কম দামে ধান কেনার নালিশ এগরায় |
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে ধান কেনার অভিযোগ তুলে এক ব্যবসায়ীর গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন চাষিরা। এগরার শ্রীপুর গ্রামের ঘটনা। বুধবার গভীর রাত পর্যন্ত গাড়ি আটকে রাখা হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে রাত ২টো নাগাদ বিক্ষোভ ওঠে। মহকুমাশাসক রত্নেশ্বর রায় ও এগরা থানার ওসি সুধাংশু নায়েক জানান, চাষিদের কাছ থেকে কম দামে ধান কেনা আটকাতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “চাষিরা যাতে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারেন সে ব্যাপারে পঞ্চায়েত ও দলীয় নেতৃত্বকে সতর্ক থাকতে বলা হয়েছে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন এগরা-২ ব্লকের সাহারা পঞ্চায়েত এলাকার শ্রীপুর গ্রামের কয়েকজন চাষির কাছ থেকে স্থানীয় ব্যবসায়ীরা সরকার নির্ধারিত ১০৮০-১১৩০ টাকার পরিবর্তে ৭০০-৭৫০ টাকায় ধান কিনছিলেন। কয়েকজন সেই দামেই ধান বিক্রি করে দেন। পরে গ্রামবাসীরা ব্লক তৃণমূল নেতা প্রভুপদ দাসের নেতৃত্বে ওই ব্যবসায়ীদের গাড়ি আটকিয়ে বিক্ষোভ দেখান।
|
পাঁচ মদ্যপকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ |
জাতীয় সড়কে মদ্যপ যুবকদের ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ আধিকারিক। পরে অবশ্য গাড়ি নিয়ে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে মদ্যপ যুবকেরা। বুধবার ভোর রাতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার শ্রীধরপুর এলাকায় এই ঘটনা ঘটে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে। ধৃত চার জনকে বুধবার তমলুক মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেলহাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোলাঘাট শহর ও লাগোয়া এলাকার ব্যবসায়ী পরিবারের পাঁচ যুবক গাড়িতে হলদিয়া থেকে মেচেদার দিকে আসছিল। শ্রীধরপুরের কাছে গাড়ি দাঁড় করিয়ে মাতলামি করার সময় টহলরত পুলিশ তাদের ধরে। মদ্যপ যুবকের পাল্টা পুলিশের উপরে হামলা চালায়। আহত হন জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইনস্পেক্টর গৌরপদ মুখোপাধ্যায়। এরপর ওই যুবকেরা গাড়ি নিয়ে মেচেদার দিকে পালিয়ে যায়। খবর পেয়ে তমলুক থানা থেকে পুলিশ এসে রাজগোদার কাছে চার জনকে ধরে ফেলে। এক জন পালিয়ে যায়। ধৃতদের বিরুদ্ধে পুলিশের উপরে হামলা, সরকারি কাজে বাধাদান প্রভৃতি অভিযোগে মামলা দায়ের হয়েছে। তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল আহত গৌরপদবাবুকে। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
|
তিন বছর পরে বইমেলা পূর্বে |
তিন বছর পরে জেলা বইমেলা হচ্ছে পূর্ব মেদিনীপুরে। তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ময়দানে আগামী ৪ ডিসেম্বর জেলা বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাত দিন ব্যাপী এই বইমেলা শেষ হবে ১০ ডিসেম্বর। সপ্তম বর্ষের এই বইমেলার উদ্যোক্তা জেলা গ্রন্থাগার দফতর, জেলা প্রশাসন ও জেলা পরিষদ। বৃহস্পতিবার বইমেলা কমিটির ডাকা সাংবাদিক বৈঠকে জেলাশাসক রাজীব কুমার জানান, বিভিন্ন থিমে দিনগুলি উদ্যাপন করা হবে। আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। স্কুল-কলেজ পড়ুয়াদের বইমেলায় আনতে বিশেষ গাড়ির ব্যবস্থা থাকবে। বইমেলা কমিটির সম্পাদক তথা জেলা গ্রন্থাগার আধিকারিক তুষারকান্তি চট্টোপাধ্যায় জানান, বইমেলায় কলকাতা-সহ বিভিন্ন জেলার ৮৫টি প্রকাশনা সংস্থা যোগ দেবে। প্রতি দিন দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। জেলার সমস্ত পঞ্চায়েতে আমন্ত্রণ জানানো হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন সাংবাদিক বৈঠকে।
|
জনস্বাস্থ্য ও কৃষিমেলা ঘিরে উৎসাহ দেখা দিয়েছে কেশপুরের আনন্দপুরে। কাল, শনিবারই মেলার শেষ দিন। প্রগতিশীল গ্রামীণ চিকিৎসক সংগঠনের উদ্যোগে আনন্দপুর স্কুল-মাঠে এই মেলা শুরু হয়েছে। গত ২৪ নভেম্বর মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুকুল রায়, প্রাক্তন প্রধান শিক্ষক সর্বরঞ্জন পড়্যা, অঞ্চল প্রধান দেবাশিস রায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা। মেলা উপলক্ষে স্বাস্থ্য-পরীক্ষা শিবির ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। প্রতিদিনই বিশেষজ্ঞ চিকিৎসকেরা আসছেন। পাশাপাশি, নাগরদোলা, ছোট-বড় নানা দোকান তো রয়েইছে। বিকেল হলেই মেলায় প্রচুর মানুষের ভিড় হচ্ছে।
|
সর্ডিহায় আবার বিপত্তি রেললাইনে |
জ্ঞানেশ্বরী-কাণ্ডের সেই সর্ডিহা-রাজাবাঁধে রেললাইনে ফের বিপত্তি। বৃহস্পতিবার বিকেলে প্রহরীহীন ক্রসিংয়ে মালগাড়ির ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ল মোরাম-বোঝাই ট্রাক্টর। এর জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর-টাটানগর শাখায় কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। রেল ও স্থানীয় সূত্রের খবর, আপলাইনে টাটা যাচ্ছিল মালগাড়িটি। লাইনে চলে আসে ট্রাক্টর। ঝাঁপ দিয়ে বাঁচেন ট্রাক্টরের চালক।
|
খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রতিবাদে ডাকা ব্যবসা বন্ধে মিশ্র সাড়া পড়ল পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার জেলাসদর তমলুক শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও জেলার অন্য এলাকায় দোকানপাট খোলাই ছিল। |