টুকরো খবর
আজ শুরু সাফ ফুটবল, রেঞ্জার্সের পছন্দ
সুনীলদের, বলছেন নেপাল কোচ
রেঞ্জার্সে ট্রায়াল দিতে যাওয়া মোহনবাগানের সুনীল ছেত্রী ও পুণে এফ সির জেজে লালপেখলুয়াকে নাকি মনে ধরেছে গ্লাসগো রেঞ্জার্সের কোচ এবং ক্লাব কর্তাদের। এ কথা জানাচ্ছেন নেপালের ইংরেজ কোচ গ্রাহাম পল রবার্টস। শুক্রবার থেকে শুরু হওয়া সাফ কাপে অংশ নিতে যিনি এখন দিল্লিতে। জল্পনা চলছে, সুনীলরা যদি সত্যিই সুযোগ পেয়ে যান রেঞ্জার্সে, তা হলে কবে ভারতে ফিরবেন। কেউ কেউ বলছেন, সে রকম হলে আগামী এক সপ্তাহের আগে সুনীলদের দেশে ফেরা হবে না। তবে সে সম্ভাবনা উড়িয়ে দেন সুনীলের বাবা। তিনি জানান, ফেডারেশনের শর্তে ওদের সাফ কাপ খেলতে হবেই। ভারতীয় দলের কোচ স্যাভিও মেদেইরা জানান, বৃহস্পতিবার রাতেই গ্লাসগো থেকে সুনীল-জেজেদের দিল্লি পৌঁছে যাওয়ার কথা। সুনীলের বাবা কে বি ছেত্রীও জানান, বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালেই সুনীলরা দিল্লি পৌঁছবে। রেঞ্জার্সের ট্রায়াল নিয়ে তাঁকে সুনীল কিছু জানায়নি বলে জানান কে বি ছেত্রী। কিন্তু নেপাল কোচ আবার বলছেন, “রেঞ্জার্সের কোচ ও কর্মকর্তারা আমার বন্ধু। ওরা আমাকে জানিয়েছে সুনীল ও জেজেকে ওদের শুধু পছন্দই হয়নি, ক্লাবে নথিভুক্ত করতেও চলেছে।” ২০০৯-এর চ্যাম্পিয়ন ভারতকে ফেভারিট মানতে নারাজ স্যাভিও। তাঁর কথায়, “আগে কী হয়েছে তা মনে রাখতে চাই না। এই টুর্নামেন্ট যে কোনও দল জিততে পারে। কারণ, সকলেই সমমানের।”

ঘরের মাঠে হারল ম্যান ইউ
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হারটাই এই মরসুমে বিরল ঘটনা। তা-ও আবার ওল্ড ট্র্যাফোর্ডে! আর হারাল কারা? না চ্যাম্পিয়নশিপের দল ক্রিস্টাল প্যালেস। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে তারা ম্যান ইউকে ২-১ হারাল অতিরিক্ত সময়ের গোলে। নির্ধারিত সময়ে ১-১ ড্র ছিল ম্যাচ। ড্যারেন অ্যামব্রোসের গোলে এগিয়ে গিয়েছিল প্যালেস। দূরপাল্লার শটের এই গোলটি তাঁর দেখা গত ২০ বছরের সেরা গোল বলেছেন গ্যারি নেভিল। তিন মিনিটের মধ্যে ফেদেরিকো মাচেদার গোলে সমতায় ফেরে ম্যান ইউ। অতিরিক্ত সময়ে জয়ের গোলটি করেন গ্লেন মারে। ম্যান ইউ কোচ অ্যালেক্স ফার্গুসন আবার হারের পর ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে। লিগ কাপের সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেস খেলবে চ্যাম্পিয়নশিপেরই ক্লাব কার্ডিফের সঙ্গে। অন্য সেমিফাইনালে লিভারপুল খেলবে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে। লিভারপুল শেষ আটে চেলসিকে ২-০ হারিয়েছে। ম্যাঞ্চেস্টার সিটি শেষ চারে উঠেছে আর্সেনালকে ১-০ হারিয়ে।

ভাল জায়গায় অস্ট্রেলিয়া
প্রথম এগারোর অনেকেই নেই দলে। বোলিং আক্রমণেও মোটামুটি নতুন মুখ। সেই নিয়েই প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে চাপে রেখে দিল অস্ট্রেলিয়া। প্রথম দিন টস জিতে ব্যাটিং নেওয়ার পর নিউজিল্যান্ড করেছে ১৭৬-৫। ব্যাট করছেন ড্যানিয়েল ভেত্তোরি (৪৫) এবং ডিন ব্রাউনলি (৩২)। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল স্টার্ক দুটো উইকেট নিয়েছেন। ব্রিসবেনের পিচে এক সময় ঝামেলায় পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ৯৬ রানের মধ্যে তাদের পাঁচ উইকেট পড়ে যায়। সেখান থেকে দলকে টেনে তোলেন ভেত্তোরিরা। এ দিকে বাঁ পায়ের আঙুলে অস্ত্রোপচার হওয়ার কারণে ছ’মাস বাইরে অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন।

ঝাড়খন্ড থেকে আরও এক অধিনায়ক
জাতীয় খেলাধূলোর ক্ষেত্রে ঝাড়খণ্ডের মাথায় আরও একটি মর্যাদার পালক উড়ল। আসন্ন চার দেশীয় সিনিয়র মহিলা হকি প্রতিযোগিতায় জাতীয় দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন ঝাড়খণ্ডের সিমডেগা জেলার অসুংতা লাকড়া। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চারটি দেশ হচ্ছে: ভারত, আর্জেন্তিনিয়া, দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ড। ৭ থেকে ১৮ ডিসেম্বর প্রতিযোগিতার আসর বসছে আর্জেন্তিয়ায়।

তৃতীয় রাউন্ডে জিতল সায়ন্তন
দ্য টেলিগ্রাফ স্কুল দাবার তৃতীয় রাউন্ডে ছোটখাটো অঘটন ঘটাল ঋতম ঘোষ। রেটিংয়ে উপরে থাকা দেবশ্রী মুখোপাধ্যায়কে (২) হারিয়ে দিয়ে। নামীদের মধ্যে বৃহস্পতিবার সায়ন্তন দাস হারাল নিশি আয়ারকে। এ ছাড়া আরও জিতেছে চন্দ্রাশিস মজুমদার, অভ্রপ্রতিম মান্না, সায়ন বসু, অর্পন দাস, শুভঙ্কর মাইতি।

জিতল সাউথ ইস্টার্ন
হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাউথ ইস্টার্ন রেলের কাছে ৭-৮ হেরে গেল বিবেকানন্দ সুইমিং। বৃহস্পতিবার মেয়রস কাপ ওয়াটারপোলোর সুপার লিগে। বিবেকানন্দের কৌশিক দে তিনটি গোল করেও টিমের হার বাঁচাতে পারলেন না। শুক্রবার সুপার লিগে বিবেকানন্দের সামনে আর এক রেল দল, ইস্টার্ন রেল।

কঠিন গ্রুপে ভারত
আগামী এ এফ সি চ্যালেঞ্জ কাপে ভারতকে খেলতে হবে কঠিন গ্রুপে। নেপালে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে (শুরু ৮ মার্চ, ২০১২) ভারতের গ্রুপে আছে উত্তর কোরিয়া, তাজাকিস্তান ও ফিলিপিন্স। প্রসঙ্গত উত্তর কোরিয়া গত বিশ্বকাপের মূলপর্বে খেলা দেশ।

শুক্রবার
আই লিগ ফুটবলে

মোহনবাগান : শিলং লাজং (ইম্ফল, ১-০০)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.