|
|
|
|
ইম্ফলেও ওডাফা-বিস্ফোরণ চান সুব্রত |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইম্ফলে ওডাফা ওকোলির বিস্ফোরণের অপেক্ষায় সুব্রত ভট্টাচার্য!
বুধবারের বিস্ফোরণের ধাক্কা সামলে স্বাভাবিক হচ্ছে ইম্ফল। কিন্তু সেনা কনভয়ে দুপুরে অনুশীলনে পৌঁছে মোহন-টিডি যে ফর্মেশন তৈরি করে অনুশীলন করালেন তাতে সামনে স্ট্রাইকার হিসাবে থাকবেন একমাত্র ওডাফা। যিনি তিন দিন আগেই কলকাতা লিগে হেরে যাওয়া দলকে জিতিয়েছিলেন অবিশ্বাস্য ভাবে। বাইরে আতঙ্কের আবহাওয়া সরে গেলেও ভিতরে অবশ্য নতুন আতঙ্কে আক্রান্ত পুরো মোহনবাগান টিম। শিলং লাজংয়ের বিরুদ্ধে আজ শুক্রবার দুপুর একটায় মোহনবাগান যে মাঠে খেলবে সেই খুমান লাম্পাক স্টেডিয়ামের হাল যে খুবই খারাপ। যে কোনও মুহূর্তে চোট-আঘাত হতে পারে ফুটবলারদের।
ইম্ফল থেকে ফোনে সুব্রত বলছিলেন, “একে মাঠ প্রচণ্ড শক্ত। তার উপর অসমান। এখন তো ভয় হচ্ছে ফুটবলারদের না ফের চোট লাগে।” একেই চোট-আঘাতের কবলে পড়ে হাসপাতাল টিম। তার উপর নবি-জুয়েল জাতীয় দলের হয়ে সাফ কাপে খেলতে দিল্লিতে। সুনীল স্কটল্যান্ডে ট্রায়াল দিতে। এই অবস্থায় সুব্রত চাইছেন মাঝমাঠে লোক বাড়িয়ে লাজংয়ের পাহাড়ি দৌড় আটকাতে। ফর্মেশনটা করতে চাইছেন ৪-৩-২-১। ওডাফার পিছনে ব্যারেটো-অসীম। ড্যানিয়েল হয়তো ওদের পিছনেই ডিফেন্সিভ স্ক্রিন। আই লিগ টেবিলে দশ নম্বরে থাকা লাজং ম্যাচ জিতেছে মাত্র দু’টি। এই ইম্ফলেই তারা হারাতে পেরেছে দুর্বলতম দুটি দল হ্যাল এবং পৈলানকে। তবু কোথাও কি ভয় একটা রয়ে যাচ্ছে? ফেডারেশন কাপে লাজংয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল মোহনবাগান। চাকরি গিয়েছিল স্টিভ ডার্বির। ফলে স্বাভাবিক ভাবেই সতর্ক সুব্রত, “তিন পয়েন্ট নিয়ে ফিরতে চাই। পরে এক পয়েন্টের কথা ভাবব।”
ইম্ফলের মাঠ যে তাকেও ভোগাচ্ছে, মানছেন লাজং কোচ প্রদ্যুম রেড্ডিও। তবে মানতে চাইলেন না, তাঁর দল ছন্দে নেই। বলছিলেন, “আমরা হেরেছি ডেম্পো, ইস্টবেঙ্গল আর স্পোটিং ক্লুবের কাছে। যারা লিগ টেবিলে উপরের দিকে। দল ঠিকঠাক খেললে মোহনবাগান-ম্যাচ থেকেও পয়েন্ট পাব।” |
|
|
|
|
|