|
|
|
|
সিপিএম কর্মী খুনে যুক্ত মাওবাদীরা, বলছে পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বিনপুরের নান্দা গ্রামের সিপিএম কর্মী তারাচাঁদ মুর্মুকে (৩৫) মাওবাদীরাই খুন করেছে বলে প্রাথমিক তদন্তের পর প্রায় নিশ্চিত পুলিশ। বুধবার সন্ধ্যায় নান্দায় খুন হন তারাচাঁদ।
সিপিএমের ভেটলি শাখার এই সদস্য ছিলেন দলের সর্বক্ষণের কর্মী। আগে থাকতেন বিনপুরে দলের লোকাল কমিটি কার্যালয়েই। বছর দু’য়েক আগে ওই কার্যালয়ে সিআরপি ক্যাম্প হওয়ায় তারাচাঁদ নান্দা গ্রামের বাড়িতেই থাকতেন। ওই গ্রামের আশেপাশের এলাকাগুলি মাওবাদী প্রভাবিত হওয়ায় তাঁকে ‘সাবধানে থাকা’র পরামর্শও দিয়েছিলেন দলের নেতারা। কয়েক দিন পর সিপিএমের বিনপুর লোকাল কমিটির সম্মেলন। তরুণ প্রজন্মের তারাচাঁদের ওই কমিটির সদস্য হওয়ারও সম্ভাবনা ছিল।
স্থানীয় সূত্রের খবর, বুধবার গ্রামের এক জনের জমিতে ধান কাটা সেরে সন্ধ্যায় তাঁর বাড়িতেই খেতে বসেছিলেন তারাচাঁদ। তিন যুবকের ডাকে বেরিয়ে আসেন। ‘পরিচিত’ ওই যুবকদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন। তার পর ওই যুবকরাই তাঁকে খুব কাছ থেকে পর পর তিন বার গুলি করে হেঁটে খাল পেরিয়ে পালইডাঙার দিকে চলে যায়। রাতে গিয়ে দেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার ঝাড়গ্রাম হাসপাতালে ময়নাতদন্তের পর দেহটি নান্দা গ্রামে নিয়ে যাওয়া হয়। কিছুদিন আগে আউলিয়া গ্রামের এক যুবককে মাওবাদী স্কোয়াড-সদস্য সন্দেহে আটক করে পুলিশ। ওই যুবক এখনও পুলিশি হেফাজতে। স্থানীয় বাসিন্দাদের একাংশের ধারণা, তারাচাঁদই পুলিশে খবর দিয়েছিলেন সন্দেহে সম্ভবত তাঁকে খুন করেছে মাওবাদীরা। |
|
|
|
|
|