বিশ্ব এডস দিবস উপলক্ষে বৃহস্পতিবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে পশ্চিম মেদিনীপুরে। কোথাও নাটক, পথসভা হয়েছে। কোথাও বা মিছিল, ক্যুইজ, আলোচনাসভা। বিভিন্ন কলেজেও এ দিন অনুষ্ঠান হয়।
জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে এ দিন সকালে এক পদযাত্রা বেরোয়। এই পদযাত্রা মেদিনীপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে স্বাস্থ্য দফতরের কার্যালয়ের সামনে এক অনুষ্ঠান হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্র পাত্র বলেন, “সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচি। এডসের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, তার পাশে সবারই থাকা জরুরি।” স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেদিনীপুর কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগেও এ দিন দুপুরে শহরে একটি পদযাত্রা বেরোয়। কলেজের ছাত্রছাত্রীরা পদযাত্রায় পা মেলান। পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এই রোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি তাঁদের বক্তব্য, এডস আক্রান্তদের প্রতি যেন বৈষম্য না-থাকে, সে দিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে। |
একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মেদিনীপুর রেল স্টেশনের সামনে এক সভা হয়। ছিল ক্যুইজের আসর। স্থানীয়রাই এই ক্যুইজে যোগ দেন। সংস্থার পক্ষে সুমন সিংহ বলেন, “পথ-চলতি সাধারণ মানুষকে এই রোগ সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ।” জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও শহরে এক পদযাত্রা করে। গড়বেতায় একটি সংস্থার উদ্যোগে আবার চিত্র-প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। জেলার বেলদা, সবং, পিংলা, ডেবরাতেও ‘বিশ্ব এডস দিবস’ উপলক্ষে নানা অনুষ্ঠান হয়। খড়্গপুর মহকুমা হাসপাতালের উদ্যোগে এ দিন সকালে একটি পদযাত্রা বেরোয়। স্বাস্থ্যকর্মী থেকে নার্সিং-স্কুলের ছাত্রী, সবাই পদযাত্রায় পা মেলান। পরে হাসপাতাল চত্বরে এক সভা হয়। সভা শেষে নার্সিং-স্কুলের ছাত্রীরা এডসের উপর লেখা এক নাটক মঞ্চস্থ করেন। হাসাপাতাল সুপার দেবাশিস পাল বলেন, “ছাত্রীরাই ওই নাটক লিখেছে।” |