টুকরো খবর
ছাত্র পরিষদ কর্মী আটক, অবরোধ
শুক্রবার ব্যাপক পুলিশি পাহারায় বহরমপুর কলেজের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র তোলা হলেও শেষ রক্ষা হল না। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি পার্থ পালের অভিযোগ, “ছাত্র পরিষদের দুষ্কৃতীরা ওই কলেজের দেওয়াল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-পোস্টার ছিঁড়ে ফেলেছে।” অভিযোগ পেয়ে পুলিশ কলেজ থেকে ছাত্র পরিষদের ৪ কর্মীকে আটক করে। ছাত্র পরিষদের জেলা সভাপতি হাসানুজ্জামান বাপ্পা বলেন, “অধ্যক্ষের অনুমতি ছাড়াই মিথ্যা অভিযোগে ছাত্র পরিষদের ওই ৪ জনকে পুলিশ আটক করে।” কলেজের অধ্যক্ষ সমরেশ মণ্ডল অবশ্য বলেন, “আইন-শৃঙ্খলার প্রশ্নে কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কলেজের পুলিশ যে কাউকে গ্রেফতার করতে পারে।” এ দিকে ছাত্র পরিষদের ওই ৪ কর্মীকে বিনা শর্তে ছেড়ে দেওয়ার দাবিতে মন্ত্রী মনোজ চক্রবর্তীর নেতৃত্বে ছাত্র পরিষদ এ দিন সন্ধ্যায় বহরমপুর শহরের গির্জার মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পরে ওই ৪ জনকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। আধ ঘণ্টার ওই অবরোধে অবশ্য অফিস ও স্কুল কলেজ থেকে বাড়ি ফেরার মুখে নাকাল হন পথচারীরা।

জলসঙ্কট চিঁচুড়িয়ায়
নলকূপ আছে। তবে তার বেশির ভাগ থেকেই জল পড়ে না। স্থানীয় বাসিন্দারা জানালেন, খড়গ্রামের পাদমকান্দির চিঁচুড়িয়া গ্রামে সব মিলিয়ে ১৫টা নলকূপ রয়েছে। আর তার মধ্যে ১২টাই খারাপ হয়ে পড়ে রয়েছে দীর্ঘ দিন ধরে। স্বাভাবিক ভাবেই গ্রামে পানীয় জলের সমস্যাও রয়েছে। পাশের গ্রাম মিরাটিতেও এক সমস্যা। সেখানে ১২টার মধ্যে দশটা নলকূপই খারাপ। দুই গ্রামে হাজার তিনেক লোকের বাস। সাকুল্যে ৫টা নলকূপ রয়েছে। সেই জলে প্রয়োজন মেটে না। সকাল-বিকেল লম্বা লাইন পেরিয়ে নলকূপ থেকেই জল নিতে হয় গ্রামবাসীদের। কৃষি নির্ভর ওই গ্রামে ব্যক্তিগত নলকূপ বসানোর সামর্থ্য নেই কারও। ফলে দিনের পর দিন জলসঙ্কট সঙ্গে নিয়েই দিন কাটছে গ্রামবাসীদের। নিত্য প্রয়োজনের জল নিতে সকাল থেকেই লম্বা লাইন পড়ে যায় গ্রামের নলকূপে। গ্রামবাসী জহরলাল শেখ, বিশ্বজিৎ সাহারা বললেন, “পঞ্চায়েত প্রধানকে বেহাল নলকূপগুলো সারানোর জন্য অনেকবার বলা হয়েছে। তবে কোনও ব্যবস্থা হয়নি।” এলাকার জল সঙ্কটের কথা স্বীকার করে নিয়ে পাদমকান্দির অঞ্চল প্রধান কার্তিক মণ্ডল বলেন, “নলকূপগুলো মেরামত করার চেষ্টা করা হচ্ছে। তবে তার জন্য প্রয়োজনীয় টাকার অভাবে ওগুলো এত দিন সংস্কার করা যায়নি।”

পঞ্চায়েতে ‘দুর্নীতি’, ঘেরাও বিডিও
পঞ্চায়েতের কাজে দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার আলমপুর কৃষি সমবায় সমিতি ও সিপিএমের নেতা কর্মীরা নওদার বিডিও-কে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাঁদের অভিযোগ, নওদার রায়পুর গ্রাম পঞ্চায়েতে একশো দিনের কাজে দুর্নীতি হচ্ছে। সিপিএমের নওদা জোনাল কমিটির সম্পাদক শমিক মণ্ডল বলেন, “নিয়ম মেনে কোনও কাজ করা হয়নি। মিথ্যা মাস্টার রোল তৈরি করে পঞ্চায়েত প্রধান, নির্মাণ সহায়ক ও অন্যান্য সরকারি কর্মীরা টাকা আত্মসাৎ করেছে। বিডিও সব জেনেও কিছু করছেন না। এর প্রতিবাদে আমরা বিডিও-র কাছে স্মারকলিপি দিয়েছি।” নওদার রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান আরএসপি-র রূপচাঁদ মণ্ডল বলেন, “অভিযোগ ভিত্তিহীন।” নওদার বিডিও মানস মণ্ডল বলেন, “সব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভস্মীভূত পাঁচটি বাড়ি
ভস্মীভূত হল ৫টি বাড়ি। বৃহস্পতিবার দুপুরে জলঙ্গির টলটলি গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, রান্নার সময়ে অসাবধানতাবশত গ্রামের লুতফর আলির বাড়িতে আগুন লেগে যায়। সেখান থেকেই পড়শিদের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দমকলে খবর দেওয়া হয়ে। গ্রামবাসীরা দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ২টো নাগাদ গ্রামের পাঁচটি বাড়িতে আগুন লেগে যায়। জলঙ্গির বিডিও শুভেন্দু রায় বলেন, “ঘটনার কথা শুনেছি। ওই পাঁচটি পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হবে।”

দগ্ধ হয়ে মৃত্যু
পুড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বুধবার সন্ধ্যায় সাগরদিঘির মথুরাপুর গ্রামে বাড়ির আগুন নেভাতে গিয়ে আগুনে দগ্ধ হন পঞ্চা মণ্ডল (৪২) নামে ওই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন প্রদীপ জ্বালাতে গিয়ে বাড়িতে আগুন লেগে যায়। পঞ্চাবাবুকে দগ্ধ অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। বৃহস্পতিবার বিকেলে লালগোলা-জঙ্গিপুর সড়কের বড়জুমলার কাছে রাস্তা পার হতে গিয়ে সায়েরা বিবি (৫২) নামে এক মহিলা অটোর ধাক্কায় মারা যান। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জের গঙ্গাপ্রসাদ গ্রামে। অন্য দিকে, অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রানাঘাটের ভবানীনগরে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে দেহটি মেলে। পুলিশ জানায়, মৃতার আনুমানিক বয়স ৬৫। দেহটি রানাঘাট মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রার্থী দিল না এসএফআই
শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র সাংসদ নির্বাচনে প্রার্থী দিল না এসএফআই। ৩৯টি আসনেই প্রার্থী দিয়েছে টিএমসিপি। ১৫ ডিসেম্বর নির্বাচন। ৩০ নভেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। গত বছর এই শিক্ষা কেন্দ্রে ক্ষমতায় ছিল এসএফআই। টিএমসিপি-র সভাপতি জয়ন্ত পাল বলেন, “কেউ ওদের হয়ে দাঁড়াতে চায়নি।” অভিযোগ অস্বীকার করে এসএফআই।

হাঁসুয়ার কোপে মৃত্যু
নবান্ন উপলক্ষে শোভাযাত্রায় দু’টি গোষ্ঠীর মধ্যে হাতাহাতিতে হাঁসুয়ার কোপে নিহত হলেন এক জন। জখম হলেন আরও এক জন। শনিবার বিকেলে মুর্শিবাদ জেলার রঘুনাথগঞ্জের তক্ষকগ্রামের ঘটনা। মৃতের নাম অশোক ভূঁই মালি (৩৮)। খবর পেয়ে পুলিশ সেখানে যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.