|
|
|
|
টুকরো খবর |
অভিযুক্ত সভাপতি |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
শংসাপত্র ছাড়াই তফসিলিদের জন্য সংরক্ষিত আসনে নির্বাচিত হওয়ার অভিযোগ উঠল পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতি সভাপতি বিজেপির গোপালচন্দ্র সাহার বিরুদ্ধে। অভিযুক্ত ওই পঞ্চায়েত সমিতির সভাপতির সদস্য পদ খারিজের আবেদন জানিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মালদহ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। তিনি বলেন, “যিনি তফসিলি জাতিভুক্তই নন, জেলা প্রশাসনের কর্তাদের বোকা বানিয়ে তফসিলিদের জন্য সংরক্ষিত আসনে দাঁড়িয়েছিলেন।” অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছেন জেলা প্রশাসনের কর্তারা। অভিযুক্ত সভাপতির দাবি, “নির্বাচনে দাঁড়ানোর সময় পুরাতন মালদহের বিডিও আমাকে প্রভিশনাল শংসাপত্র দেন। পরে বিডিও সেই তফসিলি জাতিভুক্তির শংসাপত্র বাতিল করে দিলে জেলা আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। জেলা আপিল কর্তৃপক্ষ নির্দেশ দেওয়ার পরেও সদর মহকুমাশাসক এখনও আমাকে শংসাপত্র দেননি।” সদর মহকুমাশাসক সমনজিত সেনগুপ্ত বলেন, “সভাপতি তপশিলি জাতি ভুক্ত নন। কেন তিনি শংসাপত্র পেতে পারেন না তার বিস্তারিত রিপোর্ট জেলাশাসককে জানানো হয়েছে।”
|
কলেজ ল্যাবে আগুন, তদন্ত |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
রসায়ন বিভাগের পরীক্ষাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে বালুরঘাট কলেজে। তবে বড় ধরনের আগুন থেকে রক্ষা পেয়েছে অনার্সের পরীক্ষাগার এবং অ্যাসিড ঘর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় রবিদাস বলেন, “রাসায়নিক বিক্রিয়ায় আগুন লেগেছে কিনা, তা এখনই বলা যাচ্ছে না।” মঙ্গলবার দুপুর অবধি ক্লাস হয়। বুধ, বৃহস্পতি কলেজ বন্ধ ছিল। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ পরীক্ষাগার থেকে ধোঁয়া দেখতে পেয়ে কেয়ারটেকার কর্তৃপক্ষকে খবর দেন। দরজা খুলে দেখা যায়, একটি টেবিল পুড়েছে। ঘরেই ছিল দুটি গ্যাস সিলিন্ডার। ফলে বড় ধরনের ঘটনা থেকে রক্ষা মিলেছে বলে চেয়ারার্সন তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি সুচেতা বিশ্বাস জানান।
|
বালুরঘাটে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদদাতা • বালুরঘাট |
বকেয়া দুই মাসের বেতনের দাবিতে ফের বিক্ষোভে নামলেন এনবিএসটিসি কর্মীরা। বৃহস্পতিবার সিটুর নেতৃত্বে বালুরঘাট ডিপো ইনচার্জের অফিসের সামনে কর্মীরা ঘেরাও অবস্থান-বিক্ষোভ করেন। আন্দোলনে সামিল হন অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মীরাও। সিটুর কর্মী ইউনিয়ানের সম্পাদক শিশির দে বলেন, “দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে।” বালুরঘা ডিপোর ইনচার্জ অচিন্ত্য লাহা বলেন, “কর্তৃপক্ষকে সব জানানো হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন।” |
|
|
|
|
|