টুকরো খবর
স্যামসাঙের বিরুদ্ধে অ্যাপলের আর্জি খারিজ আমেরিকায়
এ বার স্যামসাঙের গ্যালাক্সি স্মার্টফোন ও ট্যাবলেটের কাছে নিজের দেশেই ধাক্কা খেল অ্যাপল। বিশ্বের বিভিন্ন দেশে এগুলি বিক্রির উপর স্থগিতাদেশের মামলা জিতলেও, ক্যালিফোর্নিয়ার জেলা আদালতেই খারিজ হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রে এই দুই পণ্য বিক্রি সাময়িক ভাবে বন্ধের জন্য সংস্থাটির আবেদন।রায়ের পর যদিও অ্যাপল ফের জানিয়েছে, আই ফোন ও আই প্যাডের বৈশিষ্ট্য নকল করা নিয়ে স্যামসাঙের বিরুদ্ধে তাদের অভিযোগই সত্যি। তবে, স্যামসাঙের পাল্টা দাবি, এই রায়ই প্রমাণ করে অ্যাপলের অভিযোগ ভিত্তিহীন। দক্ষিণ কোরীয় সংস্থা স্যামসাঙের বিরুদ্ধে ওই অভিযোগ এনে পণ্য বিক্রিতে স্থগিতাদেশের জন্য বিভিন্ন দেশেই মামলা করেছিল অ্যাপল। বর্তমানে ১০টি দেশে পেটেন্ট সংক্রান্ত ২০টিরও বেশি মামলা চলছে দুই সংস্থার মধ্যে।

অচলাবস্থা কাটানোর দাবি হতাশ শিল্পমহলের
খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নিয়ে শরিকি চাপে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার পিছু হটায় হতাশ শিল্পমহল। এ ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলে অচলাবস্থা কাটানোর আর্জি জানিয়েছেন বিভিন্ন বারতীয় খুচরো বিপণন সংস্থার শীর্ষ কর্তারা। তাঁদের মতে ক্রেতা ও কৃষক স্বার্থ রক্ষার জন্যই এ ক্ষেত্রে বিদেশি লগ্নি টানার সিদ্ধান্ত বহাল রাখা জরুরি ছিল। এ দেশে প্যান্টালুন্স, বিগ বাজার, ফুড বাজারের মতো সংস্থার মালিকানা যাদের হাতে রয়েছে, সেই ফিউচার গোষ্ঠীর সি ই ও কিশোর বিয়ানি এ ব্যাপারে ঐকমত্য গড়ে ওঠা নিয়ে আশাবাদী। তিনি বলেন, “কৃষক ও সাধারণ ক্রেতা যেহেতু বিদেশি সংস্থার সামনে খুচরো লগ্নির দরজা খুললে উপকৃত হতেন, তাই তাঁদেরই এ ব্যাপারে জোরালো দাবি তোলা উচিত।” রিটেলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-র সিইও কুমার রাজাগোপালন বলেছেন, বিষয়টি নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে। তাঁর মতে, “এই পরিস্থিতি অত্যন্ত দুঃখের। ছবিটা এখনও স্পষ্টও নয়।” রিলায়্যান্স রিটেল (লাইফস্টাইল)-এর প্রেসিডেন্ট বিজু কুরিয়েন অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন। ভারতী রিটেল ইন্ডিয়া-র চিফ অপারেটিং অফিসার অ্যান্ড্রু লিভারমোর বলেছেন, “এই সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করার জন্য এটা অত্যন্ত কঠিন সময়।”

ভারতী এএক্সএ
ভারতী এএক্সএ মিউচুয়াল ফান্ডের ৫১% অংশীদারি হাতে নিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে সংস্থাটির অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবসার মালিকানা আসবে এই ব্যাঙ্কের হাতে। এ জন্য এএক্সএ ইনভেস্টমেন্ট ম্যানেজার্স এশিয়া ও ব্যাঙ্কটি যৌথ উদ্যোগ গড়ার ব্যাপারে একমত হয়েছে।

এন বি এফ সি-র আওতায় ক্ষুদ্র ঋণ সংস্থা
এ বার থেকে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলিও আসতে চলেছে ব্যাঙ্ক নয়, এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি)-এর আওতায়। মালেগাঁও কমিটির সুপারিশ মেনেই এই নির্দেশ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই সব সংস্থা কোনও আমানত সংগ্রহ করতে পারবে না। নগদ, ব্যাঙ্ক ও মুদ্রার বাজারে থাকা সম্পদ বাদ দিয়ে সংস্থাগুলির মোট সম্পদের পরিমাণ হতে হবে ন্যূনতম ৫ কোটি টাকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.