একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ তুলে চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে রানিবাঁধ ব্লকের খেজুরিয়া নব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তবে স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখনই ওই স্বাস্থ্যকেন্দ্রটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে না।
মাওবাদী উপদ্রুত বারিকুল থানার খেজুরিয়ায় কয়েক বছর আগে ওই স্বাস্থ্যকেন্দ্রটি গড়ে ওঠে। বাঁকুড়া জেলা পরিষদ ওই স্বাস্থ্যকেন্দ্রটি পরিচালনা করে। বাসিন্দাদের অভিযোগ, এখন ওই স্বাস্থ্যকেন্দ্রটি একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তাঁরা খবর পেয়েছেন। স্থানীয় জনস্বাস্থ্য সচেতন মঞ্চের নামে এ দিন বিক্ষোভ পালন করা হয়। ওই মঞ্চের সভাপতি বিশ্বনাথ বেসরার অভিযোগ, “সাধারণ মানুষের দানের জমিতে খেজুরিয়া নব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি গড়ে ওঠে। দশ বছর ধরে সরকারি ব্যবস্থাপনায় স্বাস্থ্যকেন্দ্রটি চলছে। এলাকার বহু বাসিন্দা এই স্বাস্থ্যকেন্দ্রের উপরে নির্ভরশীল।” তাঁদের দাবি, বেসরকারি হাতে স্বাস্থ্যকেন্দ্রটি তুলে দেওয়া যাবে না। এর প্রতিবাদে আন্দোলন চলবে। সকাল ১১টা থেকে প্রায় দু’ঘণ্টা চিকিৎসক অসীম মুখোপাধ্যায়-সহ তিন জন স্বাস্থ্যকর্মীকে স্বাস্থ্যকেন্দ্রের একটি ঘরের ভিতরে আটকে রাখা হয়। দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। রানিবাঁধের ভারপ্রাপ্ত বিএমওএইচ শুভদীপ দত্ত বলেন, “ওই স্বাস্থ্যকেন্দ্রটি জেলা পরিষদ পরিচালনা করে। স্বাস্থ্যকেন্দ্রটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে না। ওদের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” |