হাসাপাতালে ঢুকতে না দেওয়ায় বৃহস্পতিবার সকালে কল্যাণীর জওহরলাল নেহরু হাসাপাতালের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন আয়ারা। হাসপাতাল সুপার নিরুপম বিশ্বাস বলেন, “সরকারি নির্দেশ অনুসারে আয়াদের হাসপাতালের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধু ওঁরাই নন, কোনও অবাঞ্ছিত লোককেই হাসপাতালের ভিতরে ঢুকতে না দেওয়ার ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তারক্ষীদের।
সুপার আরও জানিয়েছেন, গত ২৩ নভেম্বর রাতে এই হাসাপাতাল পরিদর্শনে এসেছিলেন জেলাশাসক অভিনব চন্দ ও কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী। আয়াদের ভিতরে ডুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরাই।
হাসপাতালের সামনে বিক্ষোভকারী আয়াদের অভিযোগ, ভিতরে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তের কথা তাঁদের আগে জানানো হয়নি। তাঁরা দীর্ঘ দিন ধরে ওই হাসপাতালে কাজ করছেন। আজ সকালে ভিতরে ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। হাসপাতালে প্রায় ২০০ জন আয়া কাজ করেন। তাঁদের মধ্যে রবি সেনের অভিযোগ, “আজ সকালে এসে এ সব জানতে পারলাম। আমাদের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে সেই ব্যাপারে কোনও ব্যবস্থা নিতে পারত কর্তৃপক্ষ।”
কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী বলেন, “হাসপাতালে রোগীর থেকে আয়ার সংখ্যা বেশি। রোগীর ওদের চাহিদা অনুসারে টাকা না দিলে ওঁরা রোগীর পরিবারের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। অনেক দিন ধরেই এই ধরণের অভিযোগ আসছিল। জেলাশাসক হাসপাতাল পরিদর্শনে এসে ব্যাপারটা নিজের চোখেই দেখতে পান। সেই জন্যই হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।” |