দিঘি সংস্কারের আশ্বাস মন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
ঐতিহাসিক শরশঙ্কা দিঘি সংস্কার ও তা ঘিরে উন্নয়নের লক্ষে এলাকা ঘুরে দেখলেন ক্ষুদ্র সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র। বৃহস্পতিবার তিনি দিঘি পরিদর্শনের পাশাপাশি এলাকার লোকের সঙ্গে কথা বলেন। দাঁতন-১ ব্লকের শরশঙ্কা দিঘি ঘিরে একগুচ্ছ পরিকল্পনার কথা এ দিন তিনি জানান। মন্ত্রী বলেন, “বিশ্বব্যাঙ্কের টাকায় এডিএমআই প্রোজেক্টে ওই দিঘির সংস্কার হবে। দিঘি ঘিরে উন্নয়নের কথাও চিন্তা করা হচ্ছে। ২০১২ সালে কাজ শুরুর পরিকল্পনা আছে।” |
|
দিঘি পরিদর্শনে মন্ত্রী সৌমেন মহাপাত |
এ দিন মন্ত্রীর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দফতরের মেদিনীপুর এগ্রি মেকানিক্যাল সার্কেলের সুপারিনটেন্ড্যান্ট ইঞ্জিনিয়র তপন কুমার সরকার-সহ অন্য আধিকারিকেরা। সৌমেনবাবু জানান, অবিলম্বে ১৬৭ একর ওই জলাভূমির সংস্কার হবে। দিঘির পাড়ে চারটি পাম্প বসানো হবে সেচের জন্য। তাতে এলাকার দু’হাজার একর জমি সেচের সুবিধা পাবে। পাড়ে হবে ফল ও ভেষজ উদ্যান। দিঘিতে হবে মাছচাষ। তাঁর আশা, দিঘি সংস্কার হলে পরিযায়ী পাখি আসবে। এই দিঘি এবং এলাকার ঐতিহাসিক স্থান ও স্থাপত্যগুলি ঘিরে যাতে পর্যটনকেন্দ্র করা যায় সে ব্যাপারেও চিন্তাভাবনা চলছে। এ দিন গ্রামবাসীরা ২০ কিলোমিটার দীর্ঘ পালানিয়া খাল সংস্কারেরও দাবি জানান। বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। |
|