রি কলেজগুলির ছাত্র সংসদ নির্বাচনের দিকে নজর ছিল রাজ্যের সব ক’টি রাজনৈতিক দলেরই। ছাত্র সংসদ দখল করতে সর্বশক্তি নিয়ে মাঠে নামে ডান-বাম, উভয় রাজনৈতিক শিবিরই। উল্লেখ্য, মূলত নিরাপত্তাজনিত কারণে ত্রিপুরার সমস্ত কলেজে একই দিনে ছাত্র সংসদ নির্বাচন করা হয়। এ বারেও প্রতিটি কলেজে, বিশেষ করে আগরতলা বিবিএম কলেজ, এমবিবি কলেজ, মহিলা কলেজ, রামঠাকুর কলেজে নিরাপত্তা ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ছিল টানটান উত্তেজনা। অনেকটাই সাধারণ নির্বাচনের আবহ।
|
কালো টাকার মালিক কারা, জানিয়ে দেবে উইকিলিকস
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সুইৎজারল্যান্ডের ব্যাঙ্কে যে সব ভারতীয়ের অ্যাকাউন্ট আছে তাঁদের নাম আগামী বছর প্রকাশ করবে উইকিলিকস। আজ এ কথা জানিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ওই অ্যাকাউন্টগুলিতে বিপুল পরিমাণ কালো টাকা রয়েছে বলে অভিযোগ।
দিল্লিতে একটি সংবাদপত্রের আয়োজিত সম্মেলনে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তৃতা দেন অ্যাসাঞ্জ। তাঁর বক্তব্য, অত্যাধুনিক প্রযুক্তির জোরে বিশ্বে তথ্য জানা সহজ হয়েছে। কিন্তু, ওই প্রযুক্তি ব্যবহার করেই নজরদারি চালাচ্ছে নানা দেশের সরকার। তারা ব্যক্তিগত স্বাধীনতার পরোয়া করে না। অ্যাসাঞ্জের দাবি, ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের ই-মেল প্রায়ই পৌঁছে যায় চিনাদের হাতে। ভারতীয় গোয়েন্দারাও প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালান।
|
দুর্নীতি নিয়ে ব্যথিত দলাই
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভারতে দুর্নীতির খবরে ব্যথিত হন। কারণ, নিজেকে তিনি ভারতের দূত বলে মনে করেন। আজ এই মন্তব্য করেছেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। দিল্লির একটি স্কুলে দলাই বলেন, “তিব্বতি হলেও নিজেকে ভারতীয় বলেই মনে করি। কারণ, দুঃসময়ে ভারতই আমাকে সাহায্য করেছিল।” অহিংসা ও শান্তির বাণীও ভারতেরই দান বলে মনে করেন দলাই। কিন্তু, সেই দেশেই দুর্নীতির খবর পড়ে তিনি ব্যথিত। তাঁর আশা, দুর্নীতি মামলার দ্রুত ফয়সালা হবে। শুক্রবার অণ্ণা হজারের দুর্নীতি-বিরোধী আন্দোলনকে সমর্থন জানান দলাই।
|
ভোপালে বিক্ষোভে পুলিশের লাঠি
সংবাদসংস্থা • ভোপাল |
চুরাশির ভোপাল গ্যাস দুর্ঘটনায় ক্ষতিপূরণ বাড়ানোর দাবিতে আজ রেল অবরোধ করেন কয়েকশো মানুষ। অবরোধ তুলতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। বারখেড়ি স্টেশনের কাছে বীণা এক্সপ্রেস আটকে স্লোগান দিচ্ছিলেন ভোপালের মানুষ। এর ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় দিল্লি-চেন্নাই রেল যোগাযোগ। পুলিশ লাঠিচার্জ শুরু করলে তাদের লক্ষ করে পাথর ছুড়তে শুরু করে ক্ষিপ্ত জনতা। গত কালই, সুপ্রিম কোর্টে একটি হলফনামা দিয়ে ডাও কেমিক্যালস জানিয়েছে তারা আর কোনও ক্ষতিপূরণ দিতে রাজি নয়। ১৯৮৭ সালে ওই দুর্ঘটনার জন্য ৪৭ কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছিল ডাও কেমিক্যালসের নিয়ন্ত্রণাধীন ইউনিয়ন কার্বাইড।
|
খনি কাণ্ড নিয়ে কৃষ্ণের বিরুদ্ধে তদন্ত
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
বেআইনি খনি কেলেঙ্কারিতে কর্নাটকের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর লোকায়ুক্ত আদালত। তাঁদের মধ্যে রয়েছেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। জনৈক টি জে আব্রাহামের অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দেয় আদালত। আব্রাহামের অভিযোগ, কর্নাটকে বেআইনি খনি সংক্রান্ত কাজে মদত দেন কৃষ্ণ, ও এইচ ডি কুমারস্বামী। প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত করবে লোকায়ুক্ত পুলিশ। বেআইনি খনি কেলেঙ্কারির এক মামলায় এ দিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জি জনার্দন রেড্ডির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। চার্জশিটে জনার্দন রেড্ডির ভাই বি ভি শ্রীনিবাস রেড্ডি নামও উল্লেখ করা হয়েছে।
|
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৪
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
একটি চারতলা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হল চার জনের। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ পশ্চিম দিল্লির উত্তম নগর মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। মৃতদের মধ্যে তিন জন মহিলা।
পুলিশ জানিয়েছে, বাড়ির বাসিন্দাদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে স্থানীয় দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম রূপরানি (৬০), রিচা শর্মা (৪০) এবং জয় পাঠক (২৪)। পরে সরিতা শর্মা (৫৪) নামে আর এক মহিলার মৃত্যু হয়। গগন শর্মা নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
|
প্রাক্তন ডিএমকে মন্ত্রীর বাড়ি তল্লাশি
সংবাদসংস্থা • চেন্নাই |
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অভিযোগে আজ ডিএমকে-র প্রাক্তন মন্ত্রী পি এন পালানিস্বামীর বাড়ি, অফিস এবং তাঁর কিছু আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালান তামিলনাড়ুর ভিজিল্যান্স দফতরের অফিসারেরা। কোয়ম্বত্তূরে পালানিস্বামীর বাড়িতে তল্লাশি চালানো ছাড়াও কিছু সিমেন্ট কোম্পানির দফতরেও তল্লাশি চালিয়েছেন ভিজিল্যান্সের অফিসারেরা। অভিযোগ, বেনামে ওই সিমেন্ট কোম্পানির সঙ্গে পালানিস্বামী জড়িত। এ ছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় পালানিস্বামীর চার আত্মীয়ের বাড়ি এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরেও আজ তল্লাশি চালানো হয়েছে। ২০০৬-২০১০-এর মধ্যে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প এবং পশুপালন দফতরের মন্ত্রী ছিলেন পালানিস্বামী। জয়ললিতা ক্ষমতায় আসার পর থেকে অনেক প্রাক্তন ডিএমকে মন্ত্রীর বিরুদ্ধে জোর করে জমি অধিগ্রহণ কিংবা আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অভিযোগ আনছেন বলে বিরোধীদের দাবি।
|
বিহারে আসছে লোকায়ুক্ত বিল
নিজস্ব সংবাদদাতা • পটনা |
লোকায়ুক্তের অধীনে নিজের মুখ্যমন্ত্রী পদটিকে সামিল করেই বিধানসভায় বিল আনছেন নীতীশ কুমার। বিরোধীদের আপত্তি সত্ত্বেও বিহার বিধানসভায় লোকায়ুক্ত বিলটি পেশের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। রাজ্যপাল দেবানন্দ কোঁয়ার গত কাল রাতে এই বিলে সম্মতি জানানোর পরেই রাজ্য সরকারের দিক থেকে সব রকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিধানসভার শীতকালীন অধিবেশনেই বিলটি পেশ করা হবে বলে সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার লোকায়ুক্ত বিলটি মন্ত্রিসভায় অনুমোদন করিয়ে তা বিধানসভায় পেশ করার আগে রাজ্যপালের সম্মতি চান। সর্বদলীয় সভায় নীতীশ বিষয়টি ব্যাখ্যাও করেন। মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার সব সদস্যকেই এই বিলের আওতায় রাখা হয়েছে।
|
জঙ্গিদের হানায় জখম পুলিশকর্মী, তাঁর মেয়ে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এক পুলিশ কনস্টেবলের বাড়িতে হানা দিয়ে কনস্টেবল ও তার শিশুকন্যাকে গুলি করার ঘটনায় বাইচুং বাহিনীর হাত রয়েছে বলে নিশ্চিত মেঘালয় পুলিশ। বৃহস্পতিবার রাতে, ৫-৬ জন জিএনএলএ জঙ্গি রিমরাংপাড়া গ্রামে, কনস্টেবল জুয়েলসন মারাকের বাড়িতে চড়াও হয়। বাইরে থেকে তাঁর নাম ধরে ডাকা হয়। তাঁর ৫ বছরের মেয়ে কাদিমেয়াকে নিয়েই তিনি জানালা দিয়ে উঁকি দেন। তা দেখে জঙ্গিরা গুলি চালায়। জুয়েল ও তাঁর মেয়ে জখম হন। পুলিশ জানিয়েছে, প্রায় ৪৫ রাউন্ড গুলি চালিয়ে জঙ্গিরা চলে যায়। বাবা ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পশ্চিম গারো পাহাড়ের এরিয়া কম্যান্ডার বাইচুং মোমিন এই কাণ্ড ঘটিয়েছে।
|
জঙ্গিদের আত্মসমর্পণ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
একই সঙ্গে ৩২ জন সংগ্রামপন্থী এনডিএফবি জঙ্গি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করল। আজ তেজপুরের নেহরু ময়দানে আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জঙ্গিরা তিনটি একে ৪৭ রাইফেল, ২০টি পিস্তল, ৮টি গ্রেনেড ও প্রচুর কার্তুজ জমা দেয়।
|
অল্পের জন্য রক্ষা পেলেন পওয়ার
সংবাদসংস্থা • জবলপুর |
ফাঁড়া কাটছে না কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ারের। আজ একটুর জন্য বেঁচে গেলেন বড়সড় দুর্ঘটনার হাত থেকে। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (আইসিএআর)-এর একটি আলোচনাসভায় আজ বক্তৃতা দিচ্ছিলেন কৃষিমন্ত্রী। হঠাৎই মাথার উপর থেকে পাখা ভেঙে পড়ল মঞ্চের উপর। তার ৪-৫ ফুট দূরে দাঁড়িয়ে ছিলেন তিনি।
|
টাওয়ারে জঙ্গি হানা
নিজস্ব সংবাদদাতা • পটনা |
কাল গভীর রাতে বিহারের ঝাঁঝায় মাওবাদীরা মোবাইলের একটি টাওয়ার উড়িয়ে দিয়ে অপহরণ করল দু’জনকে। অপহৃতদের মধ্যে একজন টাওয়ারের রক্ষী, অন্য জন স্থানীয় বাসিন্দা। তাদের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। |
|