|
|
|
|
যুবভারতীতে এখন আই লিগই অনিশ্চিত |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ডার্বি ম্যাচে বিদ্যুৎ-বিভ্রাটের জের। যুবভারতী নয়, পরিস্থিতি যে দিকে গড়িয়েছে তাতে টোলগে-ওডাফাদের আই লিগের সব ম্যাচ খেলতে হতে পারে বারাসতে।
বৃহস্পতিবার মহাকরণে ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলে দেন, “ফ্লাডলাইট ব্যবস্থা পুরো বদলে ফেলা হচ্ছে। কাজ শেষ করতে অন্তত পাঁচ মাস সময় লাগবে। ফলে রাতে যুবভারতীতে কোনও ম্যাচ করা যাবে না।” রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পরেই আই লিগের বাকি ম্যাচগুলি বারাসতে নিয়ে যাওয়ার জন্য ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে ফেডারেশন। আই লিগের সি ই ও সুনন্দ ধর এ দিন দিল্লি থেকে ফোনে বললেন, “অষ্টম রাউন্ডের পর থেকে আমরা আই লিগের সব ম্যাচ বারাসতে নিয়ে যাচ্ছি। রাতের আলোয় খেলা করতে না পারলে টিভি স্পনসররা ক্ষুব্ধ হচ্ছেন। ফলে আমাদেরও সমস্যায় পড়তে হচ্ছে।” |
|
যুবভারতী থেকে ম্যাচ বারাসতে নিয়ে যাওয়ার খবর শুনে প্রচণ্ড ক্ষুব্ধ দুই প্রধান। ফেডারেশনের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে মোহনবাগান সচিব অঞ্জন মিত্র বললেন, “আমরা বারাসতে কোনও মতেই খেলব না। ওখানে খেললে আমাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? আর বারাসতে খেলা হলে, সদস্য- সমর্থকেরাও বঞ্চিত হবে।” এই ব্যাপারে মোহনবাগানের সঙ্গে একমত ইস্টবেঙ্গলও। সচিব কল্যাণ মজুমদার বললেন, “আমরা এখনও সরকারি ভাবে কোনও খবর পাইনি। তবে বারাসতে খেলা হলে, আমাদের সমস্যা হবে। এই নিয়ে ফেডারেশনের সঙ্গে আমরা কথা বলব।” দুই প্রধান ক্ষুব্ধ হলেও ফেডারেশনের হাত অবশ্য বাঁধা। তাদের কাছে টি ভি স্পনসরদের স্বার্থই আগে। ক্লাবের চেয়েও। |
|
|
|
|
|