|
|
|
|
গ্রন্থাগারের কাছে মদের দোকান খুলতে বাধা নেই, বলছে আদালত |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ১০০০ ফুটের মধ্যে মদের দোকান খুলতে দেওয়ার নিয়ম নেই। তবে কোনও গ্রন্থাগারের ১০০০ ফুটের মধ্যে বিদেশি মদের দোকান খোলার ব্যাপারে আপত্তি নেই বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
সুমিত মজুমদার নামে দুর্গাপুরের এক বাসিন্দা ভিড়িঙ্গি মোড়ে একটি মদের দোকান খোলার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেন। শর্ত পূরণ করার পরেও আবগারি দফতর তাঁর আবেদন খারিজ করে দেয়। তিনি হাইকোর্টে মামলা করেন। আবগারি দফতর জানায়, আবেদনকারী যেখানে মদের দোকান করবেন বলে জানিয়েছেন, তার ১০০০ ফুটের মধ্যে রাজ্য সরকারের মহকুমা গ্রন্থাগার তৈরির পরিকল্পনা রয়েছে। বিধি অনুযায়ী কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ১০০০ ফুটের মধ্যে মদের দোকান খোলা যায় না। তাই আবেদনকারীর আবেদন খারিজ করা হয়েছে।
আবেদনকারীর আইনজীবী অরুণাভ ঘোষ হাইকোর্টে বলেন, গ্রন্থাগার ও শিক্ষা প্রতিষ্ঠানকে এক সারিতে রাখা যায় না। গ্রন্থাগারে বই, সংবাদপত্র, পত্রিকা সংগ্রহে রাখা হয়। পাঠকেরা গ্রন্থাগার থেকে বই নিয়ে যান বা সেখানে বসে পড়েন। কিন্তু শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করার জন্য কেই গ্রন্থাগারে যান না। কোনও ব্যক্তিকে ডিগ্রি বা ডিপ্লোমা পাওয়ার জন্য স্কুল-কলেজে যেতে হয়। তাই গ্রন্থাগারকে শিক্ষা প্রতিষ্ঠান বলে ব্যাখ্যা করার অবকাশ নেই।
দু’পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি জয়ন্ত বিশ্বাস বলেন, বিধি অনুযায়ী কোনও আবেদনকারীকে মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া হবে কি না, তা স্থির করে সরকার। কিন্তু আবগারি কমিশনার আইনের ব্যাখ্যা করতে পারেন না। ওই আবেদনকারীকে ১৫ দিনের মধ্যে
মদের দোকানের লাইসেন্স দিতে হবে বলে জানিয়ে দেন বিচারপতি। |
|
|
|
|
|