ন্যাশনাল এড্স কন্ট্রোল অর্গানাইজেশন এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বিশ্ব এড্স দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পদযাত্রা, প্রদর্শনী, স্কুল পড়ুয়াদের নিয়ে বিতর্ক সভা এবং সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ডিএসপি-র ইডি (পি অ্যান্ড এ) জিবেশ মিশ্র বলেন, “এড্স থেকে বাঁচার সবচেয়ে ভাল উপায় মানুষকে সচেতন করা। এ দিন সেই চেষ্টাই করা হয়।” অন্য দিকে, দুর্গাপুর মহকুমা হাসপাতালেও বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। ছিল এড্স বিষয়ক আলোচনাচক্র। অন্য দিকে, বিশ্ব এড্স দিবস উপলক্ষে ইসিএলের কেন্দা এরিয়ার ছোড়া রিজিওন্যাল হাসপাতালের উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করা হয়। বহুলা মোতি বাজার থেকে পদযাত্রা শুরু হয়। শেষ হয় ছোড়া হাসপাতালের কাছে। এরিয়ার জিএম মহম্মদ ইউনুস আনসারি, এরিয়ার মেডিক্যাল অফিসার এইচএন খান আলোচনাচক্রে বক্তৃতা করেন। এ দিন শোনপুর বাজারি এরিয়ার কর্মীরা একটি মোটরবাইক মিছিলের আয়োজন করে। আসানসোল বাসস্ট্যান্ডেও একটি আলোচনাচক্র আয়োজিত হয়।
|
বাংলাদেশের ৭টি এবং ভারতের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার পেট্রাপোল ও বেনাপোল সীমান্তের মধ্যবর্তী ‘নো-ম্যানস্ ল্যান্ড’-এ পালন করা হল ‘বিশ্ব এডস দিবস’। দু’দেশের ওই সব সংস্থার প্রতিনিধিরা ব্যানার ও ফল-মিষ্টি বিনিময় করেন। এডস নিয়ে দু’পক্ষের আলোচনাও হয়। উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস। পেট্রাপোল বন্দরে আলাদা ভাবে আরও একটি অনুষ্ঠান হয় এই উপলক্ষে। ট্রাক-চালক এবং সাধারণ মানুষকে এডস নিয়ে সচেতন করতে শিবিরের আয়োজন করা হয়। প্রচারপত্র এবং লিফলেট বিলি করা হয়। ছিল আলোচনাসভা, কথা বলা পুতুল এবং ম্যাজিক শো’র ব্যবস্থাও। ট্যাবলো নিয়ে শোভাযাত্রাও বের করা হয়।
|
বিশ্ব এডস দিবস উপলক্ষে কল্যাণীর জওহর নবোদয় বিদ্যালয়ে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয় বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন, কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসাপাতালের সুপার নিরুপম বিশ্বাস, স্কুলের প্রিন্সিপাল নাগাভূষণম-সহ বিশিষ্টেরা। |