|
|
|
|
দাবি শিল্পমন্ত্রীর |
মমতার প্রথম ছয় মাসে ৫৬ হাজার কোটি লগ্নির আশা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রথম ছ’মাসেই পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে ৫৬ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর মধ্যে একাধিক তথ্যপ্রযুক্তি প্রকল্পের পাশাপাশি নয়াচর বা অন্য ধরনের প্রকল্পও রয়েছে। ছ’মাস অতিক্রম করে এ সপ্তাহেই নতুন সরকার দু’শো দিনে পা রাখছে। এই সময়ের মধ্যে সরকারের বিভিন্ন দফতর উন্নয়নের ক্ষেত্রে কতটা এগোতে পেরেছে, তার সবিস্তার তথ্য সংবলিত একটি পুস্তিকা বার করছে রাজ্য। তাতে থাকছে স্বল্প পরিসরে শিল্প দফতরের কিছু সাফল্যের খতিয়ান। বৃহস্পতিবার যার কয়েকটি নিদর্শন তুলে ধরেন পার্থবাবু। শিল্পমন্ত্রীর দাবি, “গত ছ’মাসে আমরা যা করেছি, আগের সরকারের শিল্পমন্ত্রী দশ বছরেও তা করতে পারেননি। এই সময়ের মধ্যে মানুষের মধ্যে একটা ধারণা ঢুকিয়ে দিতে পেরেছি। তা হল, শিল্পের জমিতে শিল্পই করতে হবে। অন্য কিছু করা যাবে না।”
নয়াচরে ত্রিমুখী প্রকল্প গড়তে এ মাসের গোড়ায় রাজ্য শিল্পোন্নয়ন নিগমের সঙ্গে নতুন করে চুক্তি করেছে অনাবাসী বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের সংস্থা ইউনিভার্সাল সাক্সেস। এতে ২৬ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বড় বিনিয়োগ-প্রস্তাবের মধ্যে আছে ম্যাট্রিক ফার্টিলাইজার, প্যাটন, মোটরসাইকেল নির্মাতা টিভিএস, ওয়ইকে মোদি গোষ্ঠীর কয়লাভিত্তিক গ্যাস প্রকল্প ইত্যাদি। রয়েছে বেশ ক’টি তথ্যপ্রযুক্তি শিল্পের প্রস্তাবও। আর এই সব মিলিয়েই রাজ্যে ৫৬ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। পার্থবাবু জানান, পশ্চিমবঙ্গে লগ্নি করতে আরও কিছু সংস্থা আগ্রহ দেখিয়েছে। প্রকল্পগুলো নিয়ে এখনও বিস্তারিত আলোচনা না-হওয়ায় সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ নিয়ে মুখ খুলতে চাননি তিনি। তবে জানিয়েছেন, ওই তালিকায় ইস্পাত, সিমেন্ট এবং এনটিপিসি, সিইএসসি-র মতো বিদ্যুৎসংস্থার বিদ্যুৎ প্রকল্প রয়েছে। আছে খড়্গপুরে ট্র্যাক্টর ইন্ডিয়া-র জাহাজের যন্ত্রপাতি নির্মাণ প্রকল্প ও গভীর সমুদ্রবন্দর তৈরির প্রস্তাব। অম্বুজা সিমেন্টও বিনিয়োগে আগ্রহী। পার্থবাবু বলেন, “রাজ্যের অধীন রুগ্ণ সংস্থাগুলি পুনরুজ্জীবনের পরিকল্পনা হচ্ছে। মুখ্যমন্ত্রী এ বিষয়ে বিশেষ উদ্যোগী হয়েছেন।” |
|
|
|
|
|