|
|
|
|
‘মিলছে না চাল’ |
খাদ্যমন্ত্রীকে ‘কড়া’ চিঠি সভাধিপতির |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূলের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে চিঠি দিয়ে একগুচ্ছ অভিযোগ জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সিপিএম সভাধিপতি অন্তরা ভট্টাচার্য। জেলা পরিষদ সূত্রে খবর, বৃহস্পতিবারই এই চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রীকে চিঠি পাঠানোর কথা স্বীকার করে সভাধিপতি বলেন, “খাদ্য দফতর থেকে আমাদের কয়েকটি বিষয় সম্পর্কে জানানোই হচ্ছে না। ফলে সাধারণ মানুষের কাছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনও এই সব বিষয়ে কিছু বলতে পারছে না। সে জন্যই খাদ্যমন্ত্রীকে লিখিত ভাবে সমস্যার কথা জানিয়েছি।”
জেলা পরিষদ সূত্রের খবর, চিঠিতে অভিযোগ করা হয়েছে, ‘জঙ্গলমহল এলাকা বাদে পশ্চিম মেদিনীপুরের বাকি অংশে নভেম্বর মাস থেকে বিপিএল ও অন্ত্যোদয় প্রকল্পের ২ টাকা কেজি দরের চাল গ্রাহকেরা পাচ্ছেন না। সরকারের আর্থিক সীমাবদ্ধতা না কি আর্থিক অপ্রতুলতা, কোনও কারণগত ব্যাখ্যাই আমাদের নজরে নেই। জনগণের কাছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন কোনও সদুত্তর দিতে পারছেন না। কারণ, পঞ্চায়েত বা জেলা পরিষদ-প্রশাসনকে খাদ্য দফতর থেকে কোনও ব্যাখ্যাই দেওয়া হয়নি’। পাশাপাশি, লেখা হয়েছে, ‘জঙ্গলমহলের বিপিএল গ্রাহকরাও ২ টাকা কেজি দরের চালের অতিরিক্ত বরাদ্দ পাচ্ছেন না। অন্ত্যোদয়ের গ্রাহকেরা ২ টাকার চাল থেকে বঞ্চিত। অন্নপূর্ণার গ্রাহকেরা গত জুন মাস থেকে তাঁদের বরাদ্দ পাচ্ছেন না। যা এ যাবৎকালে নজিরবিহীন’। ধান কেনা নিয়ে ইতিমধ্যেই জেলা খাদ্য দফতর ও জেলা পরিষদের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। ক’দিন আগে জেলায় এসে আনুষ্ঠানিক ভাবে সহায়কমূল্যে ধান কেনা শুরু করেন খাদ্যমন্ত্রী। তার আগে সংশ্লিষ্ট দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। জেলা পরিষদের অভিযোগ, এই প্রক্রিয়া শুরুর আগেই জেলার ৩৪টি চালকল ৫০ হাজার ৯০৩ কুইন্টাল ধান কেনে। অথচ, চালকলগুলি যে ধান কেনা শুরু করেছে, তা জেলা পরিষদকেও জানানো হয়নি। কাদের কাছ থেকে ধান কেনা হল, জেলা খাদ্য দফতরের কাছে তার তালিকা চেয়ে পাঠান সভাধিপতি। যদিও সেই তালিকা এখনও মেলেনি। খাদ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে এই বিষয়টিরও উল্লেখ করা হয়েছে। লেখা হয়েছে, ‘জেলায় চাল-সংগ্রহের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি নেই। চালকলগুলির ধান কেনার যে তথ্য জেলা পরিষদে এসেছে তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। এবং ক্ষুদ্র ও প্রান্তিক চাষির স্বার্থরক্ষার প্রশ্নে আপনার দফতর তথা এজেন্সিগুলিকে আরও গতিশীল, স্বচ্ছ ও যত্নবাণ হতে অনুরোধ জানাচ্ছি’। চিঠিতে সমস্ত ধানই যাতে ক্যাম্প করে চেকে কেনা হয়, তারও আবেদন জানানো হয়েছে। |
|
|
|
|
|