টুকরো খবর
ভেন্টিলেশনে মমতার মা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রীদেবীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। শনিবার দুপুরের পর থেকে তাঁকে পুরোপুরি ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়ে এ দিন বিকেল পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী মহাকরণ থেকে হাসপাতালে যান। প্রায় দু’ঘণ্টা তিনি সেখানে ছিলেন। চিকিৎসকরা জানান, গায়ত্রীদেবীর অবস্থা আশঙ্কাজনক। তাঁর রক্তচাপ এ দিন অনেকটা কমে যায়। সন্ধ্যার দিকে ওষুধ দিয়ে তা কিছুটা স্বাভাবিক হয়। শ্বাসকষ্ট এবং কিডনির সমস্যায় গত ২৫ নভেম্বর থেকে গায়ত্রীদেবী এসএসকেএমে ভর্তি। তাঁর ডায়ালসিস চলছে, দেওয়া হচ্ছে রক্তও। শনিবার গায়ত্রীদেবীকে দেখতে কলকাতা বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, উডবার্ন ওয়ার্ডে গায়ত্রীদেবীর কেবিনে গিয়ে প্রণববাবু চিকিৎসকদের কাছে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। মিনিট দশেক তিনি হাসপাতালে ছিলেন।

পুলিশের জালে সিন্ডিকেট ব্যবসায়ী
গৌরের পরে এ বার পুলিশের হাতে ধরা পড়ল লুইস মণ্ডলও। রাজারহাট-নিউটাউন এলাকার সিন্ডিকেট ব্যবসার ‘জনক’ এই গৌর আর লুইসের নামে খুন, জমি দখল থেকে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “শনিবার বারাসতের খড়িবাড়ি থেকে লুইসকে ধরা হয়েছে। তার নামে একাধিক অভিযোগ রয়েছে।” এক সময়ে সিপিএমের আশ্রয়ে থেকে জমি দখল, সিন্ডিকেট ব্যবসা চালাত গৌর-লুইস জুটি। তাদের নামে একাধিক দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ রয়েছে। বিধানসভা নির্বাচনে পালাবদলের পরে তারা তৃণমূল শিবিরে যোগ দেয়। সপ্তাহ দুয়েক আগে গৌরকে মহিষবাথান থেকে গ্রেফতার করা হয়। লুইস তখন থেকে পলাতক। পুলিশের দাবি, খড়িবাড়ির ভেড়ি অঞ্চলে তৃণমূল আশ্রিত স্থানীয় ২ দুষ্কৃতীর আশ্রয়ে ছিল লুইস।

ইংরেজি শিখতে মাধ্যম গুরুত্বহীন, দাবি গবেষকের
ভাল ভাবে ইংরেজি শেখার জন্য ছোট থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা জরুরি বলে মনে করেন না লিড্স বিশ্ববিদ্যালয়ের গবেষক হাইওয়েল কোলম্যান। শনিবার ব্রিটিশ কাউন্সিল আয়োজিত এক আলোচনাসভায় ওই গবেষক বলেন, “শিশুরা বাড়িতে যে ভাষায় কথা বলে, স্কুলেও সেই ভাষাতেই পড়ানো উচিত। না হলে শিশু তার পরিবারকে প্রান্তিক মনে করে অস্তিত্বের সংকটে ভুগতে পারে।” তাঁর মতে, স্কুলে ইংরেজি পড়ানো দরকার। কিন্তু ছাত্রছাত্রীদের পড়ানোর মাধ্যম যেন ইংরেজি না হয়। উন্নয়নের সঙ্গে ভাষার সম্পর্ক নিয়েই মূলত গবেষণা করেন কোলম্যান। তাঁর বক্তব্য, “ইংরেজি শেখা দরকার। কিন্তু এর ঠিকঠাক প্রয়োগ জরুরি।”

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক প্রৌঢ়ের। এর পর এক প্রতিবেশির অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তির স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করেছে। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের রাজা রামমোহন রায় রোডে। ৫৪ বছরের রাজেন্দ্রবাবুর ঝুলন্ত মৃতদেহ এ দিন বাড়ির ছাদ থেকে পাওয়া যায়।

যাদবপুরে ধৃত ৩
নাগরিক কমিটির অফিসে গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর অভিযোগে শনিবার পূর্ব যাদবপুর থানার পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, দুপুরে মুকুন্দপুরে ১০৯ নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির অফিসে কয়েক জন সিপিএম সমর্থক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ফেলছে বলে অভিযোগ করেন স্থানীয় তৃণমূল কর্মীরা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.