রেশন কার্ড নিয়ে হয়রানির অভিযোগে খাদ্য দফতরে তালা |
বার বার দফতরে ঘোরাঘুরি করেও মিলছে না রেশন কার্ড। এমনই অভিযোগ তুলে খাদ্য দফতরের আধিকারিককে ঘরের মধ্যেই তালা বন্ধ করে আটকে রাখলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার খাদ্য আধিকারিকের দফতরে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশকে ঘটনাস্থলে যেতে হয়। পুলিশের হস্তক্ষেপে দেড় ঘণ্টা পরে তালা খুলে দেওয়া হয়। পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া ও খাসবালান্দা-সহ কয়েকটি পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের রেশন কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে। গ্রামবাসীদের ্ভিযোগ, বার বার সময় দেওয়া সত্ত্বেও রেশন কার্ড পরে দেওয়া হবে বলে হয়রানি করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ওই দুই পঞ্চায়েত থেকে গ্রামবাসীরা আসেন হাড়োয়ায় খাদ্য দফতরে। সেখানে, এখন কাজ চলছে পরে রেশন কার্ড দেওয়া হবে বলায় ক্ষোভে ফেটে পড়ে জনতা। শুরু হয় খাদ্য আধিকারিককে ঘিরে বিক্ষোভ। বিকেল তিনটে নাগাদ উত্তেজিত জনতা খাদ্য আধিকারিকের দফতরে তালা লাগিয়ে দেয়। রেশন কার্ড বিলিতে হয়রানির অভিযোগ প্রসঙ্গে খাদ্য আধিকারিক বিভাস বসু বলেন, “রেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সকলকে একসহ্গে কার্ড দেওয়া সম্ভব নয়। সব জেনেও গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। সমস্ত ঘটনা ঊধ্বর্র্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’
|
প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল |
এলাকার উন্নয়ন না-করা এবং দুর্নীতির অভিযোগ তুলে ক্যানিং-২ ব্লকের মঠেরদিঘি গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান মিন্টু সিংহের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। ২০০৮ সালের পঞ্চায়েত ভোটে ওই পঞ্চায়েতে ৯টি আসনেই জেতে সিপিএম। প্রধান হন মিন্টুবাবু। সম্প্রতি ক্যানিং-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সওকৎ মোল্লা সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাঁর অনুগামী হিসাবে পরিচিত ওই পঞ্চায়েতের ৮ সদস্যও তৃণমূলে যোগ দেন। তাঁরাই বৃহস্পতিবার বিডিও অশোক সরকারের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন। সওকৎ বলেন, “প্রধান এলাকার কোনও উন্নয়ন করেননি। তা ছাড়া, তিনি বিভিন্ন দুর্নীতির সঙ্গেও জড়িত। তাই ওঁর বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে।” তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রধান কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, “কেউ যদি আমার বিরুদ্ধে অনাস্থা আনতে চান, আনতেই পারেন। আমার কিছু করার নেই।” সিপিএমের জেলা কমিটির সদস্য হবিবুর রহমান সর্দার বলেন, “সওকৎ মোল্লা তৃণমূলে যোগ দিয়ে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতে শুরু করেছেন। উদ্দেশ্য প্রণোদিত ভাবেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।” বিডিও বলেন, “তৃণমূলের পক্ষ থেকে লিখিত ভাবে অনাস্থা প্রস্তাব পেয়েছি। সব দিক খতিয়ে দেখে শীঘ্রই ওই পঞ্চায়েতে ভোটাভুটি করা হবে।”
|
সুন্দরবন উন্নয়নে দেড় কোটি |
আয়লা বিধ্বস্ত সুন্দরবনে বাঁধ নির্মাণে এবং ম্যানগ্রোভ বনাঞ্চল বাড়াতে দেড় কোটি টাকা দেবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার বা আইইউসিএন। বনমন্ত্রী হিতেন বর্মন বৃহস্পতিবার মহাকরণে এ কথা জানান। সুন্দরবনের পর্যটন উন্নয়ন-সহ বিভিন্ন বিষয় নিয়ে এ দিন মহাকরণে পর্যটনমন্ত্রী রচপাল সিংহের সঙ্গে বৈঠক করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল ও বনমন্ত্রী। পরে বনমন্ত্রী বলেন, “অর্থসাহায্য আসার নিশ্চয়তা পাওয়ার পরে কোথায় কোথায় তা খরচ করা যায়, সেই বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে।” সেই সঙ্গেই সুন্দরবনে পর্যটকদের বেড়ানোর সুবিধে করে দিতে আরও লঞ্চের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটনমন্ত্রী রচপাল বলেন, “আমাদের কাছে এখন খুবই কম লঞ্চ রয়েছে। সেই কারণে বেসরকারি মালিকদের কাছ থেকে বাছাই করে গোটা দশেক লঞ্চ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” মন্ত্রী জানান, আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনে পর্যটনের মরসুম। এই সময়ে পর্যটকদের জন্য লঞ্চগুলি ভাড়ায় চালানো হবে। শীঘ্রই পর্যটন দফতরের ওয়েবসাইটে সবিস্তার তথ্য দেওয়া হবে বলে জানান মন্ত্রী। |
বিএসএফের প্রতিষ্ঠা দিবস পালন পেট্রাপোলে |
বিএসএফের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল পেট্রাপোল সীমান্তে। বৃহস্পতিবার এই উপলক্ষে বিএসএফের ৩৬ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডান্ট প্রদীপ কুমার দুবে ‘নো-ম্যানস্ ল্যান্ড’-এ বাংলাদেশ বর্ডার গার্ডস (বিবিজি)-এর আধিকারিক জয়নাল আবেদিনের হাতে ফল-মিষ্টি তুলে দেন। তিনি বলেন, “সীমান্ত রক্ষার কাজ যাতে সহজ হয়, তাই আমরা বাংলাদেশের সঙ্গে মধুর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চাই।”
|
অটোচালক মার খাওয়ায় অবরোধ |
এক অটোচালকের প্রহৃত হওয়ার ঘটনায় পথ অবরোধ করলেন অন্য অটোচালকেরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। চালকদের অভিযোগ, ২৩ নভেম্বর টিটাগড়ের কাছে কিছু দুষ্কৃতী ডানলপ-ব্যারাকপুর রুটের এক অটোচালককে মারধর করে। পুলিশ ব্যবস্থা নেয়নি। তার প্রতিবাদে ডানলপ-ব্যারাকপুর রুটে অটো বন্ধ ছিল। সিটুর অটো ইউনিয়নের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক অসীম দত্ত বলেন, “পুলিশ দোষীদের ধরছে না বলেই এ দিন প্রতীকী ধর্মঘট ও অবরোধ করেন অটোচালকেরা।” |